Homeখবররাজ্য"মনে হয় 'ইন্ডিয়া' নামটা পছন্দ হয়েছে", মোদীর 'ইন্ডিয়ান মুজাহিদিন, পিএফআই' মন্তব্যের পাল্টা...

“মনে হয় ‘ইন্ডিয়া’ নামটা পছন্দ হয়েছে”, মোদীর ‘ইন্ডিয়ান মুজাহিদিন, পিএফআই’ মন্তব্যের পাল্টা মমতা

প্রকাশিত

কলকাতা: বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটকে কড়া ভাষায় কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের “দিশাহীন” বলে নিন্দা করে “ইন্ডিয়ান মুজাহিদিন” এবং “পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া” উল্লেখ করেন তিনি। এমনকী নাম নিয়েছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিরও। এ দিনই মোদীর সেই কটাক্ষের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার বিকেলে রাজভবনে যান মুখ্যমন্ত্রী। মিনিট তিরিশেক ছিলেন সেখানে। বেরিয়ে এসে রাজভবনের গেটে অপেক্ষারত সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মোদীর কটাক্ষ সম্পর্কে বলেন, “আমাদের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। মনে হচ্ছে ইন্ডিয়া নামটা ওঁর পছন্দ হয়েছে, উনি গ্রহণ করেছেন। ওঁকে কিছু বলতে হবে তাই বলেছেন।”

এখানেই না থেমে মমতা আরও বলেন, “ইন্ডিয়া দল যখন খেলেতে নামে তখন কি কেউ জঙ্গিদের কথা বলে? আমাদের যখন কেউ দেশের নাম জিজ্ঞেস করে, তখন আমরা বলি ইন্ডিয়া। যত এই ধরনের কথা বলবে, তত মনে হবে নামটা ভালো লেগেছে”।

রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাতের পর মুখ্যমন্ত্রী রাজভবন থেকে বেশ ফুরফুরে মেজাজে বের হন। বলেন, “দুধ-চা খেয়েছি, বিস্কুট খাইনি।” কী নিয়ে আলোচনা হয়েছে রাজ্যপালের সঙ্গে? সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যপালের সঙ্গে দু’টি বিল নিয়ে কথা হয়েছে। 

মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘বিধানসভায় বিল প্রায় হাতে নেই। তবু বছরে কিছু দিন বিধানসভা করতেই হয়। রাজ্যপালকে বলে গেলাম দু’টি বিল হতে পারে। পাশ করানোর জন্য রাজ্যপালকে বলে গেলাম।’’ তবে ওই বিলগুলি কী সংক্রান্ত, তা অবশ্য জানাতে চাননি মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মোদী এ দিন বলেছিলেন, “বিরোধীরা ভারত নাম ব্যবহার করে নিজেদের কৃতিত্ব নিতে চাইছে। ভারতীয় জাতীয় কংগ্রেস। ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইন্ডিয়ান মুজাহিদিন। পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া- এগুলোতেও ইন্ডিয়া আছে। শুধু ইন্ডিয়া নামটি ব্যবহার করলেই সবকিছু হয়ে যাবে, এমন চিন্তাভাবনার মানে হয় না”।

আরও পড়ুন: ‘ইন্ডিয়া’ জোটকে তুলোধনা করতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ইন্ডিয়ান মুজাহিদিনের প্রসঙ্গ টানলেন প্রধানমন্ত্রী

সাম্প্রতিকতম

‘যুক্তরাষ্ট্রীয় কাঠামোর জন্য ঐতিহাসিক দিন’, আসন পুনর্বিন্যাস নিয়ে যৌথ বৈঠককে বললেন স্ট্যালিন, গরহাজির তৃণমূল

লোকসভা আসন পুনর্বিন্যাসের বিরুদ্ধে চেন্নাইয়ে ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের ডাকা বৈঠকে তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধি থাকলেন না।

মেরঠে মেরিন অফিসার খুন, হত্যার পর প্রেমিক সাহিলের সঙ্গে হিমাচলে ১৫ দিনের সফরে মুসকান

মেরিন অফিসার সৌরভ রাজপুতকে খুনের পর স্ত্রী মুসকান রাস্তোগি ও প্রেমিক সাহিল শুক্লা হিমাচলে ১৫ দিনের সফরে যান। পুলিশের দাবি, খুনের পর দম্পতি নির্বিকারভাবে ছুটি উপভোগ করেছেন।

শিলিগুড়িতে বাংলা ভাষায় সাইনবোর্ড বাধ্যতামূলক, নির্দেশিকা জারি পুরনিগমের

শিলিগুড়িতে সমস্ত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাইনবোর্ডে বাংলা ভাষা বাধ্যতামূলক করল পুরনিগম। পয়লা বৈশাখের আগেই এই নিয়ম কার্যকর করার নির্দেশ। ব্যবসায়ী মহলসহ সাধারণ মানুষ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

সাত সকালে নারকেলডাঙায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়াল এলাকায়

কলকাতার নারকেলডাঙা মেনরোড সংলগ্ন এলাকায় সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড। গোডাউনে মজুত দাহ্য পদার্থের কারণে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ঘটনাস্থলে দমকলের ৯টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের খবর নেই। তদন্তের নির্দেশ।

আরও পড়ুন

ফ্ল্যাট কেনার আগে সতর্ক থাকুন! রেরা রেজিস্ট্রেশন না থাকলে মিলবে না গৃহঋণ

পশ্চিমবঙ্গে রেরা রেজিস্ট্রেশন ছাড়া আবাসন প্রকল্পে ব্যাঙ্ক ঋণ বন্ধের সিদ্ধান্ত। গৃহঋণ পেতে হলে রেরা অনুমোদিত ফ্ল্যাট কিনতেই হবে।

ওবিসি সার্টিফিকেট সমস্যার সমাধান হলেই রাজ্যে লক্ষাধিক নিয়োগ: মমতা

ওবিসি সংরক্ষণ সংক্রান্ত আইনি জট কাটলেই পশ্চিমবঙ্গে ২-৩ লক্ষ কর্মসংস্থান হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী...

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য ‘অ্যাড হক’ বোনাস ঘোষণা, উৎসবের আগেই মিলবে টাকা

পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকারি কর্মীদের জন্য ‘অ্যাড হক’ বোনাস ঘোষণা করল। মাসিক বেতন ৪৪ হাজার টাকার মধ্যে হলে ৬,৮০০ টাকা বোনাস, পেনশনভোগীরাও পাবেন বিশেষ সুবিধা। বিস্তারিত জানুন।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে