Homeখবরদেশমুম্বইয়ে সাততলা বাড়িতে আগুন, মৃত অন্তত ৭, জখম ৫১

মুম্বইয়ে সাততলা বাড়িতে আগুন, মৃত অন্তত ৭, জখম ৫১

প্রকাশিত

মুম্বই: মুম্বইয়ের পশ্চিম গোরেগাঁও এলাকায় একটি সাততলা বাড়িতে আগুন লেগে অন্তত পক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন অন্তত ৫১ জন। এঁদের মধ্যে অন্তত ৫ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। শুক্রবার ভোররাত ৩.০৫-এ এই আগুন লাগে। মৃতদের মধ্যে ৩ জন মহিলা, ১ জন পুরুষ এবং ২টি শিশু রয়েছে। আর একজনের পরিচয় এখনও জানা যায়নি।  

আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। ৩৬ জনকে ভরতি করা হয়েছে হিন্দুহৃদয়সম্রাট বালাসাহেব ঠাকরে হাসপাতালে এবং ১৫ জনের চিকিৎসা চলছে কুপার হাসপাতালে। এঁদের মধ্যে গুরুতর ভাবে জখম তিনজনকে সেভেন হিলস হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

আগুন লাগার পর ‘জয় ভবানী’ নামের ওই বাড়ির বাসিন্দারা বিভিন্ন তলায় আটকে পড়েন। গোরেগাঁওয়ের বিধায়ক বিদ্যা ঠাকুর জানিয়েছেন, কী ভাবে আগুন লাগল তা জানার চেষ্টা করা হচ্ছে। প্রচণ্ড ধোঁয়ার জন্য বহু মানুষ বাড়ি থেকে বেরোতে না পেরে বাড়ির ছাদে চলে যান।  

আধিকারিকরা জানিয়েছেন, একতলা থেকে আগুন ছড়িয়ে পড়ে। নীচের তলায় ২০০০ বর্গফুট জায়গা জুড়ে থাকা বিভিন্ন দোকান, গাড়ি, মিটার কেবিন, প্লাইউড, মজুত করে রাখা প্লাইউড, পরিত্যক্ত নানা জিনিসপত্র এবং ভাঙা জানলা, দরজা, আসবাবপত্রের মধ্য দিয়ে আগুন ছড়িয়ে যায়।

দমকলের মুখ্য অফিসার রবীন্দ্র আমবুলগেকর জানান, বস্তিবাসীদের পুনর্বাসন প্রকল্প অনুসারে এই ভবনটি ২০০৬ সালে তৈরি হয়েছিল। এখানে আগুন নেভানোর কোনো ব্যবস্থা ছিল না। লিফট্‌টাও খুব পুরোনো। লিফট্‌-এর ডাক্টের মধ্য দিয়ে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় সকাল প্রায় ৭টা নাগাদ আগুন নেভানো সম্ভব হয়।

আগুন লাগার খবর পেয়ে দমকলের ৮টি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায়। পাঁচটি জাম্বো জলের ট্যাঙ্ক, ৩টে স্বয়ংক্রিয় টার্ন টেবিল, একটা টার্ন টেবিল সিঁড়ি, একটি অ্যাম্বুলেন্সও ঘটনাস্থলে যায়।

সাম্প্রতিকতম

টি২০ সিরিজ: অক্ষরের বোলিং আর রিঙ্কুর ব্যাটিং-এ ভর করে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ দখল ভারতের  

ভারত: ১৭৪-৯ (রিঙ্কু সিং ৪৬, যশস্বী জয়সোয়াল ৩৭, বেন ডোয়ারসুইশ ৩-৪০, তনবীর সংঘ ২-৩০) অস্ট্রেলিয়া:...

থমকে আছে শীতের আমেজ, পথের কাঁটা ঘূর্ণিঝড় পরিস্থিতি

কলকাতা: শীত পড়ার মুখে বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নতুন নিম্নচাপ। আবহাওয়া দফতর জানাচ্ছে, আন্দামান সাগরের...

যুদ্ধবিরতি শেষ হতে না হতেই গাজায় ভারী বোমাবর্ষণ শুরু ইজরায়েলের!

ইজরায়েল-হামাস যুদ্ধে আবারও শুরু বোমাবর্ষণ। শুক্রবার উভয়ের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হয়েছে। মধ্যস্থতাকারী কাতার...

দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দল: টেস্টে রোহিত, একদিনের ম্যাচে রাহুল, টি২০-তে সূর্যকুমার অধিনায়ক

মুম্বই: দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের পুরুষ ক্রিকেট দল ঘোষণা করল ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড...

আরও পড়ুন

রাজস্থানে বুক ধুকপুক গহলৌতের, তেলঙ্গানায় সিংহাসন টলমল কেসিআরের, প্রকাশিত ৫ রাজ্যের বুথফেরত সমীক্ষা

নয়াদিল্লি: পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের শেষ দিনে এ বার চর্চায় বুথফেরত সমীক্ষা। মধ্যপ্রদেশ, রাজস্থান,...

উদ্ধার হওয়া শ্রমিকরা সুস্থ, যে কোনো সময়ে বাড়ি ফিরে যেতে পারেন, জানাল এইমস  

হৃষীকেশ: সিলকিয়ারার সুড়ঙ্গ থেকে উদ্ধার হওয়া ৪১ জন শ্রমিক সবাই সুস্থ আছেন। তাঁরা যে...

তেলঙ্গানায় ভোটপর্ব মোটামুটি নির্বিঘ্ন,বিকেল ৩টে পর্যন্ত ভোট পড়ল ৫১.৮৯ শতাংশ

হায়দরাবাদ: ইভিএম মেশিনে গোলযোগ-সহ ছোটোখাটো দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া তেলঙ্গানায় বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ পর্ব শান্তিতেই...