Homeখবরদেশভারতের মতো ‘মহান’ দেশে সফরে গেলে খুব খুশি হব, মোদীর আমন্ত্রণের জবাবে...

ভারতের মতো ‘মহান’ দেশে সফরে গেলে খুব খুশি হব, মোদীর আমন্ত্রণের জবাবে বললেন জেলেনস্কি

প্রকাশিত

কিয়েভ (ইউক্রেন): ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে ভারত সফরে আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রত্যুত্তরে জেলেনস্কি বলেছেন, ভারতের মতো ‘মহান’ দেশে সফর করলে তিনি খুব খুশি হবেন।

তিন দশক আগে ইউক্রেন স্বাধীন হওয়ার পর এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী সে দেশ সফরে গেলেন। সে দেশের রাজধানী কিয়েভে প্রায় ন’ ঘণ্টা ছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেই সময়ে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। আলোচনাচলাকালীন জেলেনস্কিকে ভারত সফরের আমন্ত্রণ জানান।

দুই দেশের শীর্ষ নেতার বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে মিলিত হন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মোদী যে জেলেনস্কিকে ভারত সফরে আসতে বলেছেন, সাংবাদিকদের কাছে সেই খবরের সত্যতা স্বীকার করেন জয়শঙ্কর।

তিনি বলেন, “১৯৯২-এর পর আমাদের প্রধানমন্ত্রী এই প্রথম ইউক্রেন সফরে এলেন। ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ। এটা খুবই স্বাভাবিক যে, এই সফরের সময় প্রধানমন্ত্রী মিত্র দেশের প্রধানকে আমন্ত্রণ জানান। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী তা-ই করেছেন।”

জয়শঙ্কর আরও বলেন, “তাই আমরা আশা করি তাঁর সুবিধামতো কোনো এক সময়ে প্রেসিডেন্ট জেলেনস্কি ভারত সফরে যাবেন।”

দুই দেশের নেতার বৈঠকের পরে যে যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে, তাতেও বলা হয়েছে পারস্পরিক সুবিধাজনক সময়ে ভারতে আসার জন্য প্রধানমন্ত্রী মোদী জেলেনস্কিকে আমন্ত্রণ জানিয়েছেন।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মোদীর আমন্ত্রণ প্রসঙ্গে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ভারতে সফরে গেলে তিনি খুশি হবেন।

তিনি বলেন, “হ্যাঁ। কারণ আপনি যখন একটা কৌশলগত অংশীদারিত্ব শুরু করেন এবং কিছু কথাবার্তা শুরু করেন, আমার মনে হয় তখন আপনার আর সময় নষ্ট করার দরকার নেই, থেমে থাকার দরকার নেই এবং তাই আমি মনে করি দু’জনে আবার মিলিত হতে পারলে ভালো হবে।”

ইউক্রেনের প্রেসিডেন্ট পরিষ্কার বলেন, তিনি চান ভারত তাঁর দেশের পক্ষে থাকুক।

তিনি বলেন, “আপনাদের বৃহৎ, মহান দেশ সম্পর্কে আমি প্রচুর পড়েছি। খুব ইন্টারেস্টিং। আমাদের পাশে আপনাদের দেশের থাকা খুব দরকার। আপনাদের সরকার এবং প্রধানমন্ত্রী আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রস্তুত হলেই আমি যত শীঘ্র সম্ভব ভারতে যেতে পারলে খুশি হব।” তবে তিনি এ কথা জানিয়ে দেন যে তাঁর সফর অবশ্য ইউক্রেনের পরিস্থিতির উপর নির্ভর করবে।

আরও পড়ুন

‘আপনার বড় প্রভাব রয়েছে, পুতিনকে থামান’, ইউক্রেন যুদ্ধ নিয়ে মোদীকে জেলেনস্কি

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে শুল্ক চাপানো হবে, হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  

খবর অনলাইন ডেস্ক: গ্রিনল্যান্ড অধিগ্রহণ সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা...

৮ বছরে বলিউডে কাজ কমেছে, ‘রোজা’র দিন আজও ভুলতে পারেন না: অকপট এ আর রহমান

বলিউডে গত আট বছরে কাজ কমে যাওয়ার কথা স্বীকার করলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ‘রোজা’ থেকে বর্তমান, সঙ্গীত সফর ও বদলে যাওয়া সময় নিয়ে মুখ খুললেন তিনি।

ভোটের আগে বাংলায় রেলের বরাদ্দ ১৩ হাজার কোটি, অমৃতভারত প্রকল্পে আন্তর্জাতিক মানের হবে এনজেপি

ভোটমুখী পশ্চিমবঙ্গে রেলের জন্য প্রায় ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অমৃতভারত প্রকল্পে নিউ জলপাইগুড়ি স্টেশনকে আন্তর্জাতিক মানে গড়ে তোলার কাজ চলছে।

আরও পড়ুন

গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে শুল্ক চাপানো হবে, হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  

খবর অনলাইন ডেস্ক: গ্রিনল্যান্ড অধিগ্রহণ সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা...

গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত

সাংবাদিক-অ্যাক্টিভিস্ট গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর মহারাষ্ট্রের জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজেপি প্রার্থীকে হারালেন তিনি।

ট্রেনে অগ্রিম আসন সংরক্ষণ বুকিংয়ে বড়ো পরিবর্তন: জেনে নিন বিস্তারিত

খবর অনলাইন ডেস্ক: যাত্রী পরিষেবা আরও স্বচ্ছ ও সুরক্ষিত করতে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং...