Homeখবরদেশভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান ভেঙে পড়ল রাজস্থানে, একের পর এক দুর্ঘটনায় উঠছে প্রশ্ন

ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান ভেঙে পড়ল রাজস্থানে, একের পর এক দুর্ঘটনায় উঠছে প্রশ্ন

প্রকাশিত

বুধবার দুপুরে রাজস্থানের চুরু জেলার বানোড়া (Bhanoda) গ্রামে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার একটি যুদ্ধবিমান। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুপুর ১টা ২৫ মিনিট নাগাদ একটি কৃষিজমিতে ভেঙে পড়ে বিমানটি। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা।

রজলদেশর থানার অফিসার কামলেশ পিটিআই-কে জানান, “বিমানটি বানোড়া গ্রামের একটি খোলা মাঠে ভেঙে পড়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল।”

দুর্ভাগ্যজনকভাবে, স্থানীয় সূত্র ও উদ্ধারকারী দলের প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মানবদেহের বিভিন্ন অংশ, যা দেখে মনে করা হচ্ছে বিমানে থাকা পাইলট বা পাইলটরা হয়তো প্রাণ হারিয়েছেন।

প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও তল্লাশি শুরু করেছে। বায়ুসেনার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে পাইলটদের পরিস্থিতি জানানো হয়নি। যুদ্ধবিমানটি কোন ধরণের ছিল বা কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

একের পর এক দুর্ঘটনায় প্রশ্নের মুখে বায়ুসেনার যুদ্ধবিমান ব্যবস্থাপনা

গত কয়েক মাস ধরেই একাধিকবার দুর্ঘটনার কবলে পড়েছে বায়ুসেনার যুদ্ধবিমান। কিছু উল্লেখযোগ্য ঘটনা:

  • এপ্রিল ২০২৫: গুজরাটের জামনগরে নাইট মিশনের সময় ভেঙে পড়ে দুই আসনের একটি জাগুয়ার বিমান। পাইলট সিদ্বার্থ যাদব প্রাণ হারান।
  • মার্চ ২০২৫: হরিয়ানার পাঁচকুলায় প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ে একটি যুদ্ধবিমান। পাইলট সফলভাবে ইজেক্ট করেন।
  • ফেব্রুয়ারি ২০২৫: মধ্যপ্রদেশের শিবপুরিতে একটি মিরাজ ২০০০ বিমান ভেঙে পড়ে। দু’জন পাইলটই ইজেক্ট করে প্রাণ বাঁচান।
  • নভেম্বর ২০২৪: উত্তরপ্রদেশের আগরার কাছে একটি MiG-29 ভেঙে পড়ে। পাইলট ইজেক্ট করে রক্ষা পান।

এই পরপর দুর্ঘটনা বায়ুসেনার প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। বিশেষজ্ঞদের মতে, দ্রুত তদন্ত ও আধুনিকীকরণ ছাড়া এই ধরনের মর্মান্তিক ঘটনা ভবিষ্যতেও ঘটে যেতে পারে।

আরও পড়ুন: ভূমিকম্পে কেঁপে উঠল গুয়াহাটি ও আশেপাশের এলাকা  

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এক চিকিৎসকের আট বছরের লড়াইয়ে বড় জয়, ভুয়ো ওআরএস-এর উপর নিষেধাজ্ঞা জারি করল FSSAI, আসল চিনবেন কী করে?

হায়দরাবাদের শিশু-রোগ বিশেষজ্ঞ ডা. শিবরঞ্জনী সন্তোষের দীর্ঘ লড়াইয়ের ফলে বড় পদক্ষেপ নিল FSSAI। WHO-র নির্ধারিত মান না মেনে ‘ORS’ নামে বিক্রি হওয়া পানীয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হল। শিশুদের জন্য বিপজ্জনক এই মিষ্টি পানীয় নিয়ে শুরু হয়েছিল তাঁর আইনি লড়াই প্রায় এক দশক আগে।

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে ২২ বছর পর আইএফএ শিল্ড ঘরে তুলল মোহনবাগান

২২ বছর পর আইএফএ শিল্ড জিতল মোহনবাগান। ফাইনালে ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে মরশুমের তৃতীয় ডার্বিতে জয় পেল সবুজ-মেরুন। বিশাল কাইথ হলেন নায়ক।

অভিমন্যু ৭১ অপরাজিত, শামির ৪ উইকেট রনজি ম্যাচে উত্তরাখণ্ডকে ৮ উইকেটে হারাল বাংলা

অভিমন্যু ঈশ্বরণ ও মহম্মদ শামির দুর্দান্ত পারফরম্যান্সে রনজি ট্রফিতে উত্তরাখণ্ডকে ৮ উইকেটে হারাল বাংলা। শামি নিলেন ৭ উইকেট, ম্যাচের সেরা তিনি।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

ঢাকা থেকে আল আমিন: দেশের প্রধান ও ব্যস্ততম বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো...

আরও পড়ুন

এক চিকিৎসকের আট বছরের লড়াইয়ে বড় জয়, ভুয়ো ওআরএস-এর উপর নিষেধাজ্ঞা জারি করল FSSAI, আসল চিনবেন কী করে?

হায়দরাবাদের শিশু-রোগ বিশেষজ্ঞ ডা. শিবরঞ্জনী সন্তোষের দীর্ঘ লড়াইয়ের ফলে বড় পদক্ষেপ নিল FSSAI। WHO-র নির্ধারিত মান না মেনে ‘ORS’ নামে বিক্রি হওয়া পানীয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হল। শিশুদের জন্য বিপজ্জনক এই মিষ্টি পানীয় নিয়ে শুরু হয়েছিল তাঁর আইনি লড়াই প্রায় এক দশক আগে।

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।