Homeখবরদেশ২০২৪-এ আসন কমবে বিজেপির, বলছে সমীক্ষা

২০২৪-এ আসন কমবে বিজেপির, বলছে সমীক্ষা

প্রকাশিত

এখনই লোকসভা ভোট হলে আগের বারের চেয়ে আসন কমবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র। তবে ফের একবার নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পাবে গেরুয়া শিবির। ২০২৪ লোকসভা ভোটের প্রায় এক বছর আগে এমনটাই দাবি করা হয়েছে একটি সমীক্ষায়।

ইন্ডিয়া টুডে (India Today)-র সঙ্গে এই নিয়ে সমীক্ষা চালিয়েছে বেসরকারি সমীক্ষক সংস্থা সি-ভোটার (C-Voter)। এর পোশাকি নাম মুড অব দ্য নেশন (Mood of the Nation)। সমীক্ষকদের দাবি, তারা মোট ১ লক্ষ ৩৯ হাজার মানুষের সঙ্গে কথা বলেছেন তাঁরা। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কোন রাজনৈতিক দল জনগণের মনে কতটা প্রভাব ফেলছে, সেটা জেনে নেওয়াই ছিল তাদের সমীক্ষার উদ্দেশ্য।

বিশ্লেষকদের মতে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, রাজনৈতিক দলগুলির বিষয়ে জনমতের পরিবর্তন দেখা যাচ্ছে। সমীক্ষায় দেখা গিয়েছে বিজেপির জনপ্রিয়তায় টান পড়ছে। একই সঙ্গে কংগ্রেসের জনপ্রিয়তা বেড়েছে। লোকসভা নির্বাচনের প্রায় এক বছর বাকি থাকায় দেশের রাজনৈতিক চিত্র পাল্টে যাওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে।

সমীক্ষাটি বলছে, এখনই যদি নির্বাচন হয় তবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ২৯৮টি আসন জিতবে। যেখানে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ ১৫৩টি আসন পেতে পারে। দেখা গেছে ৯২টি আসন অন্য দলের খাতায় যাচ্ছে।

বলে রাখা ভালো, মাসছয়েক আগে একই ধরনের একটি সমীক্ষা চালিয়েছিল সি-ভোটার। সেখানে দেখা গিয়েছিল, এনডিএ-র ঝুলিতে যেতে পারে ৩০৭টি আসন। কংগ্রেস পেতে পারে ১২৫টি। সেই জায়গায় অন্যান্য দলের দখলে থাকতে পারে ১১১টি আসন। সেই সমীক্ষার সঙ্গে এ বারের সমীক্ষার তুলনা করলে দেখা যাচ্ছে, ৯টি আসন হারাতে হচ্ছে বিজেপি-কে। বিপরীতে ২৮টি আসন বাড়ছে কংগ্রেসের। অন্যান্য দলের ক্ষেত্রেও ১৯টি আসন বাড়তে দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এই সময়কালে কংগ্রেসের জনপ্রিয়তা বেড়েছে।

প্রসঙ্গত, এই সমীক্ষা অনুযায়ী, ২০২৪-র ভোটে ২৮৩ আসন পাবে বিজেপি। ফলে ২০১৯-র তুলনায় ২০টি আসন কমবে বিজেপির। সেবারের নির্বাচনে একাই ৩০৩টি আসন পেয়েছিল বিজেপি।

সাম্প্রতিকতম

বাংলাদেশের জন্য মার্কিন সাহায্যের প্রভাব: পাকিস্তানের মতো পরিস্থিতি কি আসছে?

রবিবার ( ১৫ সেপ্টেম্বর ২০২৪) বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে। এই সাহায্য...

ভোডাফোন, এয়ারটেল নাকি জিও, কার ২৮ দিনের ইন্টারনেট প্যাক সবচেয়ে সাশ্রয়ী

ভারতে মোবাইল ইন্টারনেট পরিষেবার জন্য ভোডাফোন, আইডিয়া, এয়ারটেল, এবং জিওর প্যাকেজগুলির তুলনা। দাম, স্পিড, নেটওয়ার্ক কভারেজ ও অতিরিক্ত সুবিধার ভিত্তিতে কোন অপারেটর সেরা?

কুরস্ক নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে চাপ বাড়ানোর চেষ্টা রাশিয়ার, কে কতটা এগিয়ে

গত আগস্ট মাসে রাশিয়ার কুরস্ক অঞ্চলের একটি অংশ দখল করে ইউক্রেনীয় সেনা। প্রতিকূল অবস্থায়...

হোম লোন দ্রুত শোধ করার ৬টি সেরা টিপস

দ্রুত হোম লোন পরিশোধ করতে হলে সুপরিকল্পিত পদক্ষেপ নিতে হবে। ইএমআই বাড়ানো, প্রি-পেমেন্ট করা এবং সুদের হার পুনর্মূল্যায়ন করা ইত্যাদি কৌশলগুলি আপনাকে লোন দ্রুত শোধ করতে সাহায্য করবে।

আরও পড়ুন

মুম্বইয়ে খুন মালদহের পরিযায়ী শ্রমিক, গ্রেপ্তার সহকর্মী

মহারাষ্ট্রের মুম্বইয়ে সহকর্মীর হাতে খুন হলেন মালদহের পরিযায়ী শ্রমিক আবদুর রহমান। ঘটনার তদন্তে নেমেছে মুম্বই পুলিশ।

‘জনগণের রায়ে হবে অগ্নিপরীক্ষা,’ দুদিন কাজ চালিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন কেজরিওয়াল

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দলীয় বৈঠকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেছেন। নির্বাচনের আগে নতুন মুখ্যমন্ত্রীর নিয়োগের প্রস্তুতি চলছে। কেজরিওয়াল বলেন, “মানুষের রায়ই আসল ন্যায়বিচার।”

ক্ষমতায় এলে বিহারে মদে নিষেধাজ্ঞা এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার, প্রতিশ্রুতি প্রশান্ত কিশোরের

জন সুরাজ প্রধান প্রশান্ত কিশোর ঘোষণা করলেন, ক্ষমতায় এলে বিহারে মদ নিষেধাজ্ঞা এক ঘণ্টার মধ্যেই প্রত্যাহার করবেন। তিনি তেজস্বী যাদবের শিক্ষাগত যোগ্যতা ও নেতৃত্ব নিয়েও কটাক্ষ করেন।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?