Home খবর দেশ বিদায় ২০২৩, স্বাগত ২০২৪

বিদায় ২০২৩, স্বাগত ২০২৪

0
কলকাতার পার্ক স্ট্রিটে বর্ষবরণ। ছবি: রাজীব বসু

কলকাতা: আরেকটি বছর। অনেক প্রত্যাশা। পুরনোকে বিদায় জানিয়ে স্বাগত নূতন।

park street new year

আলোয় সেজেছে পার্ক স্ট্রিট। ছবি: রাজীব বসু

রাত ১২টায় ২০২৪-কে স্বাগত জানিয়ে বর্ষবরণ করল ভারত। তার আগেই অবশ্য বিশ্বের বেশ কিছু দেশ নতুন বছরকে স্বাগত জানিয়েছে। ভৌগলিক কারণে সেসব জায়গায় আগেই রাত ১২টার ঘর ছুঁয়ে ফেলেছে ঘড়ির কাঁটা। কোথাও আবার ঘটেছে নতুন বছরের প্রথম সূর্যোদয়।

বছরের শেষ দিনে ময়দানে আনন্দের ঝলক। ছবি: রাজীব বসু

ভারতীয় সময় অনুযায়ী ঘড়িতে যখন ঠিক দুপুর সাড়ে ৩টে, তখন প্যাসিফিক আইল্যান্ড অফ টোঙ্গায় রাত ১২টা। এর পর নতুন বছরকে স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ডও। ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ২০২৪ সালকে বরণ করে নিয়েছে অস্ট্রেলিয়া।

বছরের শেষ দিনে ভিক্টোরিয়ায় উপচে পড়া ভিড়। ছবি: রাজীব বসু

উৎসবের আন্তর্জাতিকতার ছোঁয়ার বাইরে নয় এ দেশও। নতুন বছরকে স্বাগত জানাতে কলকাতা-সহ গোটা রাজ্য়েই ধুমধামের শেষ নেই। আলোয় সেজেছে পার্ক স্ট্রিট-সহ ঐতিহ্যবাহী জায়গাগুলি। পাড়ায় পাড়ায় হুই-হুল্লোড়ের অন্ত নেই। অনেকেই সাড়ম্বরে পালন করলেন ইংরেজি নববর্ষ।

২০২৩-এর শেষ সূর্যাস্ত। ছবি: রাজীব বসু

নতুন আশা আর সম্ভাবনাকে সঙ্গী করেই শুরু হল ২০২৪। বিশ্ববাসীর মনে নতুন আশার সঞ্চার করে এবং নব উদ্যমে সুন্দর হয়ে উঠুক আগামীর পথচলা।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড আক্রান্ত ৮৪১, বর্ষবরণের আবহে ২২৭ দিনে সর্বোচ্চ

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version