Homeখবরদেশতিরুঅনন্তপুরমের সরকারি স্কুলে পড়াচ্ছে রোবট শিক্ষক ‘পুপি’

তিরুঅনন্তপুরমের সরকারি স্কুলে পড়াচ্ছে রোবট শিক্ষক ‘পুপি’

প্রকাশিত

নজির তৈরি হল দক্ষিণের রাজ্য কেরলের একটি সরকারি স্কুলে। পড়ুয়াদের মনে পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করতে এ বার সেই স্কুলে খুদে পড়ুয়াদের পড়াতে এল রোবট শিক্ষক। ‘পুপি’ নামের ওই রোবট শিক্ষক কেরলের রাজধানী তিরুঅনন্তপুরমের বিরাকুপুরাকোট্টা সরকারি উচ্চ প্রাথমিক স্কুলে পড়ুয়াদের পড়ানোর জন্য নিযুক্ত হয়েছে।

পড়াশোনায় মনোযোগী করে তুলতে ওই সরকারি স্কুলে ‘পুপি’ নামের এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে চলা হিউমানয়েড রোবট শিক্ষককে নিযুক্ত করেছে স্কুল কর্তৃপক্ষ। খুদে পড়ুয়াদের সুরে সুরে গান গেয়ে রাইমস, ছড়া, কবিতা, গল্প শোনাচ্ছে ওই রোবট শিক্ষক। ধৈর্য্য ধরে পড়ুয়াদের হরেক রকমের প্রশ্নের জবাবও দিচ্ছে সে। পড়ুয়াদের মধ্যে এর মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে ওই ‘পুপি’ নামের এআই প্রযুক্তিতে চলা রোবট শিক্ষক।

তিরুঅনন্তপুরমের বার্টন হিল সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের স্টার্ট আপ সংস্থা রেডফক্স রোবোটিকস মাত্র তিন সপ্তাহের মধ্যে ওই রোবট শিক্ষককে তৈরি করেছে। রোবটটি তৈরি করেছেন স্টার্ট আপ সংস্থার কর্ণধার তথা ইঞ্জিনিয়ারিং কলেজের বিটেক পড়ুয়া বিমুন এ। তাঁকে সাহায্য করেছেন জিনসো রাজ নামে আর-এক বিটেক পড়ুয়া।

ওই প্রকল্পে নানা রকম ভাবে সাহায্য করেছেন কেরলের তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান হরিপ্রিয়া এ পি ও রাজ্যের আর-এক সরকারি পলিটেকনিক কলেজের অধ্যক্ষ শাইনি জি ও। মালয়ালি ও ইংরেজি ভাষায় দক্ষ রোবট শিক্ষক ‘পুপি’কে ব্যবহার করতে কেরলের আরও ৫টি স্কুল আগ্রহ দেখিয়েছে বলে জানান ভিমুন এ। এর মধ্যে তিনি পেটেন্টের জন্য আবেদন করার কথা ভেবেছেন। ৪৪টি জাতীয় স্তরের প্রযুক্তি প্রতিযোগিতায় পুরস্কার জিতেছেন কেরলের ওই বিটেক পড়ুয়া।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এসএসকেএমের নতুন উডবার্ন ভবনে বহির্বিভাগে খরচ ৩৫০ টাকা, কেবিন ভাড়াও প্রকাশ করল স্বাস্থ্য দফতর

এসএসকেএম হাসপাতালের নতুন উডবার্ন ভবন ‘অনন্য’-র কেবিন ভাড়া ও বহির্বিভাগের খরচ নির্ধারিত হল। ৫ হাজার থেকে ১৫ হাজার টাকায় কেবিন, ৩৫০ টাকায় চিকিৎসা পরামর্শ।

হুগলিতে অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে নিয়োগ

হুগলির বিভিন্ন পুরসভা ও মহকুমায় অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে অতিরিক্ত ইনস্পেক্টর পদে নিয়োগ। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আবেদন করতে পারবেন, বেতন ১২ হাজার টাকা মাসে। ইন্টারভিউ ৬ নভেম্বর।

বিক্ষোভের মধ্যে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর, নতুন যাত্রার সূচনা বাংলাদেশের

চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুক্রবার স্বাক্ষরিত হল ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ। নতুন যাত্রার প্রতিশ্রুতি দিলেন ড. ইউনূস, বিক্ষোভে উত্তপ্ত হল ঢাকার সংসদ ভবন এলাকা।

কালীপুজো ও দীপাবলিতে শুধু সবুজ বাজি, সময়সীমা নির্দিষ্ট; কড়া নজরদারি থাকবে লালবাজারের

কালীপুজো ও দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টার মধ্যে শুধুমাত্র সবুজ বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। নিয়মভঙ্গ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। হাই কোর্টও বাজি নিষিদ্ধ এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।