দেশ জুড়ে বিভিন্ন রাজ্যের রাজ্যপাল বদল। মহারাষ্ট্রের রাজ্যপাল এবং লাদাখের উপ-রাজ্যপালের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর সঙ্গে দেশের আরও কিছু রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ করা হয়েছে।
রবিবার রাষ্ট্রপতির প্রেস সচিব অজয়কুমার সিং একটি বিবৃতিতে জানিয়েছেন, মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি এবং লাদাখের উপ-রাজ্যপাল রাধাকৃষ্ণন মাথুরের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একই সঙ্গে নিম্নলিখিত নিয়োগগুলি অবিলম্বে কার্যকর হবে।
অরুণাচলপ্রদেশ
অরুণাচলপ্রদেশের রাজ্যপাল হিসাবে লেফটেন্যান্ট জেনারেল কৈবল্য ত্রিবিক্রম পার্নায়েককে নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর আগে অরুণাচলপ্রদেশের রাজ্যপাল ছিলেন বিডি মিশ্র, যিনি ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন ব্রিগেডিয়ার।
সিকিম
লক্ষ্মণ প্রসাদ আচার্যকে সিকিমের রাজ্যপাল নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি।
ঝাড়খণ্ড
সিপি রাধাকৃষ্ণনকে ঝাড়খণ্ডের রাজ্যপাল করা হয়েছে।
হিমাচলপ্রদেশ
রাষ্ট্রপতির নির্দেশে শিবপ্রতাপ শুক্লাকে হিমাচলপ্রদেশের রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে।
অসম
অসমের রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে গুলাব চাঁদ কাটারিয়াকে।
অন্ধ্রপ্রদেশ
প্রাক্তন বিচারপতি এস আব্দুল নাজিরকে অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ।
ছত্তীসগঢ়
অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল বিশ্ব ভূষণ হরিচন্দনকে ছত্তীসগঢ়ের রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে।
মণিপুর
ছত্তীসগঢ়ের গভর্নর সুশ্রী আনুসুইয়া উইকেকে মণিপুরের রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে।
নাগাল্যান্ড
নাগাল্যান্ডে রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে মণিপুরের রাজ্যপাল লা গণেশনকে।
মেঘালয়
বিহারের রাজ্যপাল ফাগু চৌহান মেঘালয়ের রাজ্যপাল নিযুক্ত হয়েছেন।
বিহার
হিমাচলপ্রদেশের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার বিহারের রাজ্যপাল নিযুক্ত হয়েছেন।
মহারাষ্ট্র
ঝাড়খণ্ডের রাজ্যপাল রমেশ বৈসকে মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে।
লাদাখ
অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার বিডি মিশ্রকে লাদাখের উপ-রাজ্যপাল পদে হিসাবে নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি।