Homeখবরদেশএক লাফে ২৪ হাজার! বেতন, ভাতা এবং পেনশন বাড়ল সাংসদদের

এক লাফে ২৪ হাজার! বেতন, ভাতা এবং পেনশন বাড়ল সাংসদদের

প্রকাশিত

সাংসদদের বেতন, ভাতা এবং পেনশন বাড়ানোর অনুমোদন দিল কেন্দ্র সরকার। যা ১ এপ্রিল, ২০২৩ থেকে কার্যকর হবে। সোমবার প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী, লোকসভা ও রাজ্যসভার সাংসদদের মাসিক বেতন ১ লাখ থেকে বাড়িয়ে ১.২৪ লাখ টাকা করা হয়েছে। এ ছাড়াও দৈনিক ভাতা ২,০০০ থেকে বাড়িয়ে ২,৫০০ টাকা করা হয়েছে।

প্রাক্তন সংসদ সদস্যদের পেনশন ২৫,০০০ থেকে বাড়িয়ে ৩১,০০০ টাকা করা হয়েছে। পাঁচ বছরের বেশি সময় সংসদ সদস্য থাকলে প্রতি অতিরিক্ত বছরের জন্য পেনশন ২,০০০ থেকে বাড়িয়ে ২,৫০০ টাকা করা হয়েছে। এই সংশোধনীটি করা হয়েছে সংসদের চলমান বাজেট অধিবেশনের সময়। এর আগে সর্বশেষ ২০১৮ সালের এপ্রিলে সংসদ সদস্যদের বেতন, ভাতা এবং পেনশনের পরিবর্তন করা হয়েছিল। বিশ্লেষকদের মতে, এই বৃদ্ধি কেন্দ্রের কোষাগারের উপর আর্থিক প্রভাব ফেলবে, কারণ ৫৪৩ জন লোকসভা সদস্য, ২৪৫ জন রাজ্যসভা সদস্য এবং বহু প্রাক্তন সংসদ সদস্য এই সুবিধা পাবেন।

বর্তমান সংসদ সদস্যরা তাঁদের বেতনের পাশাপাশি আরও কিছু সুযোগ-সুবিধা পান। তাঁরা প্রতি মাসে নির্বাচনী এলাকা ভাতা হিসাবে ৭০,০০০ টাকা এবং অফিস পরিচালনার জন্য ৬০,০০০ টাকা পান, যা কর্মচারীদের বেতন, টেলিকমিউনিকেশন এবং স্টেশনারি খরচ অন্তর্ভুক্ত করে।

সংসদ সদস্যরা প্রতি বছর নিজেরা ও পরিবারের সদস্যদের জন্য ৩৪টি বিনামূল্যের অভ্যন্তরীণ বিমান যাত্রার সুবিধা পান। এছাড়াও, তাঁরা প্রধান এলাকাগুলোতে বিনামূল্যে বাসস্থান পান। যাঁরা সরকারি বাসস্থানের সুবিধা নেন না, তাঁরা প্রতি মাসে ২ লাখ টাকা হাউজিং ভাতা পেতে পারেন।

অতিরিক্ত সুবিধার মধ্যে রয়েছে বছরে ৫০,০০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ, ৪,০০০ কিলোলিটার বিনামূল্যে জল এবং সংসদ সদস্য ও তাঁদের পরিবারের জন্য কেন্দ্রীয় সরকার স্বাস্থ্য স্কিম (CGHS)-এর আওতায় সম্পূর্ণ স্বাস্থ্যপরিষেবা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পুর নিয়োগ দুর্নীতিতে তল্লাশি অভিযান, মন্ত্রী সুজিতের দফতর-সহ কলকাতায় ১৩ জায়গা থেকে ৪৫ লক্ষ টাকা উদ্ধার, দাবি ইডির

পুরসভা নিয়োগ দুর্নীতির তদন্তে কলকাতা ও আশপাশে ১৩ জায়গায় তল্লাশি চালালো ইডি। বাজেয়াপ্ত নগদ ৪৫ লক্ষ টাকা ও নথিপত্র, যার ব্যাখ্যা পাওয়া যায়নি। দমকলমন্ত্রী সুজিত বসুর দফতর ও সংস্থাতেও তল্লাশি চালানো হয়েছে।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: দুরন্ত ইংল্যান্ড! শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে

মহিলাদের বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে শীর্ষে উঠল ইংল্যান্ড। কলম্বোয় শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারাল তারা। শতরান করলেন ন্যাট শিভার-ব্রান্ট, চার উইকেট নিয়ে বিধ্বংসী সোফি একলেস্টোন।

দুর্গাপুর গণধর্ষণ নিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রীর বার্তা মমতাকে, পাল্টা বিজেপিকে নিশানা তৃণমূলের

দুর্গাপুরে ওড়িশার এক মেডিকেল ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কড়া পদক্ষেপের আবেদন ওড়িশার মুখ্যমন্ত্রীর। পাল্টা তৃণমূল বলল— বিজেপি এক বছরেও অপরাজিতা বিল পাশ করেনি, নৈতিক দেউলিয়াত্ব প্রকাশ পেয়েছে।

আগামী দু-তিন দিনের মধ্যেই বর্ষা বিদায় শুরু, বৃষ্টি কি আর হবে?

এখনও রাজ্য থেকে পুরোপুরি বিদায় নেয়নি বর্ষা। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলছে, উত্তরবঙ্গে বৃষ্টি অনেকটাই কম। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সপ্তাহে রাজ্য থেকে বর্ষা বিদায় নেবে।

আরও পড়ুন

দিল্লিতে তালিবান বিদেশমন্ত্রীর সাংবাদিক বৈঠকে নিষিদ্ধ মহিলা সাংবাদিকরা, কী বলল বিদেশ মন্ত্রক?

দিল্লিতে আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সাংবাদিক বৈঠকে মহিলা সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পি. চিদম্বরম, প্রিয়াঙ্কা গান্ধী ও মহুয়া মৈত্র। ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, ওই বৈঠকে ভারতের কোনও ভূমিকা ছিল না।

‘ক্লাস নাইনে নয়, আরও আগে থেকেই যৌন শিক্ষা জরুরি’— গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

শিশুদের জন্য ক্লাস নাইনের পর নয়, বরং আরও অল্প বয়স থেকেই যৌন শিক্ষা চালুর পরামর্শ সুপ্রিম কোর্টের। কৈশোরে হরমোনজনিত পরিবর্তন সম্পর্কে সচেতন করাই লক্ষ্য, জানাল আদালত।

বিহার নির্বাচনে প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ পিকের দলের! নাম নেই কিশোরের, তবে রয়েছে চমক

বিহার নির্বাচনের আগে জন সুরাজ পার্টির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করলেন প্রশান্ত কিশোর। তালিকায় গণিতবিদ কেসি সিন্‌হা, প্রাক্তন আমলা, পুলিশ অফিসার ও চিকিৎসকসহ ৫১ জন প্রার্থী। এখনই নিজের নাম ঘোষণা করলেন না প্রশান্ত কিশোর।