Homeরাজ্যদঃ ২৪ পরগনাজয়নগরে শুটআউট, নমাজ পড়তে যাওয়ার সময় দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু তৃণমূলের পঞ্চায়েত সদস্যের

জয়নগরে শুটআউট, নমাজ পড়তে যাওয়ার সময় দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু তৃণমূলের পঞ্চায়েত সদস্যের

প্রকাশিত

জয়নগর: সোমবার ভোরবেলা গুলি করে খুন করা হয়েছে জয়নগরে এক তৃণমূল নেতাকে। বাড়ি থেকে বেরিয়ে নমাজ পড়তে যাচ্ছিলেন তিনি। সে সময়ই দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু হল তৃণমূল নেতার। এই ঘটনা জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

এ দিন সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানা এলাকার বামনগাছি গ্রাম পঞ্চায়েত এলাকায়। মৃত তৃণমূল নেতার নাম সইফুদ্দিন লস্কর (৪৩)। তিনি বামনগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং বামনগাছিতে তৃণমূলের অঞ্চল সভাপতি। সইফুদ্দিনের স্ত্রী সেরিফা বিবি বামনগাছি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান।

ঘ‌টনায় প্রকাশ, তৃণমূল নেতা সইফুদ্দিন লস্কর মসজিদে যাচ্ছিলেন। ভোর ৫টা নাগাদ মসজিদে নমাজ পড়তে যাচ্ছিলেন তিনি। সেই সময় তাঁকে আক্রমণ করে দুষ্কৃতীরা। এক রাউন্ড গুলি চালানো হয়। গুলি তাঁর কাঁধে লাগে। রাস্তায় লুটিয়ে পড়েন সইফুদ্দিন।

গুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যান। রক্তাক্ত অবস্থায় সইফুদ্দিনকে উদ্ধার করে তাঁরা জয়নগর ১ ব্লকের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

ঘটনার খবর পেয়েই পদ্মেরহাট হাসপাতালে ছুটে আসেন স্থানীয় বারুইপুর পূর্ব বিধানসভার তৃণমূলের বিধায়ক বিভাস সর্দার। সংবাদ মাধ্যমের কাছে তিনি বলেছেন, “দুষ্কৃতীরা এই খুন করেছে। সইফুদ্দিন আমাদের বামনগাছির অঞ্চল সভাপতি। ভোরবেলা নমাজ পড়তে যাচ্ছিল। বাড়ির সামনেই মসজিদ। পুলিশ ঘটনার শুরু করেছে। খুনের পিছনে কোনও ষড়যন্ত্র আছে কি না তা দেখছে পুলিশ। চার-পাঁচ জন ঘটনার সঙ্গে জড়িত রয়েছে বলে মনে হচ্ছে।”

এ দিকে, পাল্টা এক দুষ্কৃতীকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর পর দুষ্কৃতীদের তাড়া করে কয়েক জন। এক দুষ্কৃতীকে ধরে বেধড়ক মারধর করলে মৃত্যু হয় হামলাকারীর। অপর এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: শ্রেয়স আর রাহুলের শতরান, নেদারল্যান্ডসকে হারিয়ে ভারত নয়ে নয়

সাম্প্রতিকতম

তেলঙ্গনায় বৃহস্পতিবার এবং মিজোরামে শপথগ্রহণ শুক্রে, বিজেপির জেতা ৩ রাজ্যে বিলম্বের কারণ কী

রবিবার ফলাফল ঘোষিত হয়েছে রাজস্থান,মধ্যপ্রদেশ, তেলঙ্গনা এবং ছত্তীসগঢ় বিধানসভা ভোটের। সোমবার জানা গিয়েছে মিজোরামের...

উত্তরকাশীর সেই টানেলের দায়িত্ব পাবে এক বিশেষ সংস্থা, নীরবতা দুর্ঘটনায়

কয়েক দিন সারা দেশে আলোড়ন ফেলেছিল উত্তরকাশীর নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসের ঘটনা। ভেঙে পড়া সুড়ঙ্গের...

শুরু হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হতে সলমনদের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর  

কলকাতা: পশ্চিমবঙ্গে চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত হতে সলমন খান, অনিল কাপুরের কাছে আবেদন জানালেন...

সৌরভ গাঙ্গুলি আবার বললেন, তিনি বিরাট কোহলিকে অধিনায়কত্ব থেকে সরাননি

খবর অনলাইন ডেস্ক: ২০২১-এর টি২০ বিশ্বকাপে ভারত গ্রুপ লিগেই বিদায় নিয়েছিল। এর পরেই ভারতের...

আরও পড়ুন

সুন্দরবনে পাখি উৎসব, অংশগ্রহণের আবেদনপত্র নেওয়ার কাজ শুরু

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: সুন্দরবনে নতুন বছরের শুরুতে হতে চলেছে পাখি উৎসব। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প ও...

বামুনগাছির তৃণমূল নেতা খুনে ধৃত দু’জনের পুলিশ হেফাজত শেষে জেল হেফাজত, মঙ্গলবার নির্দেশ আদালতের

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: জয়নগর থানার বামুনগাছির দাপুটে তৃণমূল নেতা সইফুদ্দিন লস্করের খুনের ঘটনায় ধৃত...

বামুনগাছির ঘটনায় দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি, থানায় ডেপুটেশন ও বিক্ষোভ সিপিএমের

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: বামুনগাছির ঘটনায় দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে সোমবার জয়নগর থানা ঘেরাও কর্মসূচি পালন...