Homeখবরদেশ'সংসদীয় গণতন্ত্রকে রক্ষা'র আর্জি জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি প্রাক্তন বিচারপতিদের

‘সংসদীয় গণতন্ত্রকে রক্ষা’র আর্জি জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি প্রাক্তন বিচারপতিদের

প্রকাশিত

৪ জুলাই প্রকাশিত হতে চলেছে ১৮তম লোকসভা নির্বাচনের ফলাফল। এর আগে নির্বাচনী ফল নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশের রাষ্ট্রপতিকে চিঠি লিখেছেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতিরা। চিঠিতে সংসদীয় গণতন্ত্রকে রক্ষা করার আবেদন জানানো হয়েছে। প্রাক্তন বিচারপতিরা বলেছেন, যদি নির্বাচনের ফলাফল ত্রিশঙ্কু অবস্থায় থাকে, তাহলে রাষ্ট্রপতির কাঁধে গুরুদায়িত্ব আসবে। প্রথা মেনে তিনি গণতান্ত্রিক নজির স্থাপন করবেন এবং ঘোড়া কেনাবেচার কোনো সম্ভাবনা আটকানোর আবেদন জানানো হয়েছে চিঠিতে।

রাষ্ট্রপতির পাশাপাশি সংসদীয় গণতন্ত্র রক্ষায় চিঠিতে আর্জি জানানো হয়েছে দেশের প্রধান বিচারপতি এবং নির্বাচন কমিশনারের কাছেও। চিঠিতে প্রাক্তন বিচারপতিরা জনগণের রায়কে প্রাধান্য দেওয়ার আবেদন জানিয়েছেন। তাদের মতে, যদি কোনো কারণে ফল ত্রিশঙ্কু হয়, তাহলে রাষ্ট্রপতি যেন সংখ্যাগরিষ্ঠ আসনের দাবিদার প্রাক নির্বাচনী জোটকেই প্রথমে সরকার গঠন করার জন্য ডাকেন এবং দেশে ঘোড়া কেনাবেচার সবরকম সম্ভাবনাকে প্রতিহত করেন।

আরও পড়ুন। ভোটগণনার মধ্যেই মঙ্গলবার বৈঠকে বসতে পারে ‘ইন্ডিয়া’জোট, আগ্রহ দেখিয়েছেন মমতাও, দাবি সূত্রের

এছাড়াও, শীর্ষ আদালতের কাছে আবেদন জানানো হয়েছে যে, নির্বাচনী ফলাফল নিয়ে সুপ্রিম কোর্টে যদি কোনও আর্জি আসে, তাহলে যেন দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ফল ঘোষণা পর্বে কোনো রকম হিংসা বা অশান্তির ঘটনা ঘটলে নির্বাচন কমিশনসহ শীর্ষ আদালত তা প্রতিহত করতে দ্রুত ব্যবস্থা নেবে। প্রাক্তন বিচারপতিরা আরও বলেছেন, ‘আমরা চাই না দেশের নির্বাচনে কোনো অঘটন ঘটুক, তবে যদি কোনো অঘটন ঘটে, সেক্ষেত্রে যেন দেশের রাষ্ট্রপতি, শীর্ষ আদালত এবং নির্বাচন কমিশন পদক্ষেপে কোনও খামতি না রাখে এবং সংসদীয় গণতন্ত্র রক্ষায় নজির স্থাপন করে।’

এই খোলা চিঠিতে মাদ্রাজ হাই কোর্টের সাত প্রাক্তন বিচারপতির পাশাপাশি সাক্ষর করেছেন পাটনা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অঞ্জনা প্রকাশ। তাদের এই পদক্ষেপ দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুরক্ষিত করতে এবং ভোটের ফলাফলে জনগণের রায়কে সঠিকভাবে প্রতিফলিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

আরও পড়ুন

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...