Homeখবরদেশনৌবহরকে শক্তিশালী করতে চতুর্থ পারমাণবিক সাবমেরিন চালু করল ভারত

নৌবহরকে শক্তিশালী করতে চতুর্থ পারমাণবিক সাবমেরিন চালু করল ভারত

প্রকাশিত

নৌবহরকে আরও শক্তিশালী করতে চতুর্থ পারমাণবিক শক্তি চালিত ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন চালু করল ভারত। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বিশাখাপত্তনমের শিপ বিল্ডিং সেন্টারে (SBC) এই সাবমেরিনটি চালু করেন। নতুন এই সাবমেরিনের ৭৫ শতাংশ দেশীয় প্রযুক্তিতে নির্মিত হয়েছে। বর্তমানে এই নতুন সাবমেরিনের নাম রাখা হয়েছে এস ফোর।

এই সাবমেরিন ভারতকে পারমাণবিক প্রতিরক্ষা সরবরাহ করবে এবং দেশের বিশাল উপকূলীয় এলাকা সুরক্ষিত রাখতে সাহায্য করবে। প্রতিরক্ষা মন্ত্রী ১৬ অক্টোবর সাবমেরিন প্রকল্পের উদ্বোধন করেন। ও দিকে তৃতীয় পারমাণবিক চালিত সাবমেরিন INS Aridhaman-এর নির্মাণ কাজও চলছে।

প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে এবং যে কোনও পূর্বানুমানযোগ্য বা অপ্রত্যাশিত শত্রুতার মোকাবিলা করতে ধারাবাহিকভাবে নিজের অস্ত্রভাণ্ডার উন্নত করছে ভারত। এটি ভারতীয় নৌবাহিনীর সাবমেরিন বাহিনীর ক্রমবর্ধমান শক্তির একটি অংশ। এর আগে দুটি পারমাণবিক সাবমেরিন INS Arihant এবং INS Arighaat নৌবহরে যুক্ত হয়েছে। INS Arighat এই বছরের আগস্ট মাসে নৌবহরে অন্তর্ভুক্ত হয়। INS Aridhaman আগামী বছর কমিশন করা হবে বলে আশা করা হচ্ছে।

সদ্য চালু হওয়া এস৪* এসএসবিএন ৩,৫০০ কিলোমিটার পরিসীমা কে-৪ পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত, যা উল্লম্ব লঞ্চিং সিস্টেমের মাধ্যমে নিক্ষেপ করা যায়। আইএনএস অরিহন্ত ৭৫০ কিলোমিটার পাল্লার কে-১৫ পরমাণু ক্ষেপণাস্ত্র বহন করলেও এর উত্তরসূরিরা সকলেই আগেরগুলোর আপগ্রেড এবং কেবল কে-৪ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহন করে। আইএনএস অরিহন্ত এবং আইএনএস আরিঘাত উভয়ই ইতিমধ্যে গভীর সমুদ্রে টহল দিচ্ছে এবং রাশিয়ান আকুলা শ্রেণির একটি পারমাণবিক চালিত আক্রমণকারী সাবমেরিন ২০২৮ সালে লিজে বাহিনীতে যোগ দিতে প্রস্তুত।

গত ৯ অক্টোবর, ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি (CCS) দুটি নতুন পারমাণবিক শক্তি চালিত আক্রমণকারী সাবমেরিন তৈরির জন্য অনুমোদন দিয়েছে, যা ইন্দো-প্যাসিফিক অঞ্চলের প্রতিরক্ষা পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হবে।

সংশ্লিষ্ট মহলের মতে, নিজের সামরিক শক্তি বাড়াতে উদ্যোগী ভারত। যে কারণে প্রতিরক্ষার ক্ষেত্রে ক্রমবর্ধমান বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপগুলি নেওয়া হচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

স্বামীজির জন্মদিনের পুণ্য প্রভাতে বালির ইটভাটার শ্রমিকদের হাতে কম্বল তুলে দিল ‘গড়িয়া সহমর্মী সোসাইটি’

সুব্রত গোস্বামী ১২ জানুয়ারি বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী, ভারতমায়ের অমৃতসন্তান স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী পালিত হল।...

বায়ুদূষণ ও স্মার্টফোনে বাড়ছে শিশুদের অ্যাংজাইটি ঝুঁকি

শীত বাড়তেই বায়ুদূষণের প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে। নয়াদিল্লির এইমস ও সিঙ্গাপুরের গবেষণায় উঠে এসেছে, দূষিত বাতাস ও ছোট বয়সে স্মার্টফোন ব্যবহারে শিশুদের অ্যাংজাইটি ও প্যানিক অ্যাটাকের ঝুঁকি বাড়ছে।

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

আরও পড়ুন

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ ডেরেক, সময়সীমা বাড়ানোর আর্জি

বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সময়সীমা বাড়ানোর আর্জি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক পদ্ধতিগত অনিয়মের অভিযোগ।

কর্নাটকে প্রথম বার ধরা পড়ল বিরল ‘স্যান্ডালউড লেপার্ড’, ট্র্যাপ ক্যামেরায় চন্দনরঙা চিতাবাঘ

দক্ষিণ আফ্রিকা ও তাঞ্জানিয়ার পরে এবার কর্নাটকের বিজয়নগর জেলায় প্রথম বার দেখা মিলল বিরল চন্দনরঙা বা ‘স্যান্ডালউড লেপার্ড’-এর। জিনগত কারণেই লালচে গোলাপি রঙ, মত বিজ্ঞানীদের।

উমর খালিদের জামিন নাকচ: ‘এটাই বিকশিত ভারত—প্রতিবাদ করলেই জেল’, কংগ্রেসের তীব্র কটাক্ষ

দিল্লি দাঙ্গা মামলায় উমর খালিদ ও শারজিল ইমামের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট। পাঁচ অভিযুক্ত পেলেন জামিন। রায় ঘিরে কংগ্রেস-বিজেপির তীব্র প্রতিক্রিয়া।