Homeখবরদেশ২০২৪ আর্থিক বছরে সাড়ে ৪ কোটির বেশি কর্মসংস্থান তৈরি করেছে ভারত: আরবিআই...

২০২৪ আর্থিক বছরে সাড়ে ৪ কোটির বেশি কর্মসংস্থান তৈরি করেছে ভারত: আরবিআই রিপোর্ট

প্রকাশিত

কর্মসংস্থান নিয়ে কেন্দ্রের মোদী সরকারকে লাগাতার নিশানা করে চলেছে বিরোধীরা। তবে, এরই মধ্যে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের একটি রিপোর্টে কর্মসংস্থান নিয়ে যথেষ্ট ইতিবাচক দিক তুলে ধরা হল। সোমবার প্রকাশিত আরবিআই-এর ওই রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২৩-২৪ আর্থিক বছরে ভারতে ৪.৭ কোটি কর্মসংস্থান তৈরি করেছে। যা সমস্ত মহলের অনুমানের চেয়ে অনেকটাই বেশি।

গত ২০২২-২৩ আর্থিক বছরে ভারতে কর্মসংস্থানের হারে ৩.২ বৃদ্ধি ঘটেছিল। সেটাই ২০২৩-২৪ আর্থিক বছরে অনুমান করা হয়েছিল ৬ শতাংশ। শেষ আর্থিক বছরে কর্মসংস্থান বৃদ্ধির হার সেই অনুমানকেও ছাপিয়ে গিয়েছে। রিপোর্টে শিল্পের উৎপাদনশীলতা ও কর্মসংস্থানের পরিমাপ করা হয়েছে। প্রাপ্ত তথ্যগুলি ব্যবহার করে এই প্রথম বার কেন্দ্রীয় ব্যাঙ্ক আনুমানিক পরিসংখ্য়ানগুলির সমন্বয় করতে সক্ষম হয়েছে।

২৭টি বৃহত্তম শিল্প ক্ষেত্রের উৎপাদনশীলতা এবং সেখানে কর্মসংস্থানের আনুমানিক পরিসংখ্য়ান সংগ্রহের চেষ্টা করেছে আরবিআই। কৃষি,বনজ, মৎস্যচাষ, খনি, উৎপাদন ক্ষেত্র, বিদ্যুৎ, গ্যাস, জলসরবরাহ, নির্মাণ এবং পরিষেবার মতো ক্ষেত্রগুলি এতে অন্তর্ভুক্ত রয়েছে। এ ক্ষেত্রে এনএসও, এনএসএসও এবং এএসআই-এর মতো সংস্থাগুলির পরিসংখ্যান ব্যবহার করে এই রিপোর্ট তৈরি করা হয়েছে।

সর্বশেষ পাওয়া এই তথ্য সম্ভবত চাকরি নিয়ে বিতর্কে নতুন ইন্ধন যোগ করতে পারে। কারণ, সদ্য সমাপ্ত লোকসভা ভোটে প্রধান ইস্যুগুলির অন্যতম হিসাবে উঠে এসেছিল কর্মসংস্থানের বিষয়টি। বেশ কয়েকটি সমীক্ষা দেশে উচ্চ বেকারত্বের হারকে নির্দেশ করে আসছে। বিশেষ করে যুব সম্প্রদায়ের মধ্যে বেকারত্বের হার দুই অংকের সংখ্যা ধরে চলছে।

সম্প্রতি সিটি গ্রুপ ইন্ডিয়ার একটি রিপোর্টে ভারতে কর্মসসংস্থান নিয়ে যে পরিসংখ্যান পেশ করা হয়েছে, তা যথেষ্ট ভাবনার বিষয়। যেখানে বলা হয়েছে, ৭ শতাংশ অর্থনৈতিক বৃদ্ধিকে সঙ্গী করেও পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি করতে ভারতকে যথেষ্ট বেগ পেতে হবে। ওই রিপোর্টে আরও দাবি করা হয়েছে, আগামী এক দশকে ভারতকে বছরে ১.২ কোটি কর্মসংস্থান তৈরি করতে হবে। কিন্তু পরিস্থিতি যা বলছে, তাতে বৃদ্ধির হার শুধুমাত্র ৮০-৯০ লক্ষ কর্মসংস্থান তৈরিতে সহায়ক। ওই রিপোর্ট প্রকাশ্যে আসতে আসরে নেমেছে কেন্দ্রীয় শ্রমমন্ত্রক। বেসরকারি সংস্থার রিপোর্টের দাবি খণ্ডন করতে মন্ত্রক পাল্টা নিজস্ব অর্থনীতিবিদদের তৈরি রিপোর্টও পেশ করেছে।

একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, পিরিওডিক লেবার ফোর্স সার্ভে (পিএলএফএস) এবং আরবিআই-এর কেএলইএমএস তথ্য অনুসারে, ২০১৭-১৮ থেকে ২০২১-২২ পর্যন্ত আট কোটিরও বেশি কর্মসংস্থান তৈরি করেছে ভারত। অর্থাৎ, প্রতি বছর গড়ে দু’কোটির বেশি কর্মসংস্থান তৈরি হয়েছে। এরই মধ্যে ২০২০-২১ আর্থিক বছরে বিশ্ব জুড়ে কোভিড অতিমারি বহুমুখী ভাবে নেতিবাচক প্রভাব ফেলা সত্ত্বেও বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থান তৈরিতে উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

পিএলএফএস তথ্য অনুযায়ী, ২০১৭-১৮ সালে যেখানে বেকারত্বের হার ছিল ৬ শতাংশ, সেখানে ২০২২-২৩ সালে সেটা কমে হয়েছে ৩.২ শতাংশ। এটাই এখনও পর্যন্ত সর্বনিম্ন। ওই রিপোর্টে দাবি করা হয়েছে, গত পাঁচ বছরে শ্রমশক্তিতে যোগদানকারীদের সংখ্যার চেয়ে কর্মসংস্থান তৈরি হয়েছে বেশি। যে কারণে বেকারত্বের হার ধারাবাহিক ভাবে কমেছে। যদিও এ ধরনের দাবিকে নস্যাৎ করে দিয়ে কর্মসংস্থানের বাস্তব পরিস্থিতির দিকে তাকাতে বলছে বিরোধীরা।

আরও পড়ুন: টেক ইন্ডাস্ট্রিতে ব্যাপক ছাঁটাই, কী কারণে? জানাচ্ছেন সংস্থাগুলির সিইওরা 

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।