Homeরাজ্যদঃ ২৪ পরগনাজয়নগরে শুটআউট, নমাজ পড়তে যাওয়ার সময় দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু তৃণমূলের পঞ্চায়েত সদস্যের

জয়নগরে শুটআউট, নমাজ পড়তে যাওয়ার সময় দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু তৃণমূলের পঞ্চায়েত সদস্যের

প্রকাশিত

জয়নগর: সোমবার ভোরবেলা গুলি করে খুন করা হয়েছে জয়নগরে এক তৃণমূল নেতাকে। বাড়ি থেকে বেরিয়ে নমাজ পড়তে যাচ্ছিলেন তিনি। সে সময়ই দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু হল তৃণমূল নেতার। এই ঘটনা জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

এ দিন সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানা এলাকার বামনগাছি গ্রাম পঞ্চায়েত এলাকায়। মৃত তৃণমূল নেতার নাম সইফুদ্দিন লস্কর (৪৩)। তিনি বামনগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং বামনগাছিতে তৃণমূলের অঞ্চল সভাপতি। সইফুদ্দিনের স্ত্রী সেরিফা বিবি বামনগাছি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান।

ঘ‌টনায় প্রকাশ, তৃণমূল নেতা সইফুদ্দিন লস্কর মসজিদে যাচ্ছিলেন। ভোর ৫টা নাগাদ মসজিদে নমাজ পড়তে যাচ্ছিলেন তিনি। সেই সময় তাঁকে আক্রমণ করে দুষ্কৃতীরা। এক রাউন্ড গুলি চালানো হয়। গুলি তাঁর কাঁধে লাগে। রাস্তায় লুটিয়ে পড়েন সইফুদ্দিন।

গুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যান। রক্তাক্ত অবস্থায় সইফুদ্দিনকে উদ্ধার করে তাঁরা জয়নগর ১ ব্লকের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

ঘটনার খবর পেয়েই পদ্মেরহাট হাসপাতালে ছুটে আসেন স্থানীয় বারুইপুর পূর্ব বিধানসভার তৃণমূলের বিধায়ক বিভাস সর্দার। সংবাদ মাধ্যমের কাছে তিনি বলেছেন, “দুষ্কৃতীরা এই খুন করেছে। সইফুদ্দিন আমাদের বামনগাছির অঞ্চল সভাপতি। ভোরবেলা নমাজ পড়তে যাচ্ছিল। বাড়ির সামনেই মসজিদ। পুলিশ ঘটনার শুরু করেছে। খুনের পিছনে কোনও ষড়যন্ত্র আছে কি না তা দেখছে পুলিশ। চার-পাঁচ জন ঘটনার সঙ্গে জড়িত রয়েছে বলে মনে হচ্ছে।”

এ দিকে, পাল্টা এক দুষ্কৃতীকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর পর দুষ্কৃতীদের তাড়া করে কয়েক জন। এক দুষ্কৃতীকে ধরে বেধড়ক মারধর করলে মৃত্যু হয় হামলাকারীর। অপর এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: শ্রেয়স আর রাহুলের শতরান, নেদারল্যান্ডসকে হারিয়ে ভারত নয়ে নয়

সাম্প্রতিকতম

সুচিত্রা-কণিকার জন্মশতবর্ষে ‘বৈতালিক’-এর শ্রদ্ধাঞ্জলি, মন ছুঁয়ে যাওয়া পরিবেশনা ‘দুই কন্যা’  

শম্ভু সেন পিঠোপিঠি দুই কন্যা। বয়সের তফাত এক মাসও নয়। একজনের জন্ম ১৯২৪-এর সেপ্টেম্বরে, অন্যজনের...

বাংলার ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহ শেষ কবে? বৃষ্টি কবে থেকে?

শ্রয়ণ সেন অতীতে কলকাতা তথা দক্ষিণবঙ্গে গরমের পারদ যে যে রেকর্ড তৈরি করেছে, এখনও পর্যন্ত...

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

আরও পড়ুন

মাঠে নেমেছে প্রশাসন ও দল, জোড়া ‘কৌশলে’ নিভবে কি সন্দেশখালির ক্ষোভের আগুন?

দলীয় সূত্রে খবর, তিনমন্ত্রীর হাত দিয়ে টাকা ফেরানোর কাজ শুরু হয়েছে। এর আগে মন্ত্রী পার্থ ভৌমিক স্বীকার করেছিলেন, গত দু’বছর ইজারার টাকা, ভেড়ির টাকা না দেওয়ার অভিযোগ রয়েছে।

‘উত্তপ্ত’ সন্দেশখালিতে জারি ১৪৪ ধারা, থমথমে এলাকা

কলকাতা: উত্তপ্ত সন্দেশখালিতে জারি ১৪৪ ধারা! শুক্রবার রাত থেকে ত্রিমোহিনী বাজার-সহ সন্দেশখালি থানা এলাকায় ১৪৪...

নিয়ম না মানার অভিযোগ, সুন্দরবনে এ বার প্লাস্টিক বন্ধের নির্দেশ জারি বন দফতরের

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন: আবার সুন্দরবনে প্লাস্টিক বন্ধ করার নির্দেশ জারি করল বন দফতর।সুন্দরবন ব্যাঘ্র...