Homeখবরদেশউত্তরকাশীর সুড়ঙ্গে আটকে ৪০ শ্রমিক, পাইপ দিয়ে পাঠানো হচ্ছে খাবার এবং অক্সিজেন

উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে ৪০ শ্রমিক, পাইপ দিয়ে পাঠানো হচ্ছে খাবার এবং অক্সিজেন

প্রকাশিত

দীপাবলির দিন উত্তরকাশীতে ঘটে গিয়েছে একটি বড়োসড়ো দুর্ঘটনা। সিল্কিয়ারা থেকে দান্দলগাঁও পর্যন্ত নির্মাণাধীন টানেলের একটি অংশ ধসে পড়ায় আটকে রয়েছেন ওই সুড়ঙ্গে কাজ করা ৪০ জন শ্রমিক। ২৪ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও শ্রমিকদের বের করা যায়নি। জরুরিকালীন ভিত্তিতে উদ্ধারকাজ চলছে।

সুড়ঙ্গের ভিতরে আটকে থাকা শ্রমিকদের বের করতে রাতভর উদ্ধার অভিযান চলে। শ্রমিকদের সঙ্গে ওয়াকিটকির মাধ্যমে কথা বলে জানা গিয়েছে, তাঁরা সবাই নিরাপদ। শ্রমিকরা খাবার চাইছিলেন। তাঁদের পাইপ দিয়ে খাবার, পানীয় জল এবং অক্সিজেন পাঠানো হচ্ছে। ওই সুড়ঙ্গে প্রায় ৬০ মিটার দূরত্বে আটকে রয়েছেন তাঁরা।

উত্তরকাশী টানেল দুর্ঘটনার বিষয়ে, এনডিআরএফ সহকারী কমান্ড্যান্ট করমবীর সিং ভান্ডারি বলেছেন, “সুড়ঙ্গের ভিতরে আটকে পড়া ৪০ জন শ্রমিকের সবাই নিরাপদে রয়েছেন। আমরা তাঁদের জন্য জল ও খাবার পাঠিয়েছি এবং উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। ধসের কারণে আমরা উদ্ধারে কিছুটা অসুবিধার সম্মুখীন হচ্ছি কিন্তু আমাদের দল কোনো খামতি রাখছে না”।

উত্তরকাশী জেলার ব্রহ্মখাল-যমুনোত্রী জাতীয় সড়কে একটি নির্মাণাধীন সুড়ঙ্গে গতকাল সকাল ৫টা নাগাদ আংশিক ভাবে ভেঙে পড়ে, যার ফলে ৪০ জন শ্রমিক ভিতরে আটকা পড়েন।

উদ্ধার অভিযান পরিচালনা করছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ), স্টেট ডিজাস্টার রিলিফ ফোর্স (এসডিআরএফ) এবং পুলিশ। এসডিআরএফের তরফে জানানো হয়েছে, সুড়ঙ্গের একটি অংশ সম্পূর্ণ আটকে রয়েছে ভেঙে পড়া পাথর, সিমেন্টের চাঁইয়ে। ওই অংশেই শ্রমিকেরা আটকে রয়েছেন বলে আশঙ্কা।

আরও পড়ুন: জয়নগরে শুটআউট, নমাজ পড়তে যাওয়ার সময় দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু তৃণমূলের পঞ্চায়েত সদস্যের

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হায়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

নাথুলা-সহ ইন্দো-চিন সীমান্তে মরশুমের প্রথম তুষারপাত, সিকিমে লাল সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণে মানা

নাথুলা, কাপুপ ও চাঙ্গু লেকে মৌসুমের প্রথম ভারী তুষারপাত। সিকিমে লাল সতর্কতা জারি করেছে আইএমডি। তুষার জমে যান চলাচলে বিপত্তি।

রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ২,৫০০-র বেশি শূন্যপদে আবেদন শুরু ৩১ অক্টোবর থেকে

রেলে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট এবং কেমিক্যাল-মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২,৫৬৯টি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু ৩১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

শীতের সুপারফুড বিট: রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, কমায় হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

শীতকালে নিয়মিত খেতে পারেন সুপারফুড বিট। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়।

আরও পড়ুন

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।