শুক্রবার গভীর রাতে ঝাড়খণ্ডের ধানবাদের বিখ্যাত ডা. সিসি হাজরা হাসপাতালে ভয়াবহ আগুন। জানা গিয়েছে, হাজরা পরিবারের সদস্য-সহ ছ’জনের মৃত্যু হয়েছে। আগুনে পুড়ে নয়, বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা গেছেন তাঁরা। এমনকী দুটটি পোষা কুকুরও শ্বাসরোধে মারা গেছে। ঘটনাটি ঘটেছে রাঁচী থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে ধানবাদের ব্যাঙ্ক মোড় এলাকার একটি বেসরকারি হাসপাতালে।
ঘটনায় প্রকাশ, শহরের ব্যাঙ্ক মোড়ে অবস্থিত হাজরা হাসপাতালে রাত ১টা নাগাদ আগুন লেগে যায়। আগুন নিয়ন্ত্রণে হাসপাতালে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে ন’জনকে উদ্ধার করা হয়। দ্রুত সবাইকে কাছের একটি বেসরকারি হাসপাতালে (শহিদ নির্মল মাহাতো মেডিক্যাল কলেজ কাম হাসপাতাল) ভর্তি করা হয়।
অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন চিকিৎসক দম্পতি বিকাশ হাজরা ও প্রেমা হাজরা-সহ ছ’জন। এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন। আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন মণীশ কুমার নামে এক দমকলকর্মী। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গিয়েছে। সে সময় বাড়ির ভিতরে সবাই ঘুমিয়ে পড়েছিলেন।
যে ছ’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তাঁদের মধ্যে রয়েছেন হামরু, তারা, সুনীল নামের কয়েক জন। রয়েছেন হাসপাতালের ম্যানেজার ডা. প্রেমা হাজরা ও তার স্বামী ডা. বিকাশ হাজরা। যদিও প্রশাসন এখনও মৃত্যুর সঠিক সংখ্যা নিশ্চিত করেনি।
আরও পড়ুন: নিরাপত্তায় ত্রুটি, হঠাৎ থমকে গেল রাহুলের ভারত জোড়ো যাত্রা
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।