Homeখবরদেশহোলি: বসন্তের রঙে রাঙানো পরম্পরা

হোলি: বসন্তের রঙে রাঙানো পরম্পরা

প্রকাশিত

শীত বিদায়ের পর নবীন বসন্তের আবাহন ঘটে ফাগুনের বাতাসে। যেমন বৃক্ষের শুকনো ডালপালা নতুন সবুজে সজীব হয়ে ওঠে, তেমনই ফাগুন পূর্ণিমার দোল উৎসবের মাধ্যমে শুরু হয় আবির রাঙা বসন্ত।

দোল উৎসবের উৎস ও ইতিহাস

দোল উৎসবের শিকড় বহু প্রাচীন। চতুর্থ শতাব্দীর কবিতায় এই উৎসব পালনের উল্লেখ পাওয়া যায়। বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থেও এর কথা বলা হয়েছে। এই উৎসবের উৎপত্তি নিয়ে নানা ব্যাখ্যা থাকলেও প্রধান দুটি কাহিনি বিশেষ জনপ্রিয়— হোলিকা দহন ও রাধা-কৃষ্ণের রঙ খেলা।

হোলিকা দহন: অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয়ের প্রতীক

কথিত রয়েছে, প্রাচীন কালে হিরণ্যকশিপু নামে এক অত্যাচারী রাজা ছিলেন, যিনি নিজেকে ঈশ্বর বলে মনে করতেন। তবে তাঁর পুত্র প্রহ্লাদ ছিলেন পরম ভগবান বিষ্ণুর ভক্ত। পুত্রের এই বিশ্বাস মেনে নিতে না পেরে হিরণ্যকশিপু প্রহ্লাদকে হত্যা করার ষড়যন্ত্র করেন। তিনি তাঁর বোন হোলিকাকে এই কাজের দায়িত্ব দেন।

হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে অগ্নিকুণ্ডে বসেন, কিন্তু ভগবান বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ রক্ষা পান, আর হোলিকা দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। সেই থেকে ফাগুন পূর্ণিমার আগের রাতে ‘হোলিকা দহন’ বা বাংলায় ‘ন্যাড়া পোড়ার’ প্রচলন শুরু হয়, যা দুষ্টের দমন ও সত্যের প্রতিষ্ঠার প্রতীক।

রাধা-কৃষ্ণ ও দোল খেলা

দোল উৎসবের আরেকটি গুরুত্বপূর্ণ দিক রাধা-কৃষ্ণের প্রেমলীলার সঙ্গে যুক্ত। কথিত আছে, কৃষ্ণের গায়ের রং ছিল শ্যামবর্ণ, আর রাধা ছিলেন গৌরবর্ণ। কৃষ্ণ একদিন কৌতূহলবশত যশোদাকে জিজ্ঞাসা করেন, কেন তাঁর গায়ের রং রাধার মতো উজ্জ্বল নয়। যশোদা হাসতে হাসতে পরামর্শ দেন, কৃষ্ণ যেন রাধার গায়ে রঙ মাখিয়ে দেন। সেই থেকেই দোল খেলার শুরু। ব্রজভূমিতে এই উৎসব ‘বসন্ত উৎসব’ নামে পরিচিত, যেখানে প্রেম ও অনাবিল আনন্দের প্রতিফলন ঘটে।

দোল উৎসবের বৈজ্ঞানিক দিক

দোল উৎসবের সঙ্গে কিছু বৈজ্ঞানিক কারণও জড়িত। বসন্ত ঋতু শীত ও গ্রীষ্মের মধ্যবর্তী সময়, যখন আবহাওয়ার পরিবর্তনের ফলে বিভিন্ন ব্যাকটেরিয়া সংক্রমণের সম্ভাবনা থাকে। হোলিকা দহনের আগুনের উচ্চ তাপমাত্রা (৫০-৬০ ডিগ্রি সেলসিয়াস) বাতাসের ক্ষতিকারক জীবাণু ধ্বংস করে, যা স্বাস্থ্যের পক্ষে উপকারী।

কিছু অঞ্চলে হোলিকা দহনের ছাই কপালে মাখার প্রচলন আছে, যা চন্দনের সঙ্গে মিশিয়ে সংক্রামক প্রতিরোধী হিসেবে ব্যবহার করা হয়। পাশাপাশি, আমের মুকুল খাওয়ার রীতিও রয়েছে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক।

উৎসবের আনন্দে রঙিন হোন

দোল শুধু ধর্মীয় উৎসব নয়, এটি উৎসবের রঙে মিশে যাওয়া, বৈষম্য ভুলে একত্রে আনন্দ করার প্রতীক। তাই দোলের দিন আনন্দে ভেসে যান, রঙিন মুহূর্ত উপভোগ করুন, আর উৎসবের আমেজে থাকুন আনন্দে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে শুল্ক চাপানো হবে, হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  

খবর অনলাইন ডেস্ক: গ্রিনল্যান্ড অধিগ্রহণ সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা...

৮ বছরে বলিউডে কাজ কমেছে, ‘রোজা’র দিন আজও ভুলতে পারেন না: অকপট এ আর রহমান

বলিউডে গত আট বছরে কাজ কমে যাওয়ার কথা স্বীকার করলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ‘রোজা’ থেকে বর্তমান, সঙ্গীত সফর ও বদলে যাওয়া সময় নিয়ে মুখ খুললেন তিনি।

ভোটের আগে বাংলায় রেলের বরাদ্দ ১৩ হাজার কোটি, অমৃতভারত প্রকল্পে আন্তর্জাতিক মানের হবে এনজেপি

ভোটমুখী পশ্চিমবঙ্গে রেলের জন্য প্রায় ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অমৃতভারত প্রকল্পে নিউ জলপাইগুড়ি স্টেশনকে আন্তর্জাতিক মানে গড়ে তোলার কাজ চলছে।

আরও পড়ুন

গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত

সাংবাদিক-অ্যাক্টিভিস্ট গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর মহারাষ্ট্রের জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজেপি প্রার্থীকে হারালেন তিনি।

ট্রেনে অগ্রিম আসন সংরক্ষণ বুকিংয়ে বড়ো পরিবর্তন: জেনে নিন বিস্তারিত

খবর অনলাইন ডেস্ক: যাত্রী পরিষেবা আরও স্বচ্ছ ও সুরক্ষিত করতে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং...

গিগ কর্মীদের নিরাপত্তায় ‘১০ মিনিটে ডেলিভারি’ ট্যাগলাইন সরাচ্ছে ব্লিঙ্কিট, কেন্দ্রের চাপে পদক্ষেপ

গিগ কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে ব্র্যান্ডিংয়ে বড় বদল আনতে চলেছে ব্লিঙ্কিট। কেন্দ্রীয় সরকারের...