রবিবার ভোরে পঞ্জাবের লুধিয়ানার গিয়াসপুরে মর্মন্তুদ ঘটনা। একটি কেমিক্যাল প্ল্যান্টের গ্যাস লিকের ঘটনায় মৃত কমপক্ষে ১১ জন। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আরও অনেকেই। শেরপুর চক এলাকার সুয়া রোডের একটি কারখানা থেকে নির্গত বিষাক্ত গ্যাস আশেপাশে ছড়িয়ে পড়তেই শ্বাসকষ্ট শুরু হয় স্থানীয়দের। গত এক বছর ধরে ঘটে চলা এমনই একাধিক মর্মান্তিক ঘটনার কথা মনে করিয়ে দিচ্ছে লুধিয়ানার এই ঘটনা।
হরিয়ানার ঝাজ্জারে অ্যামোনিয়া গ্যাস লিক
হরিয়ানার ঝাজ্জার জেলার একটি কারখানায় গ্যাস লিক-কাণ্ড ঘটেছিল ২০২২ সালের ২৮ এপ্রিল। ওই কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক হয়েছিল। তবে বরাত জোরে ওই ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি।
বিশাখাপত্তনমের ল্যাবরেটরিতে গ্যাস লিক
গত বছরের ৩ জুন বিশাখাপত্তনমের একটি ল্যাবরেটরিতে গ্যাস লিক হয়েছিল। ওই ঘটনায় অসুস্থ হয়ে পড়েন ১৭৮ জন মহিলা কর্মী। বিষাক্ত গ্যাস শ্বাস-প্রশ্বাসের সঙ্গে শরীরে পৌঁছোতেই তাঁরা অসুস্থ হয়ে পড়েন।
বালাঘাট গ্যাস লিক
মধ্যপ্রদেশের বালাঘাটে একটি কূপে বিষাক্ত গ্যাস লিক করে। গত বছরের ৮ জুনের ওই দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়।
অন্ধ্র গ্যাস লিক
২০২২ সালের ৩ আগস্ট অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লে জেলায় একটি পোশাক কারখানায় গ্যাস লিক হয়ে ১২১ জন মহিলা শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।
ওড়িশার বালাসোরে গ্যাস লিক
গত বছর ২৮ আগস্ট ওড়িশার বালাসোরে একটি চিংড়ি প্রক্রিয়াকরণ প্রকল্পে অ্যামোনিয়া গ্যাস লিক করে। অসুস্থ হয়ে পড়েন শ্রমিক। তবে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
আলিগড়ে অ্যামোনিয়া গ্যাস লিক
গত বছরের ২৯ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের আলিগড়ে একটি মাংস কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে। অসুস্থ হয়ে পড়া ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
হায়দরাবাদের সরকারি কলেজে গ্যাস লিক
হায়দরাবাদের কস্তুরবা গভর্নমেন্ট কলেজের ল্যাবে গ্যাস লিকের ঘটনা ঘটে গত বছরের ১৮ নভেম্বর। প্রাথমিক ভাবে অসুস্থ হয়ে পড়েন ২৫ জন পড়ুয়া।
কামালগাজি পেপসি প্ল্যান্টে গ্যাস লিক
পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার কামালগাজিতে পেপসি প্ল্যান্টে অ্যামোনিয়া গ্যাস লিকের ঘটনা ঘটে ২১ নভেম্বর। ওই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা যায়।
কাকদ্বীপে বরফ কারখানায় গ্যাস লিক
গত বছরের ২৫ নভেম্বর কাকদ্বীপে বরফ কারখানায় গ্যাস লিকের ঘটনা ঘটে। একটি বরফ কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক করলে অনেকেই অসুস্থ হয়ে পড়েন।
বিজওয়াড়ার সুইমিং পুলে গ্যাস লিক
গত ৭ ডিসেম্বর অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া জেলায় পুরসভার একটি সুইমিং পুলে ক্লোরিন গ্যাস লিকেজের কারণে ৮ থেকে ১৪ বছর বয়সি ১০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।
তথ্য: টাইমস অব ইন্ডিয়া