Homeখবরদেশকেন বিপিন গায়ে আগুন লাগিয়ে দেয় নিক্কির? তদন্তে উঠে এল আসল কারণ

কেন বিপিন গায়ে আগুন লাগিয়ে দেয় নিক্কির? তদন্তে উঠে এল আসল কারণ

গ্রেটার নয়ডার নিক্কি খুনে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, শ্বশুরবাড়ির ৩৬ লক্ষ টাকার পণ দাবি, বেকার স্বামী ও পার্লার চালানোর স্বাধীনতায় বাধা মিলিয়ে দীর্ঘদিন ধরে চলছিল নির্যাতন।

প্রকাশিত

গ্রেটার নয়ডার নিক্কি খুনে একাধিক কারণ সামনে আসছে। পুলিশের তদন্ত ও পরিবারের অভিযোগে দেখা যাচ্ছে, পণ দাবি, বেকার স্বামী ও নারীর স্বাধীনতার উপর নিষেধাজ্ঞা—এই সবকিছু মিলিয়েই মৃত্যু ফাঁদে ঠেলে দিয়েছে তরুণীকে।

পুলিশ সূত্রে খবর, বিপিন ভাটি ও তাঁর পরিবার নিক্কির কাছ থেকে ৩৬ লক্ষ টাকা পণ চাইছিল। অভিযোগ, বিয়ের পর থেকেই গাড়ি ও টাকার দাবি বেড়েই চলেছিল। নিক্কির বাবা ভিখাহরি সিং বলেন, “কখনও বলেছে আমাদের মার্সিডিজ দাও, কখনও আবার স্করপিও চাই। মেয়ের নিজের পার্লার চালাতে সাহায্য করেছিলাম, কিন্তু জামাই সেখান থেকেও টাকা চুরি করত।”

অন্যদিকে, বিপিন নিজে ও তাঁর ভাই কাজকর্ম করতেন না। সংসারের খরচ চলত নিক্কির আয়ে। এই আর্থিক নির্ভরতা থেকেই ক্রমে দাম্পত্য সম্পর্কে অশান্তি তৈরি হয়।

তদন্তে উঠে এসেছে, নিক্কি এবং তাঁর দিদি কঞ্চন দু’জনেই “Makeover by Kanchan” নামে একটি বিউটি চ্যানেল চালাতেন ইউটিউব ও ইনস্টাগ্রামে।  পরিবারে বাধায় সেই বিউটি পার্লার বন্ধ করে দিতে বাধ্য হন তাঁরা। 

২১ আগস্ট বিকেলে নিক্কি জানান তিনি ও দিদি কঞ্চন আবার বিউটি পার্লার চালু করবেন। সেই সিদ্ধান্তে বিপিন বাধা দেন। পুলিশের বক্তব্য, বিপিন বলেন, “আমাদের পরিবারে ইনস্টাগ্রামে রিল পোস্ট করা বা পার্লার চালানো মানা।”

এই নিয়েই তর্ক থেকে মারধরে পরিস্থিতি গড়ায়, যা শেষ পর্যন্ত প্রাণঘাতী হয়ে ওঠে।

নিক্কির পরিবার অভিযোগ করেছে, গত ন’বছর ধরে দুই বোনকেই শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার হতে হয়েছে। ঘন ঘন ঝগড়া, পণের জন্য চাপ, এবং মারধর ছিল নিত্যদিনের ঘটনা।

বৃহস্পতিবার রাতে মারধরের পর আগুনে ঝলসে মৃত্যু হয় নিক্কির। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, স্বামী ও আরেক মহিলার হাতে নিক্কির উপর নির্যাতনের দৃশ্য। পরে আগুনে পুড়ে যাওয়া অবস্থায় তাঁকে সিঁড়ি দিয়ে নামতে দেখা যায়।

শনিবার বিপিনকে গ্রেফতার করে পুলিশ। রবিবার পালানোর চেষ্টা করলে পুলিশের গুলিতে তাঁর পায়ে আঘাত লাগে। তবে কোনও অনুশোচনা না দেখিয়ে তিনি বলেন, “স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতেই পারে।”  বিপিন বারবার দাবি করেন আত্মহত্যা করেছে নিক্কি। বর্তমানে তিনি ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।

আরও পড়ুন: স্করপিও, সোনা-নগদ পেয়েও আরও ৩৬ লক্ষ পণ চাই! না মেলায় স্ত্রীকে পুড়িয়ে খুন, ধৃত স্বামী বলল— ‘অনুতাপ নেই’

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিউটি পার্লারে চুল ধোয়াই ডেকে আনতে পারে স্ট্রোক! জানুন বিপদ

বিউটি পার্লারে চুল ধোওয়া বা বিউটি ট্রিটমেন্টের সময় ভুল ভঙ্গিতে ঘাড় রাখলে হতে পারে ‘বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোম’। কী এই রোগ, উপসর্গ কী, কারা বেশি ঝুঁকিতে—জানুন বিস্তারিত।

এজলাসে হইচই, আইপ্যাক মামলার শুনানি স্থগিত

এজলাসে ভিড় ও হইচইয়ের জেরে আইপ্যাক সংক্রান্ত জোড়া মামলার শুনানি শুরু করা গেল না। বিচারপতি শুভ্রা ঘোষ শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত মুলতুবি রাখায় কলকাতা হাই কোর্টে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বেড়েছে।

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে আসছে ৩ নতুন ফিচার, বদলাবে ব্যবহার

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে যোগ হচ্ছে তিনটি নতুন ফিচার—মেম্বার ট্যাগ, টেক্সট স্টিকার ও ইভেন্ট রিমাইন্ডার। ধাপে ধাপে এই আপডেট সব ব্যবহারকারীর কাছে পৌঁছবে বলে জানাল WhatsApp।

ইরানে কেন এতো তীব্র হল গণবিক্ষোভ?

রানে সরকার-বিরোধী গণবিক্ষোভ চরমে। ৪২ জনের মৃত্যুর দাবি, ইন্টারনেট বন্ধ করে কড়া দমন প্রশাসনের। অর্থনৈতিক সংকট ও ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়েছে ৩১টি প্রদেশে।

আরও পড়ুন

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ ডেরেক, সময়সীমা বাড়ানোর আর্জি

বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সময়সীমা বাড়ানোর আর্জি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক পদ্ধতিগত অনিয়মের অভিযোগ।

কর্নাটকে প্রথম বার ধরা পড়ল বিরল ‘স্যান্ডালউড লেপার্ড’, ট্র্যাপ ক্যামেরায় চন্দনরঙা চিতাবাঘ

দক্ষিণ আফ্রিকা ও তাঞ্জানিয়ার পরে এবার কর্নাটকের বিজয়নগর জেলায় প্রথম বার দেখা মিলল বিরল চন্দনরঙা বা ‘স্যান্ডালউড লেপার্ড’-এর। জিনগত কারণেই লালচে গোলাপি রঙ, মত বিজ্ঞানীদের।

উমর খালিদের জামিন নাকচ: ‘এটাই বিকশিত ভারত—প্রতিবাদ করলেই জেল’, কংগ্রেসের তীব্র কটাক্ষ

দিল্লি দাঙ্গা মামলায় উমর খালিদ ও শারজিল ইমামের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট। পাঁচ অভিযুক্ত পেলেন জামিন। রায় ঘিরে কংগ্রেস-বিজেপির তীব্র প্রতিক্রিয়া।