Homeখবরদেশভারতে কিছু পরিষেবায় পরিবর্তন করছে গুগল, কার্যকরী অ্যান্ড্রয়েড স্মার্টফোনে

ভারতে কিছু পরিষেবায় পরিবর্তন করছে গুগল, কার্যকরী অ্যান্ড্রয়েড স্মার্টফোনে

প্রকাশিত

অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের ‘ডিফল্ট সার্চ ইঞ্জিন’ বেছে নেওয়ার অনুমতি দেবে গুগলের (Google) নতুন পরিষেবা। ওয়াকিবহাল মহলের মতে, ‘অ্যান্টি-ট্রাস্ট অর্ডার’ (antitrust order) ব্লক করতে ব্যর্থ হওয়ার পরে পরিষেবার এই পরিবর্তন সম্পর্কে বুধবার এমনটাই জানিয়েছে সংস্থা।

কেন এই পরিবর্তন

গুগল বলেছে যে তারা ভারতে নিজের প্ল্যাটফর্মগুলিতে পরিবর্তন করছে, যার মধ্যে রয়েছে সরঞ্জাম প্রস্তুতকারকদের (OEMs) ডিভাইসে প্রি-ইনস্টলেশনের জন্য পৃথক গুগল অ্যাপ (Google App) লাইসেন্স করার অনুমতি দেওয়া।

বলে রাখা ভালো, সুপ্রিম কোর্ট কঠোর নির্দেশিকা বহাল রাখার পরে এই পদক্ষেপটি নিয়েছে গুগল। সম্প্রতি গুগলের বিরুদ্ধে অ্যান্ড্রয়েড সিস্টেমে অত্যাধিক শক্তির অপব্যবহারের অভিযোগ ওঠে। ভারতের প্রতিযোগিতা কমিশন (CCI) ১,৩৩৭ কোটি টাকার জরিমানা করে। গুগল যদিও এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। শুনানিতে গুগলকে সমতার নীতি নেওয়ার পরামর্শ দিয়েছে সর্বোচ্চ আদালত। বলা হয়েছিল, ইউরোপে অ্যান্ড্রয়েড স্মার্টফোন অপারেটিং সিস্টেমের (Android OS) ক্ষেত্রে গুগল যে নীতি অবলম্বন করে ভারতেও সেটা নেওয়া হোক।

অনলাইন প্ল্যাটফর্মের বিজ্ঞাপনে আধিপত্য ধরে রেখেছে বৃহত্তম মার্কিন প্রযুক্তি সংস্থা। সংস্থার জনপ্রিয়তার মূল একটি মাধ্যম অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম। পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে এই পরিবর্তন করতে বাধ্য হয়েছে তারা।

গত বছর অ্যান্টি-ট্রাস্ট নিয়ে একই রকমের অভিযোগ উঠেছিল ইউরোপীয় ইউনিয়নে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সম্পর্কিত একটি অ্যান্টি-ট্রাস্ট মামলায় পাল্টা আবেদন করেছিল গুগল। তবে সেই মামলায় সংস্থা হেরে যায়।

মামলা মার্কিন যুক্তরাষ্ট্রেও

সম্প্রতি গুগলের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগ, সার্চ ইঞ্জিনে কোনো বিষয়ে অনুসন্ধান করতে গেলে কী কী আসবে অবৈধভাবে নিয়ন্ত্রণ করে থাকে গুগল। পাশাপাশি রয়েছে বিজ্ঞাপনের একচেটিয়া বাজার নিয়ন্ত্রণের অভিযোগ। এই অভিযোগে গুগলের বিরুদ্ধে মামলাটি করেছে মার্কিন সরকার।

মামলায় বলা হয়েছে, গুগল বেআইনিভাবে একচেটিয়া বিজ্ঞাপনের বাজার নিয়ন্ত্রণ করছে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে প্রতিযোগিতা ছিল তার ভারসাম্য নষ্ট করে দিয়েছে গুগল। মামলায় আরও বলা হয়েছে, ডিজিটাল বিজ্ঞাপনের বাজার নিয়ন্ত্রণ করতে গিয়ে গুগল বেআইনি পথ যেমন বেছে নিয়েছে তেমনি যেকোনো প্রতিষ্ঠানকে চাপে ফেলতে বিজ্ঞাপনের দাম কমবেশি করছে, কোনো কোনো প্রতিষ্ঠানকে বয়কট করছে।

আরও পড়ুন: বিবিসি-র তথ্যচিত্র বিতর্কে বিজেপির পাশে, ২৪ ঘণ্টার মধ্যেই কংগ্রেস ছাড়লেন প্রবীণ কংগ্রেস নেতা একে অ্যান্টনির ছেলে

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শীতের সুপারফুড বিট: রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, কমায় হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

শীতকালে নিয়মিত খেতে পারেন সুপারফুড বিট। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

আরও পড়ুন

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।