Homeখবরদেশভারতের সাফল্যের মুকুটে নয়া পালক, উত্তর-পূর্বের ইরি সিল্ক পেল বিশ্বজনীন স্বীকৃতি

ভারতের সাফল্যের মুকুটে নয়া পালক, উত্তর-পূর্বের ইরি সিল্ক পেল বিশ্বজনীন স্বীকৃতি

প্রকাশিত

আন্তর্জাতিক মঞ্চে ফের ভারতের সাফল্যের মুকুটে যোগ হল নয়া পালক। উত্তর-পূর্বের ইরি সিল্ক পেল আন্তর্জাতিক স্বীকৃতি। দেশের ৭৮তম স্বাধীনতা দিবসের দিনই এই স্বীকৃতি মিলেছে।

গোটা বিশ্বে ভারতীয় সিল্ক ফেব্রিকের যথেষ্ট কদর করা হয়। কিন্তু সিল্ক তৈরির সময় গুটির মধ্যে থাকা ছোট্ট মথকে মেরে ফেলা হয়। এদিকে এখন গোটা বিশ্ব জুড়ে বাড়ছে ভেগান জীবনযাপনের কদর। শুধু খাওয়াদাওয়া নয়, ভেগানরা প্রাণীজ প্রোটিন খাওয়া থেকে বিরত হওয়ার পাশাপাশি চামড়ার বা সিল্কজাত পোশাক-আশাক ও জিনিসপত্র ব্যবহারও করেন না। ভারতের ইরি সিল্কও যেন ভেগান জীবনযাপনের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

উত্তর-পূর্বের ভারতের ইরি সিল্কে এমন এক পদ্ধতি অবলম্বন করা হয় যাতে সিল্ক গুটি থেকে বের করার সময় ছোট্ট পোকা বা মথের প্রাণ কেড়ে নেওয়া হয় না। গুটি থেকে সিল্ক বের করা হলেও গুটির মধ্যে থাকা মথের প্রাণ রক্ষা করা হয়। অসম-সহ উত্তর পূর্ব ভারতের এই সিল্ক পদ্ধতি ইরি সিল্ক নামে পরিচিত। ইরি সিল্ককে তাই বিশ্বের একমাত্র ভেগান সিল্ক বলে মনে করা হয়। এটিকে ইকোফ্রেন্ডলি তথা পরিবেশ-বান্ধব সিল্ক বলে মনে করা হয়। সেই ইরি সিল্কের আন্তর্জাতিক স্বীকৃতি মিলল।

কেন্দ্রীয় সরকারের উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের অধীনস্থ নর্থ ইস্টার্ন হ্যান্ডিক্রাফটস অ্যান্ড হ্যান্ডলুম ডেভেলপমেন্ট কর্পোরেশন (এনইএইচএইচডিসি) ইরি সিল্কের জন্য জার্মানির কাছ থেকে ওয়েকো টেক্স সার্টিফিকেশন ট্যাগ পেয়েছে। গোটা পৃথিবীতেই এই সম্মানকে এক বিরল সম্মান বলে মনে করা হয়।  

ভেগান সিল্ক বলে পরিচিত ইরি সিল্ক তৈরির সময় গুটি বা কুকুন থেকে মথ আপনাআপনি বেরিয়ে যায়। তাকে মারতে হয় না। মথ আপনাআপনি বেরিয়ে যাওয়ার পর সিল্ক ব্যবহার করা হয়। পরিবেশ-বান্ধব পদ্ধতিতে তৈরির কারণে ইরি সিল্ককে এই আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয়েছে। কোনো ক্ষতিকারক রাসায়নিক উপাদান ছাড়া সম্পূর্ণ পরিবেশ-বান্ধব পদ্ধতিতে তৈরি ফেব্রিককেই একমাত্র জার্মানির ওয়েকো টেক্স সার্টিফিকেশন ট্যাগ দেওয়া হয়ে থাকে। সেদিক থেকে নিঃসন্দেহে এটা ভারতের মুকুটে নতুন পালক।

আরও পড়ুন

এই ৮ টি ব্র্যান্ড থেকে ৪৫০ টাকার মধ্যে নিতে পারেন পছন্দের ব্যাগি ফিট টি-শার্ট

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।