ছত্তীসগঢ়ের বস্তার অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে চার মাওবাদী নিহত হয়েছেন। এই অভিযানে মারা গিয়েছেন ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি)-এর হেড কনস্টেবল সন্নু করম।
জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় নারায়ণপুর ও দান্তেওয়াড়া জেলার সীমানা সংলগ্ন দক্ষিণ আবুজমাড়ের একটি জঙ্গলে এই সংঘর্ষ শুরু হয়। নিরাপত্তা বাহিনীর যৌথ দল মাওবাদী বিরোধী অভিযানে নামলে এই সংঘর্ষ বাঁধে।
শনিবার সন্ধ্যায় অভিযান চলাকালীন হঠাৎই নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। গভীর রাত পর্যন্ত চলা এই সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে চার মাওবাদীর দেহ এবং একে-৪৭ রাইফেল, সেল্ফ লোডিং রাইফেল (এসএলআর)-সহ বেশ কিছু স্বয়ংক্রিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।এই সংঘর্ষে প্রাণ হারান ডিআরজি হেড কনস্টেবল সন্নু করম।
ঘটনাস্থলে তল্লাশি অভিযান এখনও চলছে। নিরাপত্তা বাহিনী ওই অঞ্চলে মাওবাদীদের উপস্থিতি চিহ্নিত করার জন্য বিশেষ সতর্কতা নিয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, এই সংঘর্ষ মাওবাদী কার্যকলাপ রোধে একটি বড় সাফল্য। তবে, জঙ্গলে এখনও তারা সক্রিয় বলে মনে করছে নিরাপত্তা বাহিনী।