Homeখবরদেশগিগ কর্মীদের দেশজুড়ে ধর্মঘট: ন্যূনতম ৪০,০০০ টাকা বেতন ও শ্রম অধিকার দাবি

গিগ কর্মীদের দেশজুড়ে ধর্মঘট: ন্যূনতম ৪০,০০০ টাকা বেতন ও শ্রম অধিকার দাবি

ন্যূনতম ৪০,০০০ টাকা বেতন, ছুটি, বীমা ও মৌলিক শ্রম অধিকার দাবি করে দেশজুড়ে ধর্মঘটের পথে গিগ ও প্ল্যাটফর্ম কর্মীরা। কমিশনভিত্তিক কাজের বিরুদ্ধে ক্ষোভ, সরকারের হস্তক্ষেপ দাবি।

প্রকাশিত

দেশজুড়ে গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের ডাকে বুধবার জাতীয় ধর্মঘট। ডেলিভারি এজেন্ট, অ্যাপ-ভিত্তিক পরিষেবা কর্মী, রাইডারসহ বিভিন্ন প্ল্যাটফর্মের শ্রমিক সংস্থা Gig & Platform Services Workers Union (GIPSWU) এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে। কমিশন নির্ভর আয়ের বদলে ন্যূনতম মাসিক ৪০,০০০ টাকা বেতন, কর্মক্ষেত্রে মৌলিক সুবিধা, ছুটি, সামাজিক সুরক্ষা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার দাবি তুলেছেন তাঁরা। ইউনিয়নের নির্দেশে, বুধবার কেউ তাঁদের কাজের অ্যাপ চালু করবেন না এবং কোনও পরিষেবা দেবেন না।

সংগঠনের সাধারণ সম্পাদক নির্মল গোরানা বলেন, গিগ কর্মীদের দিন দিন ‘অদৃশ্য শ্রমিক’ হিসেবে ব্যবহার করা হচ্ছে। ন্যূনতম মজুরি নেই, বীমা নেই, অসুস্থতার ছুটি নেই, পেনশন বা গ্র্যাচুইটির অধিকার নেই। উল্টে ডেলিভারিতে সামান্য দেরি হলেই জরিমানা বা সরাসরি অ্যাপ-আইডি ব্লক করে দেওয়া হয়। অনেক ক্ষেত্রেই গ্রাহকদের দুর্ব্যবহার, হেনস্থা বা অভিযোগের কারণে কর্মীদের কাজ হারাতে হয়। তাঁর অভিযোগ, এই পরিস্থিতিতে সরকার এবং প্ল্যাটফর্ম উভয়েই শ্রমিকদের প্রতি দায় এড়িয়ে যাচ্ছে। তাই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবি তুলেছেন তাঁরা।

গোরানা আরও জানান, বিভিন্ন সংস্থা এখন ১০ থেকে ২০ মিনিটে ডেলিভারির প্রতিশ্রুতি দিচ্ছে। কিন্তু এই সময়সীমা বাস্তবে অনেকক্ষেত্রে সম্ভব নয়। তা সত্ত্বেও সময়মতো না পৌঁছলে কর্মীদের আইডি ব্লক করে কাজ বন্ধ করে দেওয়া হয়, যা তাঁদের জীবিকার ওপর সরাসরি আঘাত। ডেডলাইন ও পেনাল্টির এই চাপ বন্ধ না হলে অসংখ্য শ্রমিক প্রতিনিয়ত অন্যায়ের শিকার হবেন বলেই তাঁদের মত।

গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের সবচেয়ে বড় সমস্যার জায়গা হল তাঁদের আইনগত পরিচয়। তাঁরা কর্মচারী নন, আবার শ্রমিক হিসেবেও স্বীকৃত নন। এই অবস্থায় শ্রম আইন, আট ঘণ্টা কাজের নিয়ম, ওভারটাইম ভাতা, বীমা, ছুটি, কর্মক্ষেত্রে বিশ্রামকক্ষ বা প্রাথমিক চিকিৎসার সুবিধা— কোনও কিছুই তাঁরা পান না। অনেক ওয়্যারহাউস ও কর্মস্থলে বিশ্রাম বা চিকিৎসা ঘর পর্যন্ত নেই বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিই দেশজুড়ে ক্ষোভ বাড়িয়ে তুলেছে।

ধর্মঘটের লক্ষ্য, বলছে ইউনিয়ন, শুধুই পরিষেবা বন্ধ নয়—বরং ন্যায়বিচারের দাবি জানানো। নির্মল গোরানা জানান, “সরকার যদি এই সমস্যা সমাধানে এগিয়ে না আসে, তাহলে আন্দোলন আরও জোরদার হবে।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

প্রিজারভেটিভ দেওয়া প্রসেসড খাবারে বাড়ছে ক্যানসারের ঝুঁকি! ব্রিটিশ মেডিক্যাল জার্নালের গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

প্রিজারভেটিভ মেশানো প্রসেসড খাবার ও পানীয় নিয়মিত খেলে ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে বাড়ে—ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত ফরাসি গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

ভারতে প্রথম! সরকারি হাসপাতালে সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক চালু গ্রেটার নয়ডায়

ভারতে প্রথমবার কোনও সরকারি হাসপাতালে চালু হল সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক। গ্রেটার নয়ডার GIMS-এ এই পরিষেবা প্রান্তিক মানুষের চিকিৎসায় নতুন দিগন্ত খুলবে।

আরও পড়ুন

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ ডেরেক, সময়সীমা বাড়ানোর আর্জি

বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সময়সীমা বাড়ানোর আর্জি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক পদ্ধতিগত অনিয়মের অভিযোগ।

কর্নাটকে প্রথম বার ধরা পড়ল বিরল ‘স্যান্ডালউড লেপার্ড’, ট্র্যাপ ক্যামেরায় চন্দনরঙা চিতাবাঘ

দক্ষিণ আফ্রিকা ও তাঞ্জানিয়ার পরে এবার কর্নাটকের বিজয়নগর জেলায় প্রথম বার দেখা মিলল বিরল চন্দনরঙা বা ‘স্যান্ডালউড লেপার্ড’-এর। জিনগত কারণেই লালচে গোলাপি রঙ, মত বিজ্ঞানীদের।

উমর খালিদের জামিন নাকচ: ‘এটাই বিকশিত ভারত—প্রতিবাদ করলেই জেল’, কংগ্রেসের তীব্র কটাক্ষ

দিল্লি দাঙ্গা মামলায় উমর খালিদ ও শারজিল ইমামের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট। পাঁচ অভিযুক্ত পেলেন জামিন। রায় ঘিরে কংগ্রেস-বিজেপির তীব্র প্রতিক্রিয়া।