Homeখবরদেশভারত-চিন সীমান্তে টানাপোড়েন কমল, দীপাবলিতে মিষ্টি বিনিময়

ভারত-চিন সীমান্তে টানাপোড়েন কমল, দীপাবলিতে মিষ্টি বিনিময়

প্রকাশিত

ভারত ও চিনের মধ্যে পূর্ব লাদাখের দেপসাং ও দেমচক অঞ্চলে টানাপোড়েন অবশেষে সমাপ্ত হয়েছে। নির্ধারিত সময়সীমা মেনে দুই দেশের সেনাবাহিনী সম্পূর্ণভাবে সরে গিয়েছে বলে সেনা সূত্রে জানা গেছে। আজ, দীপাবলির দিন দুই দেশের সেনাদের মধ্যে মিষ্টি বিনিময়ের পরিকল্পনা রয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর সূত্র জানিয়েছে, বর্তমানে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (LAC) দুই দেশের সেনা বাহিনীর অবস্থান পরিবর্তনের বিষয়টি যাচাই করার কাজ চলছে। দ্রুতই এই অঞ্চলে নিয়মিত টহলদারি শুরু হবে এবং এর জন্য স্থল কমান্ডাররা বিশেষ পরিকল্পনা করবেন।

চিনের ভারতীয় রাষ্ট্রদূত সু ফেইহং কলকাতায় জানান, গত সপ্তাহে রাশিয়ায় ব্রিকস সম্মেলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। দুই নেতার মধ্যে গৃহীত সিদ্ধান্ত ভবিষ্যতে ভারত-চিন সম্পর্কের উন্নয়নের জন্য দিকনির্দেশ হিসেবে কাজ করবে।

সম্প্রতি কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল যে, পূর্ব লাদাখে টহলদারি সম্পর্কিত একটি সমঝোতা হয়েছে, যা ২০২০ সালে গালওয়ানের সংঘর্ষের পর শুরু হওয়া চার বছরের সামরিক অচলাবস্থা অবসানের দিকে নিয়ে যাবে।

তার পরেই চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান এক সাংবাদিক বৈঠকে বলেন, “সাম্প্রতিক সময়ে চিন এবং ভারত কূটনৈতিক ও সামরিক স্তরে সীমান্ত সম্পর্কিত বিষয়গুলো নিয়ে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছে। এখন উভয় পক্ষই প্রাসঙ্গিক বিষয়ে একটি সমাধান পেয়েছে, যা চিন অত্যন্ত মূল্যায়ন করে।”

তিনি আরও বলেন, আগামী দিনে ভারতকে সঙ্গে নিয়ে এই সমাধানগুলি কার্যকর করার জন্য কাজ করবে চিন। বিস্তারিত পড়ুন এখানে: লাদাখ সীমান্তে অচলাবস্থা কাটাতে ভারতের সঙ্গে চুক্তি, সত্যতা স্বীকার করল চিন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

মুড়ি, চিঁড়ে, খই— দেশি খাবারেই লুকিয়ে স্বাস্থ্যরহস্য

বাঙালির প্রিয় মুড়ি, চিঁড়ে ও খই শুধু দেশি খাবার নয়, এগুলিতে আছে অসাধারণ পুষ্টিগুণ। ওজন নিয়ন্ত্রণ থেকে ক্যানসার প্রতিরোধ— জানুন এই তিন ঐতিহ্যবাহী খাবারের স্বাস্থ্য উপকারিতা।

নেলি হত্যাকাণ্ডের রিপোর্ট প্রকাশের সিদ্ধান্তে বিতর্ক: চার দশক পর নতুন করে উদ্বেগ ও আশঙ্কা

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: অসম সরকার ১৯৮৩ সালের ভয়াবহ নেলি গণহত্যার তিওয়ারি কমিশনের রিপোর্ট প্রকাশের...

আরও পড়ুন

নেলি হত্যাকাণ্ডের রিপোর্ট প্রকাশের সিদ্ধান্তে বিতর্ক: চার দশক পর নতুন করে উদ্বেগ ও আশঙ্কা

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: অসম সরকার ১৯৮৩ সালের ভয়াবহ নেলি গণহত্যার তিওয়ারি কমিশনের রিপোর্ট প্রকাশের...

অস্ত্র-সহ আলফা (স্বাধীন)-এর সদস্য গ্রেফতার, উদ্ধার আরপিজি ও বিপুল গোলাবারুদ

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: নিরাপত্তাবাহিনীর হাতে আবার ধরা পড়ল আলফা (স্বাধীন) সংগঠনের এক দুর্ধর্ষ ক্যাডার।...

চেরাপুঞ্জির বৃষ্টিতে প্রযুক্তির পাঠ: 5G ও 6G নেটওয়ার্ক উন্নয়নে এনআইটি–নেসাকের গবেষণা অভিযান

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: বিশ্বের সর্বাধিক বৃষ্টিপ্রবণ অঞ্চল সোহরায়, যা একসময় চেরাপুঞ্জি নামে পরিচিত ছিল,...