Homeখবরদেশকেন বিপিন গায়ে আগুন লাগিয়ে দেয় নিক্কির? তদন্তে উঠে এল আসল কারণ

কেন বিপিন গায়ে আগুন লাগিয়ে দেয় নিক্কির? তদন্তে উঠে এল আসল কারণ

গ্রেটার নয়ডার নিক্কি খুনে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, শ্বশুরবাড়ির ৩৬ লক্ষ টাকার পণ দাবি, বেকার স্বামী ও পার্লার চালানোর স্বাধীনতায় বাধা মিলিয়ে দীর্ঘদিন ধরে চলছিল নির্যাতন।

প্রকাশিত

গ্রেটার নয়ডার নিক্কি খুনে একাধিক কারণ সামনে আসছে। পুলিশের তদন্ত ও পরিবারের অভিযোগে দেখা যাচ্ছে, পণ দাবি, বেকার স্বামী ও নারীর স্বাধীনতার উপর নিষেধাজ্ঞা—এই সবকিছু মিলিয়েই মৃত্যু ফাঁদে ঠেলে দিয়েছে তরুণীকে।

পুলিশ সূত্রে খবর, বিপিন ভাটি ও তাঁর পরিবার নিক্কির কাছ থেকে ৩৬ লক্ষ টাকা পণ চাইছিল। অভিযোগ, বিয়ের পর থেকেই গাড়ি ও টাকার দাবি বেড়েই চলেছিল। নিক্কির বাবা ভিখাহরি সিং বলেন, “কখনও বলেছে আমাদের মার্সিডিজ দাও, কখনও আবার স্করপিও চাই। মেয়ের নিজের পার্লার চালাতে সাহায্য করেছিলাম, কিন্তু জামাই সেখান থেকেও টাকা চুরি করত।”

অন্যদিকে, বিপিন নিজে ও তাঁর ভাই কাজকর্ম করতেন না। সংসারের খরচ চলত নিক্কির আয়ে। এই আর্থিক নির্ভরতা থেকেই ক্রমে দাম্পত্য সম্পর্কে অশান্তি তৈরি হয়।

তদন্তে উঠে এসেছে, নিক্কি এবং তাঁর দিদি কঞ্চন দু’জনেই “Makeover by Kanchan” নামে একটি বিউটি চ্যানেল চালাতেন ইউটিউব ও ইনস্টাগ্রামে।  পরিবারে বাধায় সেই বিউটি পার্লার বন্ধ করে দিতে বাধ্য হন তাঁরা। 

২১ আগস্ট বিকেলে নিক্কি জানান তিনি ও দিদি কঞ্চন আবার বিউটি পার্লার চালু করবেন। সেই সিদ্ধান্তে বিপিন বাধা দেন। পুলিশের বক্তব্য, বিপিন বলেন, “আমাদের পরিবারে ইনস্টাগ্রামে রিল পোস্ট করা বা পার্লার চালানো মানা।”

এই নিয়েই তর্ক থেকে মারধরে পরিস্থিতি গড়ায়, যা শেষ পর্যন্ত প্রাণঘাতী হয়ে ওঠে।

নিক্কির পরিবার অভিযোগ করেছে, গত ন’বছর ধরে দুই বোনকেই শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার হতে হয়েছে। ঘন ঘন ঝগড়া, পণের জন্য চাপ, এবং মারধর ছিল নিত্যদিনের ঘটনা।

বৃহস্পতিবার রাতে মারধরের পর আগুনে ঝলসে মৃত্যু হয় নিক্কির। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, স্বামী ও আরেক মহিলার হাতে নিক্কির উপর নির্যাতনের দৃশ্য। পরে আগুনে পুড়ে যাওয়া অবস্থায় তাঁকে সিঁড়ি দিয়ে নামতে দেখা যায়।

শনিবার বিপিনকে গ্রেফতার করে পুলিশ। রবিবার পালানোর চেষ্টা করলে পুলিশের গুলিতে তাঁর পায়ে আঘাত লাগে। তবে কোনও অনুশোচনা না দেখিয়ে তিনি বলেন, “স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতেই পারে।”  বিপিন বারবার দাবি করেন আত্মহত্যা করেছে নিক্কি। বর্তমানে তিনি ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।

আরও পড়ুন: স্করপিও, সোনা-নগদ পেয়েও আরও ৩৬ লক্ষ পণ চাই! না মেলায় স্ত্রীকে পুড়িয়ে খুন, ধৃত স্বামী বলল— ‘অনুতাপ নেই’

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: উলভার্টের সেঞ্চুরি ও ক্যাপের ৫ শিকার, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি: ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে...

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

আরও পড়ুন

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...