Homeখবরদেশঅনাস্থা ভোটের মুখোমুখি মোদী সরকার, স্পিকার স্থির করবেন দিনক্ষণ

অনাস্থা ভোটের মুখোমুখি মোদী সরকার, স্পিকার স্থির করবেন দিনক্ষণ

প্রকাশিত

নয়াদিল্লি: মণিপুর ইস্যুতে সংসদে জমা পড়েছে অনাস্থা প্রস্তাব। বুধবার লোকসভার সেক্রেটারি জেনারেলের দফতরে কংগ্রেস এবং কে চন্দ্রশেখর রাওয়ের দল ভারত রাষ্ট্র সমিতি জমা দিয়েছে অনাস্থা প্রস্তাব। তবে স্পিকার এখনও ভোটের তারিখ ঘোষণা করেননি।

গত ২০ জুলাই শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। তার পর থেকেই সংসদের উভয় কক্ষে ক্রমাগত অচলাবস্থার একটি মূল কারণ এই মণিপুর ইস্যু।

কংগ্রেসের গৌরব গগৈয়ের দাখিল করা অনাস্থা প্রস্তাবের জন্য সংসদে ৫০ জন সদস্যের সমর্থনের প্রয়োজন ছিল। যে সংখ্যাটি সহজেই দলের সদস্যদের পাশাপাশি ইন্ডিয়া (I.N.D.I.A) জোটের অন্যান্য দলের সহযোগিতায় পেয়ে গিয়েছে কংগ্রেস।

কংগ্রেস সংসদীয় দলের প্রধান সোনিয়া গান্ধী, ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লা, ডিএমকে-র টিআর বালু এবং এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে-সহ বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সদস্যরা লোকসভার স্পিকারের কাছে প্রস্তাব পেশ করার সমর্থন জানান।

আরেকটি পৃথক অনাস্থা প্রস্তাব দাখিল করে ভারত রাষ্ট্র সমিতি (BRS)। সংসদে তাদের মাত্র নয়জন সদস্য রয়েছে এবং তাই প্রয়োজনীয় সমর্থন সংগ্রহ করতে পারেনি।

বলে রাখা ভালো, ৫৪৩ সদস্যের লোকসভায়, ক্ষমতাসীন এনডিএ-র বর্তমানে ৩৩১ জন সদস্য রয়েছেন। অন্য দিকে, বিরোধী ইন্ডিয়া জোটের ১৪৪ সদস্য রয়েছে। ফলে পরিসংখ্যান অনুযায়ী, বিরোধী দলগুলোর কাছে অনাস্থা ভোটে জয়ী হওয়ার মতো সংখ্যা নেই। তবুও তাদের যুক্তি, মণিপুর ইস্যুতে সরকারকে কোণঠাসা করে তাদের ডাকে অনেকেই সাড়া দেবেন।

প্রসঙ্গত, অনাস্থা প্রস্তাবের আওতায় সরকারের সংখ্য়াগরিষ্ঠতাকে চ্যালেঞ্জ জানাতে পারেন বিরোধীরা। যদি তা পাস হয়, সরকারকে ক্ষমতা ছাড়তে হয়। লোকসভার স্পিকার এই অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটি করন। সরকারের পদত্যাগের পক্ষে কারা, বিপক্ষে কারা জানতে চান। দাঁড়িয়ে মতামত জানাতে হয়। পক্ষে বা বিপক্ষে, যে পক্ষে বেশি ভোট পড়ে, সেটিই গৃহীত হয়।

আরও পড়ুন: “মনে হয় ‘ইন্ডিয়া’ নামটা পছন্দ হয়েছে”, মোদীর ‘ইন্ডিয়ান মুজাহিদিন, পিএফআই’ মন্তব্যের পাল্টা মমতা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।