Homeখবরমুম্বইয়ে সাততলা বাড়িতে আগুন, মৃত অন্তত ৭, জখম ৫১

মুম্বইয়ে সাততলা বাড়িতে আগুন, মৃত অন্তত ৭, জখম ৫১

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

মুম্বই: মুম্বইয়ের পশ্চিম গোরেগাঁও এলাকায় একটি সাততলা বাড়িতে আগুন লেগে অন্তত পক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন অন্তত ৫১ জন। এঁদের মধ্যে অন্তত ৫ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। শুক্রবার ভোররাত ৩.০৫-এ এই আগুন লাগে। মৃতদের মধ্যে ৩ জন মহিলা, ১ জন পুরুষ এবং ২টি শিশু রয়েছে। আর একজনের পরিচয় এখনও জানা যায়নি।  

আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। ৩৬ জনকে ভরতি করা হয়েছে হিন্দুহৃদয়সম্রাট বালাসাহেব ঠাকরে হাসপাতালে এবং ১৫ জনের চিকিৎসা চলছে কুপার হাসপাতালে। এঁদের মধ্যে গুরুতর ভাবে জখম তিনজনকে সেভেন হিলস হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

আগুন লাগার পর ‘জয় ভবানী’ নামের ওই বাড়ির বাসিন্দারা বিভিন্ন তলায় আটকে পড়েন। গোরেগাঁওয়ের বিধায়ক বিদ্যা ঠাকুর জানিয়েছেন, কী ভাবে আগুন লাগল তা জানার চেষ্টা করা হচ্ছে। প্রচণ্ড ধোঁয়ার জন্য বহু মানুষ বাড়ি থেকে বেরোতে না পেরে বাড়ির ছাদে চলে যান।  

আধিকারিকরা জানিয়েছেন, একতলা থেকে আগুন ছড়িয়ে পড়ে। নীচের তলায় ২০০০ বর্গফুট জায়গা জুড়ে থাকা বিভিন্ন দোকান, গাড়ি, মিটার কেবিন, প্লাইউড, মজুত করে রাখা প্লাইউড, পরিত্যক্ত নানা জিনিসপত্র এবং ভাঙা জানলা, দরজা, আসবাবপত্রের মধ্য দিয়ে আগুন ছড়িয়ে যায়।

দমকলের মুখ্য অফিসার রবীন্দ্র আমবুলগেকর জানান, বস্তিবাসীদের পুনর্বাসন প্রকল্প অনুসারে এই ভবনটি ২০০৬ সালে তৈরি হয়েছিল। এখানে আগুন নেভানোর কোনো ব্যবস্থা ছিল না। লিফট্‌টাও খুব পুরোনো। লিফট্‌-এর ডাক্টের মধ্য দিয়ে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় সকাল প্রায় ৭টা নাগাদ আগুন নেভানো সম্ভব হয়।

আগুন লাগার খবর পেয়ে দমকলের ৮টি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায়। পাঁচটি জাম্বো জলের ট্যাঙ্ক, ৩টে স্বয়ংক্রিয় টার্ন টেবিল, একটা টার্ন টেবিল সিঁড়ি, একটি অ্যাম্বুলেন্সও ঘটনাস্থলে যায়।

সাম্প্রতিকতম

সহায় ফাউন্ডেশন আয়োজিত ‘রবীন্দ্রোৎসব’-এ কবির কবিতা, সংগীত ও নাট্যভাবনার অভিনব মেলবন্ধন

অজন্তা চৌধুরী সহায় ফাউন্ডেশনের আয়োজনে ২৯ জুন, সন্ধ্যায় রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হয়ে গেল ‘রবীন্দ্রোৎসব’ শিরোনামে...

ভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: শতরানের দোরগোড়ায় জো রুট, ধ্রুপদী ক্রিকেট খেলে বড়ো রানের লক্ষ্যে ইংল্যান্ড

ইংল্যান্ড: ২৫১-৪ (জো রুট ৯৯ নট আউট, ওলি পোপ ৪৪, নীতীশ রেড্ডী ২-৪৬) লর্ডস (লন্ডন):...

ডায়াবেটিসে কোষনাশের নেপথ্যে অ্যামিলিন! নতুন তথ্য দিল আইআইটি-র গবেষণা

ডায়াবেটিসে অ্যামিলিন হরমোন কোষে ক্ষতিকর ক্লাম্প তৈরি করে। আইআইটি বোম্বে, কানপুর ও কলকাতার গবেষণায় উঠে এল কোষের গঠন নষ্টের পেছনে নতুন কারণ। গবেষণা প্রকাশিত জার্নাল অফ আমেরিকান কেমিক্যাল সোসাইটিতে।

লাইব্রেরি সায়েন্সে স্নাতকদের জন্য সরকারি চাকরির সুযোগ, এনসিইআরটি-তে সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

লাইব্রেরি সায়েন্স বা ইনফরমেশন সায়েন্সে স্নাতকদের জন্য চাকরির সুযোগ এনসিইআরটি-তে। চুক্তিভিত্তিক নিয়োগ, ইন্টারভিউ ২২ জুলাই, বেতন ৩৫ হাজার টাকা।

আরও পড়ুন

ভোটার তালিকার ‘বিশেষ’ সংশোধনে আধার, ভোটার কার্ড, রেশন কার্ড বিবেচনার নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ায় আধার, ভোটার আইডি ও রেশন কার্ডও গ্রহণযোগ্য নথি হিসেবে বিবেচনার জন্য নির্বাচন কমিশনকে পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানি ২৮ জুলাই।

মালগাড়ি থামিয়ে ‘মা’ হাতির পাশে দাঁড়াল মানুষ! ২ঘণ্টা ট্রেনে অপেক্ষায় রেলকর্মী-যাত্রীরা

প্রসব যন্ত্রণায় কাতর গর্ভবতী হাতির জন্য থামিয়ে দেওয়া হল মালগাড়ি। ঝাড়খণ্ডের রেলপথের ধারে জঙ্গলে জন্ম নিল শাবক। বন দফতর ও রেল দফতরের যৌথ নজির।

তিন বছর আগের মোরবীর স্মৃতি উসকে ফের গুজরাতে সেতু বিপর্যয়, ১০ জনের মৃত্যু

মোরবীকাণ্ডের তিন বছর পর গুজরাতে ফের সেতু বিপর্যয়। বডোদরার গম্ভীরা সেতু ভেঙে পড়ে প্রাণ গেল অন্তত ১০ জনের। স্থানীয়দের অভিযোগ, বারবার জানিয়েও সেতুর রক্ষণাবেক্ষণ হয়নি।