Homeখবরদেশ‘অন্তর্বর্তী সরকারের উচিত আত্মসমীক্ষা করা’, খাগড়াছড়ি হিংসায় ভারতের যোগ থাকার অভিযোগ উড়িয়ে...

‘অন্তর্বর্তী সরকারের উচিত আত্মসমীক্ষা করা’, খাগড়াছড়ি হিংসায় ভারতের যোগ থাকার অভিযোগ উড়িয়ে দিল দিল্লির

চট্টগ্রামের খাগড়াছড়ি জেলায় সহিংসতায় ভারতের যোগ থাকার অভিযোগ অস্বীকার করল নয়াদিল্লি। পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, অভিযোগগুলি মিথ্যা ও ভিত্তিহীন। অন্তর্বর্তী সরকারের উচিত স্থানীয় উগ্রবাদীদের বিরুদ্ধে তদন্ত করা।

প্রকাশিত

নয়াদিল্লি: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভিযোগকে তীব্রভাবে খারিজ করল ভারত। চট্টগ্রাম পার্বত্য অ়ঞ্চলের খাগড়াছড়ি জেলায় সাম্প্রতিক হিংসতার ঘটনায় ভারতের যোগ থাকার যে অভিযোগ উঠেছে, তাকে “মিথ্যা ও ভিত্তিহীন” বলে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।

শুক্রবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আমরা এই মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগগুলি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিজেদের দেশে আইনশৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হচ্ছে এবং নিয়মিতভাবেই দোষ চাপানোর চেষ্টা করে।”

তিনি আরও যোগ করেন, “স্থানীয় উগ্রপন্থীরা সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা, অগ্নিসংযোগ এবং জমি দখলের মতো কাজে যুক্ত। অন্তর্বর্তী সরকারের উচিত আত্মসমীক্ষা করা এবং এদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত চালানো।”

বাংলাদেশের অভিযোগ

গত সোমবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দাবি করেছিলেন, খাগড়াছড়ির হিংসাকে উসকে দিতে কিছু পক্ষ কাজ করছে। তিনি অভিযোগ করেছিলেন, এই ঘটনার পেছনে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের যোগ থাকতে পারে। যদিও তাঁর বক্তব্যের পক্ষে কোনও প্রমাণ দেননি।

চৌধুরীর দাবি,“একটি গোষ্ঠী দুর্গাপুজোর শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে চক্রান্ত করছে। খাগড়াছড়ির ঘটনাও সেই প্রচেষ্টার অংশ।”

হিংসার পটভূমি

গত রবিবার খাগড়াছড়ি জেলায় আদিবাসী জনগোষ্ঠী এবং বাঙালি সেটলারদের মধ্যে সংঘর্ষ হয়। এর সূত্রপাত একটি অভিযোগ থেকে— এক আদিবাসী কন্যার গণধর্ষণের ঘটনায় প্রতিবাদ চলছিল। ওই সংঘর্ষে অন্তত ৩ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হন।

বাংলাদেশি সংবাদমাধ্যম প্রথম আলো জানিয়েছে, নিহত তিনজনই আদিবাসী সম্প্রদায়ের বাসিন্দা। তারা গুইমারা এলাকায় মারা যান, যা খাগড়াছড়ি শহর থেকে প্রায় ৩৬ কিলোমিটার দক্ষিণে। সহিংসতা জেলা সদর ছাড়িয়ে বিস্তৃত হয়েছে বলেও জানা গেছে।

ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, খাগড়াছড়ির সহিংসতায় তাদের কোনও ভূমিকা নেই। দিল্লির মতে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উচিত বাস্তব পরিস্থিতি সামাল দেওয়া এবং স্থানীয় উগ্রবাদীদের দমন করা। অন্যদিকে ঢাকার অভিযোগ, দুর্গাপুজোর সময়ে অশান্তি তৈরির জন্যই এই সহিংসতা উসকে দেওয়া হয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: নিউজিল্যান্ডের কাছে দুরমুশ হল বাংলাদেশ, ১০০ রানে হার

নিউজিল্যান্ড: ২২৭-৯ (ব্রুক হ্যালিডে ৬৯, সোফি ডিভাইন ৬৩, রাবেয়া খান ৩-৩০) বাংলাদেশ: ১২৭ (৩৯.৫ ওভার)...

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ২য় টেস্ট: যশস্বীর সেঞ্চুরি, হাতছাড়া সুদর্শনের, বড়ো রানের দিকে শুভমনরা

ভারত: ৩১৮-২ (যশস্বী জয়সওয়াল ১৭৩ নট আউট, সাই সুদর্শন ৮৭, জোমেল ওয়ারিকান ২-৬০) দিল্লি: সারাদিন...

‘কান্তারা: চ্যাপ্টার ১’ ঝড়! প্রথম সপ্তাহেই আয় ৫০৯ কোটি, আইএমডিবি র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে ঋষভ শেট্টি

ঋষভ শেট্টির বহুল প্রতীক্ষিত ছবি ‘কান্তারা: চ্যাপ্টার ১’ মুক্তির পর প্রথম সপ্তাহেই বক্স অফিসে...

রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস

দক্ষিণবঙ্গে এখনও সক্রিয় বর্ষা। রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা কলকাতা-সহ একাধিক জেলায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় কমলা সতর্কতা জারি।

আরও পড়ুন

‘ক্লাস নাইনে নয়, আরও আগে থেকেই যৌন শিক্ষা জরুরি’— গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

শিশুদের জন্য ক্লাস নাইনের পর নয়, বরং আরও অল্প বয়স থেকেই যৌন শিক্ষা চালুর পরামর্শ সুপ্রিম কোর্টের। কৈশোরে হরমোনজনিত পরিবর্তন সম্পর্কে সচেতন করাই লক্ষ্য, জানাল আদালত।

বিহার নির্বাচনে প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ পিকের দলের! নাম নেই কিশোরের, তবে রয়েছে চমক

বিহার নির্বাচনের আগে জন সুরাজ পার্টির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করলেন প্রশান্ত কিশোর। তালিকায় গণিতবিদ কেসি সিন্‌হা, প্রাক্তন আমলা, পুলিশ অফিসার ও চিকিৎসকসহ ৫১ জন প্রার্থী। এখনই নিজের নাম ঘোষণা করলেন না প্রশান্ত কিশোর।

এআই–চালিত পদ্মফুলের মতো ভাসমান টার্মিনাল! নভি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

দীর্ঘ প্রতীক্ষার অবসান! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করলেন নভি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর (NMIA)। প্রথম ধাপে বছরে ২ কোটি যাত্রী পরিবহনের লক্ষ্য, ২০৩৬ সালের মধ্যে ৯ কোটি যাত্রী সক্ষমতা—ভারতের বিমান চলাচলে নতুন অধ্যায়।