Homeখবরদেশমহুয়া মৈত্রের সাংসদপদ খারিজের সুপারিশে সিলমোহর এথিক্স কমিটির, প্রস্তাব যাচ্ছে স্পিকারের কাছে

মহুয়া মৈত্রের সাংসদপদ খারিজের সুপারিশে সিলমোহর এথিক্স কমিটির, প্রস্তাব যাচ্ছে স্পিকারের কাছে

প্রকাশিত

নয়াদিল্লি: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ‘টাকার বিনিময়ে প্রশ্ন’ মামলার তদন্ত করছে এমন সংসদের এথিক্স কমিটি। একদিন আগেই শোনা গিয়েছিল, ৫০০ পাতার রিপোর্টে ‘অনৈতিক ও অত্যন্ত আপত্তিকর’ কাজ করায় মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজের সুপারিশ করতে চলেছে এথিক্স কমিটি। বৃহস্পতিবার, কমিটি সংসদ থেকে তাঁর বহিষ্কারের সুপারিশ অনুমোদন করেছে।

সূত্রের খবর, ওই সুপারিশের পক্ষে কমিটির ছয় সদস্য এবং বিপক্ষে ভোট দিয়েছেন চারজন। কমিটির সুপারিশ আগামীকাল (শুক্রবার) লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে পেশ করা হবে।

এনডিটিভি-র খবর অনুযায়ী, কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়ার লোকসভা সদস্যপদ বাতিল করার সুপারিশ করে ৫০০ পাতার রিপোর্ট পাঠানো হয়েছিল। তাঁর কাজকে “অত্যন্ত আপত্তিকর, অনৈতিক, জঘন্য এবং অপরাধমূলক” বলে অভিহিত করা হয়েছে রিপোর্টে। যাঁরা এর পক্ষে ভোট দিয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন কংগ্রেস সাংসদ প্রণীত কউর। তিনি পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের স্ত্রী। চলতি বছরের শুরুতে পঞ্জাব বিধানসভা ভোটের আগে, ক্যাপ্টেন অমরিন্দর কংগ্রেস ছেড়ে বেরিয়ে গিয়ে নিজের পৃথক দল খুলেছিলেন। বিজেপির সঙ্গে জোট বেঁধেছিলেন তিনি।

এ ছাড়া যাঁরা সুপারিশের পক্ষে ভোট দিয়েছেন তাঁরা হলেন হেমন্ত গডসে, সুমেদানন্দ, অপরাজিতা সারঙ্গী, রাজদীপ রাই এবং চেয়ারম্যান বিনোদ সোনকার। আর বরখাস্তের বিরুদ্ধে ভোট দেন দানিশ আলি, নটরাজন, বৈথিলিঙ্গম এবং গিরিধারী যাদব। বিরোধীদের দাবি, বরখাস্তের সুপারিশ ‘পক্ষপাতদুষ্ট এবং ত্রুটিপূর্ণ’।

উল্লেখযোগ্য ভাবে, একজন সদস্য উপস্থিত থাকতে না পারায় আজ বিজেপির সংখ্যা সাত থেকে ছয়ে নেমে এসেছে। বিরোধী দল থেকেও একজন সাংসদ ‘নিখোঁজ’ ছিলেন। উত্তম রেড্ডি গত ২ নভেম্বর মহুয়াকে সমর্থন করে ওয়াকআউট করা পাঁচজন সাংসদের একজন। জানা গিয়েছে, তিনি তেলঙ্গনা বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিচ্ছেন।

আরও পড়ুন: মহুয়া মৈত্রর সাংসদপদ বাতিলের সুপারিশ, ৫০০ পাতার রিপোর্ট এথিক্স কমিটির

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

সাইবার জালিয়াতিতে কোটি টাকার ক্ষতি! দেশে শীর্ষে কলকাতা, এক বছরে রেকর্ড ৫৬৪ মামলা

এনসিআরবি-র রিপোর্টে চমক! ২০২৩ সালে কলকাতায় ১ কোটি টাকার বেশি ক্ষতির ৫৬৪টি আর্থিক জালিয়াতির মামলা। দেশের অন্য সব শহরকে পিছনে ফেলেছে লালবাজার।

সাবর্ণ সংগ্রহশালা পরিদর্শনে মাইক্রোসফ্‌ট ইউরোপের এমডি সস্ত্রীক এবং মরিসাসের কনসুলার জেনারেল  

খবর অনলাইন ডেস্ক: কলকাতার সঙ্গে জড়িয়ে কয়েক শতকের ইতিহাস। এই দীর্ঘ সময়ে শহরের রূপ...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড শেষ চারে, কী অঙ্কে জায়গা হতে পারে ভারতের?  

খবর অনলাইন ডেস্ক: মহিলাদের একদিনের বিশ্বকাপ ক্রিকেটে আর মাত্র ৬টি ম্যাচ বাকি। ইতিমধ্যেই সেমিফাইনালে...

ভারতের সঙ্গে চুক্তি বাতিলের দাবি ভুয়ো — জানালেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

ভারতের সঙ্গে চুক্তি বাতিলের দাবি উড়িয়ে দিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জানালেন, ফেসবুকে প্রকাশিত তালিকার অধিকাংশ চুক্তি বাস্তবে নেই, কিছু পুরোনো এবং কিছু এখন পর্যালোচনায় রয়েছে।

আরও পড়ুন

এক চিকিৎসকের আট বছরের লড়াইয়ে বড় জয়, ভুয়ো ওআরএস-এর উপর নিষেধাজ্ঞা জারি করল FSSAI, আসল চিনবেন কী করে?

হায়দরাবাদের শিশু-রোগ বিশেষজ্ঞ ডা. শিবরঞ্জনী সন্তোষের দীর্ঘ লড়াইয়ের ফলে বড় পদক্ষেপ নিল FSSAI। WHO-র নির্ধারিত মান না মেনে ‘ORS’ নামে বিক্রি হওয়া পানীয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হল। শিশুদের জন্য বিপজ্জনক এই মিষ্টি পানীয় নিয়ে শুরু হয়েছিল তাঁর আইনি লড়াই প্রায় এক দশক আগে।

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।