Homeখবরদেশ'আমাদের প্রিয় বন্ধু', মনমোহন সিংহের প্রয়াণে গভীর শোকপ্রকাশ আমেরিকা, রাশিয়া ও চিনের

‘আমাদের প্রিয় বন্ধু’, মনমোহন সিংহের প্রয়াণে গভীর শোকপ্রকাশ আমেরিকা, রাশিয়া ও চিনের

প্রকাশিত

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংহের প্রয়াণে গভীর শোক জ্ঞাপন করেছেন রাশিয়া, চিন এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিরা। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে এক “অসামান্য নেতা” হিসাবে উল্লেখ করে ভারতের উন্নয়ন ও আন্তর্জাতিক সম্পর্ক দৃঢ় করার ক্ষেত্রে তাঁর অবদানকে শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা।

ফরাসি দূতাবাস এক্স (আগের টুইটার)-এ পোস্ট করে জানায়, “তাঁর নেতৃত্ব ভারতের আন্তর্জাতিক অবস্থানকে মজবুত করেছে এবং ফ্রান্সের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করেছে।”

রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস আলিপভ এক্স-এ লেখেন, “ভারত এবং রাশিয়ার জন্য এটি এক গভীর শোকের মুহূর্ত। ড. মনমোহন সিংহের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে অবদান অপরিসীম। একজন অর্থনীতিবিদ এবং ভারতের উন্নয়নের প্রতি তাঁর অঙ্গীকার সবসময়ই প্রশংসনীয়।”

মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি লিখেছেন, “ড. মনমোহন সিংহের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্কে এক নতুন অধ্যায় শুরু হয়েছিল। ভারতের উন্নয়ন ও সমৃদ্ধির প্রতি তাঁর নিষ্ঠা আমাদের প্রেরণা জোগায়।”

চিনের রাষ্ট্রদূত জু ফেইহং বলেন, “ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংহের প্রয়াণে আমি গভীর ভাবে শোকাহত। তিনি একজন অসামান্য নেতা, যাঁকে ভারতের জনগণ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা।”

ফরাসি দূতাবাস আরও জানিয়েছে, “ড. মনমোহন সিংহের মানবিকতা ও উন্নয়নের প্রতি নিষ্ঠা বিশ্ব জুড়ে প্রশংসিত। তাঁর নেতৃত্ব আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে ড. মনমোহন সিংহ ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ছিলেন ভারতের অর্থনৈতিক সংস্কারের স্থপতি এবং তাঁর নেতৃত্ব ভারতের আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধি পেয়েছিল।

আরও পড়ুন: ইলিশের স্বাদ নিতে খাদ্যাভ্যাসও ভাঙতে রাজি ছিলেন কঠোর নিরমিষভোজী মনমোহন সিংহ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।