Homeখবরদেশভারত চাঁদে, সারা দেশ আনন্দে উদ্বেল, জয়ধ্বনিতে উত্তাল

ভারত চাঁদে, সারা দেশ আনন্দে উদ্বেল, জয়ধ্বনিতে উত্তাল

প্রকাশিত

বেঙ্গালুরু: টানটান প্রতীক্ষার অবসান। অবশেষে চাঁদের মাটিতে পা রাখল চন্দ্রযান ৩। পরিকল্পনামাফিক বুধবার নির্দিষ্ট সময়েই চাঁদের দক্ষিণ মেরুর মাটি ছুঁল ভারতীয় মহাকাশযান। এর আগে কোনো দেশই চাঁদের দক্ষিণ মেরুতে অভিযান চালায়নি। এই সফল অভিযানে মহাকাশ-শক্তি (space power) হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চিনের পরেই ভারত স্বীকৃতি পেল।

এই চন্দ্র-অভিযান নিয়ে উত্তেজনা ও আগ্রহের পাশাপাশি উদ্বেগ ও উৎকণ্ঠাও যথেষ্ট ছিল। বিশেষ করে মাত্র চার দিন আগে রাশিয়ার চন্দ্র-অভিযান ব্যর্থ হওয়ার পরে ভারতের অভিযান নিয়ে সাধারণ মানুষ বেশ উদ্বেগে ছিল। রাশিয়ার মহাকাশযান লুনা ২৫ ভেঙে পড়ার পর ভারতের এই সাফল্য বিশেষ গুরুত্বপূর্ণ।

ভারতের এই অভাবনীয় সাফল্যকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘ব্রিক্স’-এর শীর্ষ সম্মেলনে যোগ দিতে মোদী এখন দক্ষিণ আফ্রিকায় আছেন। সেখানে বসেই তিনি চন্দ্রযান ৩-এর অভিযান প্রত্যক্ষ করেন। চাঁদের মাটিতে চন্দ্রযান ৩ নামার পরেই তিনি ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে বলেন, “এই মুহূর্তটি কখনও ভোলা যাবে না। এটা অভূতপূর্ব। এটা নতুন ভারতের এক জয়ধ্বনি।”

চন্দ্রযান ৩ চাঁদের মাটি ছুঁতেই উল্লাস। ছবি: রাজীব বসু।

বুধবার বিকেল থেকেই ইসরো-সহ দেশের বিভিন্ন বিজ্ঞান গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী থেকে শুরু করে স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা, অফিসকর্মী মায় সাধারণ মানুষ পর্যন্ত টিভির দিকে চোখ রেখে বসেছিলেন। ‘চন্দ্রযান ৩’ চাঁদের মাটির স্পর্শ করতেই আনন্দে সবাই চিৎকার করে ওঠেন। অনেকেই উত্তেজনায় নাচানাচি শুরু করে দেন। বহু মানুষ জাতীয় পতাকা নাড়তে থাকেন।

ইসরোর বিজ্ঞানী আর কর্মীরা হাততালি দিয়ে ওঠেন। একে অপরকে জড়িয়ে ধরেন। রাস্তাঘাটে শুরু হয়ে যায় নাচানাচি। শুরু হয় বাজি ফাটানো। সারা দেশ যেন এক উৎসবে মেতে ওঠে।

‘চন্দ্রযান ৩’ চাঁদে নামতেই ইসরোর প্রধান এস সোমনাথ বলেন, “ভারত চাঁদে।” তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চিনের পরেই ভারতই হল চতুর্থ দেশ যারা সাফল্যজনক ভাবে চাঁদের মাটিতে মহাকাশযান নামাতে পারল।

এটা ছিল ভারতের দ্বিতীয় চন্দ্র-অভিযান। এর আগে ২০১৯-এ ইসরোর ‘চন্দ্রযান ২’ মহাকাশযানকে চাঁদের কাছাকাছি কক্ষপথে স্থাপন করা গেলেও তার ল্যান্ডার ভেঙে পড়ে। ফলে সেই অভিযান ব্যর্থ হয়।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভারতে এল এআই ফিচার সহ স্যামসাঙের Galaxy Tab S10, দাম কত থেকে শুরু?

স্যামসাঙ লঞ্চ করল নতুন Galaxy Tab S10 Lite। 6GB/8GB RAM, বড়ো ডিসপ্লে, 8,000mAh ব্যাটারি, S Pen ও AI ফিচার সহ মিলবে এই ট্যাবলেট। দাম ২০-২২ হাজার টাকার মধ্যে।

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।