Home প্রযুক্তি অ্যামোলেড ডিসপ্লে ও অ্যালুমিনিয়াম বডিওয়ালা অত্যাধুনিক স্মার্টওয়াচ আনল ওয়ানপ্লাস

অ্যামোলেড ডিসপ্লে ও অ্যালুমিনিয়াম বডিওয়ালা অত্যাধুনিক স্মার্টওয়াচ আনল ওয়ানপ্লাস

0

ভারতীয় ক্রেতাদের কথা ভেবে ১.৪৩ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ও অ্যালুমিনিয়াম বডিযুক্ত হালকা ডিজাইনের ওয়াচ ২আর স্মার্টওয়াচ আনল ওয়ানপ্লাস সংস্থা। নয়া মডেলের স্মার্টওয়াচে পাওয়া যাবে ব্লুটুথ কলিংয়ের সুবিধা, জিপিএস এবং ১০০টির বেশি স্পোর্টস মোড।

ওয়ানপ্লাস ওয়াচ ২আর স্মার্টওয়াচের দাম ১৭,৯৯৯ টাকা। এটি ফরেস্ট গ্রিন এবং গান মেটাল গ্রে এই দুটি রঙে পাওয়া যাবে। ই-কমার্স সাইট অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা এবং ওয়ানপ্লাস স্টোর থেকে কেনা যাবে স্মার্টওয়াচ।

হালকা ওজনের ওয়ানপ্লাস ওয়াচ ২আর স্মার্টওয়াচটি স্ন্যাপড্রাগন ডব্লিউ ৫ প্রসেসর সহ ওয়েব ওএস দ্বারা চালিত। এই স্মার্টওয়াচে সরাসরি নোটিফিকেশন, মেসেজ দেখার পাশাপাশি সরাসরি কল করার সুবিধাও আছে। এতে আছে ৩২ জিবি স্টোরেজ, ফলে পছন্দমত মিউজিক ডাউনলোড করে রাখা যাবে। আবার চাইলে স্মার্টওয়াচটিকে ব্লুটুথের মাধ্যমে ইয়ারবাডের সঙ্গেও যুক্ত করা যাবে। এ ছাড়াও স্মার্টওয়াচে রয়েছে ইন্টিগ্রেটেড গুগল হেলথ কানেক্ট এবং স্ট্রাভা সিঙ্ক ফিটনেস ট্র্যাকার, যার মাধ্যমে ১০০টিরও বেশি স্পোর্টস মোড সাপোর্ট মিলবে। এর পাশাপাশি থাকছে জিপিএস কানেক্টর।

ওয়ানপ্লাস ওয়াচ ২ আর স্মার্টওয়াচে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৫০০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে ১০০ ঘন্টা পর্যন্ত স্মার্ট মোডে এবং ১২দিন পর্যন্ত পাওয়ার সেভার মোডে ঘড়িটিকে সক্রিয় রাখবে। ধুলোবালি, ঘাম, জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য এতে ৫ এটিএম এবং আইপি৬৮ রেটিং আছে।

আরও পড়ুন

খরচ বেড়েছে মোবাইলের, স্মার্টফোনের ডেটা ব্যবহার কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version