Homeখবরদেশদিল্লি ঢুকতে বাধা, এ বার একই দাবিদাওয়া নিয়ে বন্‌ধের ডাক দিলেন কৃষকরা,...

দিল্লি ঢুকতে বাধা, এ বার একই দাবিদাওয়া নিয়ে বন্‌ধের ডাক দিলেন কৃষকরা, ব্যাহত হতে পারে সড়ক ও রেল পরিষেবা

প্রকাশিত

৩০ ডিসেম্বর পঞ্জাব বন্‌ধের ডাক দিলেন কৃষকরা। কিসান মজদুর সংঘর্ষ কমিটির নেতা সর্ভান সিং পান্ধের জানিয়েছেন, ওই দিন সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই বন্‌ধ চলবে। এই বন্‌ধে পঞ্জাবের বিভিন্ন সংগঠন ও ইউনিয়ন সমর্থন জানিয়েছে।

পান্ধের বলেছেন, বন্‌ধ চলাকালীন সরকারি এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। পাশাপাশি, রেল পরিষেবা এবং সড়ক যোগাযোগও ব্যাহত হতে পারে। তবে জরুরি পরিষেবা চালু থাকবে।

বন্‌ধে ব্যবসায়ী, পরিবহনকর্মী, কর্মচারী ইউনিয়ন, টোল প্লাজা কর্মী, শ্রমিক, প্রাক্তন সেনাকর্মী, প্রধান এবং শিক্ষকদের ইউনিয়ন, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষও সমর্থন জানিয়েছেন। এই বন্‌ধ কৃষকদের দাবি আদায়ে কেন্দ্রকে চাপ দেওয়ার একটি পদক্ষেপ বলে উল্লেখ করেছেন কৃষক নেতারা।

কৃষকরা জানান, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (MSP) নিয়ে আইনগত নিশ্চয়তা, ঋণ মকুব, কৃষক ও কৃষিশ্রমিকদের জন্য পেনশন, বিদ্যুতের মূল্য বৃদ্ধি না করা, পুলিশের মামলা প্রত্যাহার এবং ২০২১ সালের লাখিমপুর খেরি সহিংসতার শিকারদের জন্য ন্যায়বিচার—এই দাবিগুলিকে সামনে রেখেই বন্‌ধের আয়োজন করা হয়েছে।

সংযুক্ত কিসান মোর্চা (অরাজনৈতিক) এবং কিসান মজদুর মোর্চা এই বন্‌ধের ডাক দিয়েছে। এই সংগঠনগুলি ১৩ ফেব্রুয়ারি থেকে শম্ভু এবং খনাউরি সীমান্তে প্রতিবাদে বসে রয়েছে। এর আগে, দিল্লিতে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা কর্মীরা তাদের বাধা দেয়।

এমএসপি-র আইনি নিশ্চয়তার মতো দাবিগুলি পূরণের জন্য কৃষক নেতা জগজিত সিং ডাল্লেওয়াল গত ২৬ নভেম্বর থেকে অনশন করছেন। কৃষকদের মতে, বন্‌ধের মাধ্যমে তাঁদের দাবি মেনে নিতে বাধ্য করা হবে কেন্দ্রকে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দক্ষিণবঙ্গে শনিবার বৃষ্টি, উত্তরবঙ্গে ধীরে ধীরে স্বস্তি; দুর্বল মোন্থা এখন ঝাড়খণ্ডে নিম্নচাপে

কলকাতাসহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় শনিবারও বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে কমেছে বৃষ্টি। ঘূর্ণিঝড় মোন্থা শক্তি হারিয়ে ঝাড়খণ্ডের কাছে নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার থেকে রাজ্যে আবহাওয়া স্বাভাবিক হওয়ার ইঙ্গিত।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

অভিষেক শর্মার ৩৭ বলে ৬৮ কাজে দিল না, দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে মাত করল অস্ট্রেলিয়া

ভারত: ১২৫ (১৮.৪ ওভার) (অভিষেক শর্মা ৬৮, হর্ষিত রানা ৩৫, জোশ হ্যাজলউড ৩-১৩, নাথান...

আরও পড়ুন

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।