Homeখবরদেশ১৯০১ সালের পর থেকে উষ্ণতম ফেব্রুয়ারি, আগামী ৩ মাস স্বাভাবিকের চেয়ে বেশি...

১৯০১ সালের পর থেকে উষ্ণতম ফেব্রুয়ারি, আগামী ৩ মাস স্বাভাবিকের চেয়ে বেশি গরমের পূর্বাভাস

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

নয়াদিল্লি: সদ্য শেষ হওয়া ফেব্রুয়ারিতে গড় তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। যা ১৯০১ সালের পর থেকে উষ্ণতম। মার্চ থেকে মে মাস পর্যন্ত তা আরও ব্যাপক আকার নেবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

১৯০১ সালে আবহাওয়ার যথাযথ রেকর্ড সংরক্ষণ শুরু হওয়ার পর থেকে ২০২৩-এর ফেব্রুয়ারি ভারতে উষ্ণতম ছিল বলে জানিয়েছে মৌসম ভবন (IMD)। মঙ্গলবার আবহাওয়া দফতর জানায়, সারা দেশে সর্বোচ্চ গড় সর্বোচ্চ তাপমাত্রা (২৯.৫ ডিগ্রি সেলসিয়াস) রেকর্ড করা হয়েছে ফেব্রুয়ারিতে। এমনকী অনেক অংশে স্বাভাবিক গ্রীষ্মের চেয়ে বেশি গরমের পূর্বাভাস দিয়ে আরও তিক্ত দিনের ইঙ্গিত দিয়েছে আইএমডি।

গ্রীষ্মের পূর্বাভাসে, আইএমডি বলেছে যে দিল্লি-এনসিআর সমেত উত্তর-পূর্ব, পূর্ব, মধ্য এবং উত্তর-পশ্চিম ভারতের বেশিরভাগ অংশে দিনের তাপমাত্রা “স্বাভাবিকের উপরে” থাকবে বলে ধারণা করা হচ্ছে। এ বারের গ্রীষ্মের মরশুমে গত বছরের তুলনায় বেশি তাপপ্রবাহের দিন দেখা যেতে পারে। দক্ষিণ ভারত এবং মহারাষ্ট্রের বেশিরভাগ অংশে স্বাভাবিক গ্রীষ্মের তাপমাত্রা থাকতে পারে।

গড় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা উভয়ের পরিপ্রেক্ষিতে দিল্লি ১৭ বছরের মধ্যে নিজের উষ্ণতম ফেব্রুয়ারি রেকর্ড করেছে। সফদারজং-এ গত মাসে গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.৫ ডিগ্রি বেশি এবং ১৯৫১ সাল থেকে ফেব্রুয়ারিতে তৃতীয় সর্বোচ্চ রেকর্ড করেছে।

বলে রাখা ভালো ২০০৬ সালের ফেব্রুয়ারিতে ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস এবং ১৯৬০ সালে ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস এর পরের স্থানেই রইল ২০২৩-এর ফেব্রুয়ারি। এমনকী মাসে গড় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস। শহরে গত মাসে এক দিনও বৃষ্টি হয়নি। উল্লেখযোগ্য ভাবে, গত বছরের ফেব্রুয়ারির গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াসে।

কোনো এলাকায় কোনো নির্দিষ্ট সময়ে এমনিতে সর্বোচ্চ তাপমাত্রার যা গড় থাকে, তার থেকে বেশি হলেও বলা চলে তাপপ্রবাহ হচ্ছে। সাধারণত মার্চের শুরু থেকে এ দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়। এ বার সেটা ফেব্রুয়ারিতেই জারি করেছে মৌসম ভবন।

সাম্প্রতিকতম

বাংলা বললেই গ্রেফতার? ‘লুকিয়ে কেন্দ্রের নোটিফিকেশন’, রাজপথে ক্ষোভ মমতার

ভিনরাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে মিছিল মুখ্যমন্ত্রী মমতার। অভিযোগ, বাংলা ভাষায় কথা বললেই ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুমকি। ওড়িশা সরকারকে সরাসরি সতর্ক করলেন তৃণমূল নেত্রী।

এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া বহাল, হাই কোর্টে খারিজ হল সব আবেদন! রাজ্যের বড় জয় বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

এসএসসির নতুন নিয়োগবিধিকে চ্যালেঞ্জ করে করা সব আবেদন খারিজ করল কলকাতা হাই কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, নিয়োগের বিষয়ে এসএসসি নিজেই যোগ্যতামান ঠিক করতে পারে। রাজ্যের মতে, এটি বড় জয়।

বাংলায় কথা বললেই সন্দেহ! নাগরিকত্বের প্রশ্নে কেন্দ্রকে হলফনামা দিতে বলল হাই কোর্ট

বাংলাভাষীদের সন্দেহের চোখে দেখার অভিযোগে কেন্দ্রকে তুলোধোনা। নাগরিকত্ব নির্ধারণের পদ্ধতি, আটক ও বহিষ্কারের তথ্য হলফনামায় জানানোর নির্দেশ হাই কোর্টের। শুনানি ফের ৪ অগস্ট।

খালি পেটে নয়! গ্রিন টি কখন খাবেন, জানুন বিশেষজ্ঞদের পরামর্শ

খালি পেটে গ্রিন টি খেলে হতে পারে অ্যাসিডিটি, হজমের সমস্যা, অনিদ্রা। কখন ও কীভাবে গ্রিন টি খাবেন, দিনে কতবার খাবেন—জানুন বিশদে।

আরও পড়ুন

ISS-এ ১৮ দিনের অভিযান! সফলভাবে পৃথিরীতে ফিরলেন শুভাংশু শুক্লা সহ নভশ্চরেরা

শুভাংশু শুক্লা সহ নভশ্চরেরা সফলভাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরলেন। প্রায় ১২.২ মিলিয়ন কিমি পথ অতিক্রম করে এই অভিযান ভারতের মহাকাশ গবেষণায় এক নতুন দিগন্তের সূচনা করল।

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা: ‘তুমি জ্বালানি বন্ধ করলে কেন?’ — ককপিটের রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য, কী বলল বিমানসংস্থা?

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় প্রকাশ্যে এল ককপিট কথোপকথন। পাইলটদের মধ্যে জ্বালানি বন্ধ নিয়ে উত্তপ্ত প্রশ্নোত্তর। তদন্ত রিপোর্টে নেই পাখির ধাক্কার প্রমাণ।

৭৫ বছর বয়সে সরে যাওয়ার পরামর্শ ভাগবতের, মোদিকে নিশানা করে কটাক্ষ কংগ্রেসের

৭৫ বছর বয়স হলে নেতাদের সরে যাওয়ার পরামর্শ মোহন ভাগবতের। আরএসএস প্রধানের এই মন্তব্য ঘিরে মোদিকে বিঁধল কংগ্রেস। এক তীর, দুটি লক্ষ্য বলে কটাক্ষ জয়রাম রমেশের।