Homeখবরদেশভারতের বিভিন্ন অঞ্চলে ভিন্ন নামে হোলি উদযাপন

ভারতের বিভিন্ন অঞ্চলে ভিন্ন নামে হোলি উদযাপন

প্রকাশিত

ভারতের বিভিন্ন জায়গায় একেক রকম নামে উদযাপিত হয় বসন্তকালীন রঙের উৎসব। কোথাও মহিলারা পুরুষদের লাঠি দিয়ে তাড়ান, আবার কোথাও ফুলের বৃষ্টি হয় আকাশ থেকে। কোনো জায়গায় হোলি মানেই গান-বাজনার উৎসব, আবার কোথাও হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। উত্তরপ্রদেশের উত্তেজনাপূর্ণ লাঠমার হোলি থেকে শুরু করে উত্তরাখণ্ডের সুরেলা কুমাঁওনি হোলি—প্রতিটি অঞ্চলের হোলির নিজস্ব রং ও মজা আছে।

৯টি বিশেষ হোলি উৎসব

১. লাঠমার হোলি (বারসানা ও নন্দগাঁও, উত্তরপ্রদেশ)

এখানে মহিলারা মজা করে পুরুষদের লাঠি দিয়ে আঘাত করেন, আর পুরুষরা তা এড়ানোর চেষ্টা করেন। মজার এই খেলার পর সবাই একসঙ্গে রং খেলেন।

২. হুরাঙ্গা (বলদেও, উত্তরপ্রদেশ)

মথুরার কাছে দাউজি মন্দিরে হোলিতে নারীরা পুরুষদের পোশাক টেনে ছিঁড়ে দেন ও রঙে রাঙিয়ে দেন। এ এক হাসি-মজার উন্মাদনা!

৩. ফুলের হোলি (বৃন্দাবন, উত্তরপ্রদেশ)

এখানে রঙের বদলে হোলি খেলা হয় ফুল দিয়ে! বাঁকেবিহারী মন্দিরে ফুলের বৃষ্টি হয় আর ভক্তিগীতির সুরে মেতে ওঠে সবাই।

৪. রং পঞ্চমী (মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশ)

হোলিকার দহন শেষ হওয়ার পাঁচ দিন পর রং খেলা হয়। এটি মূলত একটি আধ্যাত্মিক উৎসব, যেখানে বিশ্বাস করা হয়, রঙের মাধ্যমে আত্মা পবিত্র হয়।

৫. শিগমো (গোয়া)

গোয়ার শিগমো হোলি মানেই রঙের উৎসবের সঙ্গে লোকনৃত্য, বর্ণাঢ্য শোভাযাত্রা ও বড়সড় ঝাঁকজমকপূর্ণ প্রদর্শনী।

৬. মঞ্জল কুলি (কেরল)

কেরলের কুদুম্বি সম্প্রদায় হলুদ মিশ্রিত জলে একে অপরকে ভিজিয়ে হোলি উদযাপন করে। এর সঙ্গে থাকে ঐতিহ্যবাহী সঙ্গীত ও নৃত্য।

৭. দোল যাত্রা (পশ্চিমবঙ্গ ও ওডিশা)

এটি ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার উদ্দেশ্যে উৎসর্গিত। ঢাক-ঢোল বাজিয়ে, গান গেয়ে, বিশাল শোভাযাত্রার মাধ্যমে হোলি পালন করা হয়।

৮. ইয়াওশাং (মণিপুর)

মণিপুরের ছয় দিনের হোলি উৎসব ‘ইয়াওশাং’—এখানে আগুন জ্বালিয়ে উৎসব শুরু হয়, তারপর রং খেলা, লোকনৃত্য ও খেলাধুলার আয়োজন হয়।

৯. কুমাঁওনি হোলি (উত্তরাখণ্ড)

এটি শান্ত ও সুরেলা হোলি, যেখানে উচ্চস্বরে ডিজে নয়, বরং ধ্রুপদী সংগীত, সঙ্গীতসভার মাধ্যমে হোলি উদযাপিত হয়।

ভারতের বিভিন্ন অঞ্চলের হোলির এই বৈচিত্র্যই উৎসবটিকে আরও রঙিন করে তোলে!

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।