Homeখবরদেশভেঙে পড়ল ভারতীয় বায়ু সেনার মিগ-২৯ যুদ্ধবিমান, নিরাপদে বেরিয়ে এলেন পাইলট

ভেঙে পড়ল ভারতীয় বায়ু সেনার মিগ-২৯ যুদ্ধবিমান, নিরাপদে বেরিয়ে এলেন পাইলট

প্রকাশিত

আগরায় ভারতীয় বিমান বাহিনীর মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত, তবে পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সফল!


আজ, সোমবার আগরার কাছে একটি রুটিন প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ল ভারতীয় বিমান বাহিনীর মিগ-২৯ যুদ্ধবিমান। জানা যায় একটি “সিস্টেম ত্রুটি”র সম্মুখীন হয়ে বিধ্বস্ত হয়েছে বিমানটি। পাইলট নিরাপদে অবতরণ করে বেঁচে গেছেন।

ভিজ্যুয়াল ফুটেজে দেখা যাচ্ছে, সঙ্গা গ্রামের একটি খোলা মাঠে বিমানটিতে আগুনে জ্বলছে এবং স্থানীয় মানুষ বিমানের আশেপাশে দাঁড়িয়ে আছেন। কয়েকজনকে ইজেকশন সিটের মতো একটি সরঞ্জাম ধরে থাকতে দেখা গেছে।

ভারতীয় বায়ু সেনা একটি বিবৃতিতে জানিয়েছে, “আজ আগরার কাছে একটি মিগ-২৯ বিমান রুটিন প্রশিক্ষণ চলাকালীন সিস্টেম ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে। মাটিতে প্রাণহানি বা সম্পত্তির ক্ষতি এড়াতে বিমানটি নির্দিষ্টভাবে চালিত করেন পাইলট। নিরাপদে বেরিয়ে আসেন তিনি। ঘটনার কারণ নির্ধারণে একটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।”

মিগ-২৯ যুদ্ধবিমান ন্যাটো কোড ‘ফুলক্রাম’ এবং ভারতীয় কোড ‘বাজ’ নামে পরিচিত। মূলত সোভিয়েত রাশিয়ার একটি এয়ার সুপিরিয়রিটি যুদ্ধবিমান। ১৯৮৭ সালে এটি আনুষ্ঠানিক ভাবে ভারতীয় বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হয়। এই মডেলটি তুলনামূলক ভাবে নিরাপদ রেকর্ড ধারণ করে চলেছে।

রিপোর্ট অনুযায়ী, বিধ্বস্ত বিমানটি মিগ-২৯ এর উন্নত সংস্করণ ছিল, এর নাম মিগ-২৯ ইউপিজি। গত দুই মাসে এটি দ্বিতীয় মিগ-২৯ দুর্ঘটনা। এর আগে সেপ্টেম্বর মাসে রাজস্থানের বড়মেড়ে রুটিন নাইট সোর্টির সময় একটি মিগ-২৯ কারিগরি সমস্যায় পড়ে বিধ্বস্ত হয়েছিল। সেবারও পাইলট নিরাপদে ইজেক্ট করেছিলেন।

মিগ-২৯ ইজেকশন সিট

মিগ-২৯ বিমানে “জভেজদা কে-৩৬ডি জিরো-জিরো” ইজেকশন সিট ব্যবহৃত হয়। এটি বিশ্বের অন্যতম উন্নত ইজেকশন সিট হিসেবে বিবেচিত হয় এবং এটি ভারতীয় বিমান বাহিনীর সু-৩০এমকেআই যুদ্ধবিমানেও ব্যবহার করা হয়।

এই ইজেকশন সিটগুলো শূন্য উচ্চতা বা শূন্য গতিতে পাইলটকে নিরাপদে বের করার জন্য ডিজাইন করা হয়েছে। এই জিরো-জিরো ক্ষমতাটি নিম্ন উচ্চতা বা কম গতিতে থাকা অবস্থায় বিমান দুর্ঘটনায় পাইলটদের নিরাপদে বের হতে সাহায্য করার জন্য উন্নত করা হয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

প্রিজারভেটিভ দেওয়া প্রসেসড খাবারে বাড়ছে ক্যানসারের ঝুঁকি! ব্রিটিশ মেডিক্যাল জার্নালের গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

প্রিজারভেটিভ মেশানো প্রসেসড খাবার ও পানীয় নিয়মিত খেলে ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে বাড়ে—ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত ফরাসি গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

ভারতে প্রথম! সরকারি হাসপাতালে সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক চালু গ্রেটার নয়ডায়

ভারতে প্রথমবার কোনও সরকারি হাসপাতালে চালু হল সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক। গ্রেটার নয়ডার GIMS-এ এই পরিষেবা প্রান্তিক মানুষের চিকিৎসায় নতুন দিগন্ত খুলবে।

আরও পড়ুন

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ ডেরেক, সময়সীমা বাড়ানোর আর্জি

বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সময়সীমা বাড়ানোর আর্জি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক পদ্ধতিগত অনিয়মের অভিযোগ।

কর্নাটকে প্রথম বার ধরা পড়ল বিরল ‘স্যান্ডালউড লেপার্ড’, ট্র্যাপ ক্যামেরায় চন্দনরঙা চিতাবাঘ

দক্ষিণ আফ্রিকা ও তাঞ্জানিয়ার পরে এবার কর্নাটকের বিজয়নগর জেলায় প্রথম বার দেখা মিলল বিরল চন্দনরঙা বা ‘স্যান্ডালউড লেপার্ড’-এর। জিনগত কারণেই লালচে গোলাপি রঙ, মত বিজ্ঞানীদের।

উমর খালিদের জামিন নাকচ: ‘এটাই বিকশিত ভারত—প্রতিবাদ করলেই জেল’, কংগ্রেসের তীব্র কটাক্ষ

দিল্লি দাঙ্গা মামলায় উমর খালিদ ও শারজিল ইমামের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট। পাঁচ অভিযুক্ত পেলেন জামিন। রায় ঘিরে কংগ্রেস-বিজেপির তীব্র প্রতিক্রিয়া।