Homeখবরদেশভারত-চিন সীমান্তে টানাপোড়েন কমল, দীপাবলিতে মিষ্টি বিনিময়

ভারত-চিন সীমান্তে টানাপোড়েন কমল, দীপাবলিতে মিষ্টি বিনিময়

প্রকাশিত

ভারত ও চিনের মধ্যে পূর্ব লাদাখের দেপসাং ও দেমচক অঞ্চলে টানাপোড়েন অবশেষে সমাপ্ত হয়েছে। নির্ধারিত সময়সীমা মেনে দুই দেশের সেনাবাহিনী সম্পূর্ণভাবে সরে গিয়েছে বলে সেনা সূত্রে জানা গেছে। আজ, দীপাবলির দিন দুই দেশের সেনাদের মধ্যে মিষ্টি বিনিময়ের পরিকল্পনা রয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর সূত্র জানিয়েছে, বর্তমানে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (LAC) দুই দেশের সেনা বাহিনীর অবস্থান পরিবর্তনের বিষয়টি যাচাই করার কাজ চলছে। দ্রুতই এই অঞ্চলে নিয়মিত টহলদারি শুরু হবে এবং এর জন্য স্থল কমান্ডাররা বিশেষ পরিকল্পনা করবেন।

চিনের ভারতীয় রাষ্ট্রদূত সু ফেইহং কলকাতায় জানান, গত সপ্তাহে রাশিয়ায় ব্রিকস সম্মেলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। দুই নেতার মধ্যে গৃহীত সিদ্ধান্ত ভবিষ্যতে ভারত-চিন সম্পর্কের উন্নয়নের জন্য দিকনির্দেশ হিসেবে কাজ করবে।

সম্প্রতি কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল যে, পূর্ব লাদাখে টহলদারি সম্পর্কিত একটি সমঝোতা হয়েছে, যা ২০২০ সালে গালওয়ানের সংঘর্ষের পর শুরু হওয়া চার বছরের সামরিক অচলাবস্থা অবসানের দিকে নিয়ে যাবে।

তার পরেই চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান এক সাংবাদিক বৈঠকে বলেন, “সাম্প্রতিক সময়ে চিন এবং ভারত কূটনৈতিক ও সামরিক স্তরে সীমান্ত সম্পর্কিত বিষয়গুলো নিয়ে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছে। এখন উভয় পক্ষই প্রাসঙ্গিক বিষয়ে একটি সমাধান পেয়েছে, যা চিন অত্যন্ত মূল্যায়ন করে।”

তিনি আরও বলেন, আগামী দিনে ভারতকে সঙ্গে নিয়ে এই সমাধানগুলি কার্যকর করার জন্য কাজ করবে চিন। বিস্তারিত পড়ুন এখানে: লাদাখ সীমান্তে অচলাবস্থা কাটাতে ভারতের সঙ্গে চুক্তি, সত্যতা স্বীকার করল চিন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

অভিযানের বিরোধিতায় পাল্টা হাই কোর্টে আইপ্যাক কর্ণধারের পরিবার, নথি ছিনতাইয়ের অভিযোগে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে ইডি—শুক্রবার দু’টি মামলার শুনানির সম্ভাবনা

ইডি-র অভিযানের বিরোধিতায় পাল্টা কলকাতা হাই কোর্টে আইপ্যাক কর্ণধারের পরিবার। নথি ছিনতাইয়ের অভিযোগে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে ইডিও আদালতে। শুক্রবার দু’টি মামলার শুনানি হতে পারে।

আইপ্যাকের সল্টলেক দফতর ও কর্ণধারের বাড়িতে ইডি-র হানা, অভিযানস্থলে মুখ্যমন্ত্রী মমতা ও পুলিশ কমিশনার

সল্টলেকের সেক্টর ফাইভে আইপ্যাকের দফতর ও কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে ইডি-র তল্লাশি। কয়লাপাচার কাণ্ডের পুরনো মামলার সূত্রে এই অভিযান ঘিরে রাজ্য রাজনীতিতে জোর চাঞ্চল্য।

শুরু হচ্ছে সাবর্ণ রায়চৌধুরী পরিবার পর্ষদ আয়োজিত ২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসব

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস ও ঐতিহ্য প্রদর্শনী ২০২৬-এ বিশেষ আকর্ষণ ‘ফেমাস পিপল রেট্রোস্পেকটিভ’। দুর্লভ নথি ও স্মারকের মাধ্যমে তুলে ধরা হবে বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবন ও অবদান।

আইএসআই ক্যাম্পাসে গাছ কাটা নিয়ে বিতর্ক, কীসের ভিত্তিতে অনুমতি, তদন্তে নামল বন উন্নয়ন পর্ষদ

কলকাতার আইএসআই ক্যাম্পাসে একাধিক গাছ কাটার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক। কেন গাছ কাটা হল ও কী ভাবে অনুমতি মিলল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করল পশ্চিমবঙ্গ বন উন্নয়ন পর্ষদ।

আরও পড়ুন

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ ডেরেক, সময়সীমা বাড়ানোর আর্জি

বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সময়সীমা বাড়ানোর আর্জি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক পদ্ধতিগত অনিয়মের অভিযোগ।

কর্নাটকে প্রথম বার ধরা পড়ল বিরল ‘স্যান্ডালউড লেপার্ড’, ট্র্যাপ ক্যামেরায় চন্দনরঙা চিতাবাঘ

দক্ষিণ আফ্রিকা ও তাঞ্জানিয়ার পরে এবার কর্নাটকের বিজয়নগর জেলায় প্রথম বার দেখা মিলল বিরল চন্দনরঙা বা ‘স্যান্ডালউড লেপার্ড’-এর। জিনগত কারণেই লালচে গোলাপি রঙ, মত বিজ্ঞানীদের।

উমর খালিদের জামিন নাকচ: ‘এটাই বিকশিত ভারত—প্রতিবাদ করলেই জেল’, কংগ্রেসের তীব্র কটাক্ষ

দিল্লি দাঙ্গা মামলায় উমর খালিদ ও শারজিল ইমামের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট। পাঁচ অভিযুক্ত পেলেন জামিন। রায় ঘিরে কংগ্রেস-বিজেপির তীব্র প্রতিক্রিয়া।