নয়াদিল্লি : বাইরের খাবার নিয়ে যাওয়া যাবে না সিনেমা হলে। সাফ জানিয়ে দিল উচ্চ আদালত। হলের মালিকদের পক্ষেই রায় জানালো সুপ্রিম কোর্ট। এদিন জনস্বার্থ মামলার রায় দিতে গিয়ে বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্জ জানায়, ‘সিনেমা হল মালিকদের নিজস্ব সম্পত্তি, তারা নিজের শর্ত অনুযায়ী নিয়ম করতে পারেন, যতক্ষণ না তা জনস্বার্থ, নিরাপত্তা এবং কল্যাণের পরিপন্থী না হয়। খাদ্য এবং পানীয় বিক্রয়ের ক্ষেত্রে হল-মালিক নিজস্ব শর্ত রাখতেই পারেন। সিনেমা দেখতে আসা দর্শকেরা সেই খাবার কিনবেন কী না, সেটা সম্পূর্ণ তাঁদের ব্যক্তিগত মতামত’।
তবে বাচ্চাদের খাবারের ব্যাপারে কোনও নিষেধাজ্ঞা না রাখার কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট। এর সঙ্গে সুপ্রিম কোর্ট যোগ করেন, ‘খাবারের ব্যাপারে নিষেধাজ্ঞা থাকলেও, সিনেমা হলে যেন বিনামূল্যে শুদ্ধ পানীয়জলের ব্যবস্থা থাকে তা নিশ্চিত করতে হবে।’
কোভিড পরিস্থিতির পর আগের তুলনায় অনেকটাই দাম বেড়ে গিয়েছে সিনেমা টিকিটের। সামান্য কফি খেতে গেলেও গুনতে হয় মোটা টাকা। সর্বত্রই ক্ষোভ বাড়ছে দর্শকের। দর্শকদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। সেই মামলা শুনানি ছিল মঙ্গলবার। মামলার শুনানিতে হলের মালিকদের কোর্টেই বল ঠেলল সুপ্রিম কোর্ট।
খবর অনলাইনে সব খবর পডুন khaboronline.com