Homeখবরদেশ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড আক্রান্ত ৮৪১, বর্ষবরণের আবহে ২২৭ দিনে সর্বোচ্চ

২৪ ঘণ্টায় নতুন করে কোভিড আক্রান্ত ৮৪১, বর্ষবরণের আবহে ২২৭ দিনে সর্বোচ্চ

প্রকাশিত

ইংরেজি বছর শেষ হতে আর কয়েক ঘণ্টা বাকি। প্রস্তুতি প্রায় শেষলগ্নে বর্ষবরণের। এরই মধ্যে নতুন করে করোনা সংক্রমণ আবারও বাড়ছে। শেষ ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিতের সংখ্যা ৮৪১। যা শেষ ২২৭ দিনের মধ্যে সর্বোচ্চ।

স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে রবিবার দেশ জুড়ে কোভিড -১৯ আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ৪ হাজার ৩০৯-এ পৌঁছে গেছে। সকাল ৮টায় প্রকাশিত মন্ত্রকের তথ্য অনুসারে গত ২৪ ঘণ্টায়, দেশে তিনজন কোভিডরোগীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যেগুলি কেরল, কর্নাটক এবং বিহারে ঘটেছে।

এ দিন নতুন করে করোনা সংক্রমণের সংখ্যা শেষ ২২৭ দিনের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে, গত ১৯ মে ৮৬৫টি সংক্রমণ রেকর্ড করা হয়েছিল। উল্লেখযোগ্য ভাবে, গত ৫ ডিসেম্বরের আগে পর্যন্ত দৈনিক সংক্রমণ এক অঙ্কের সংখ্যাতেই ছিল। তার পর থেকে দৈনিক সংক্রমণ ক্রমশ বেড়েছে।

এরই মধ্যে চিন্তার বিষয় হল এ বার বাজারে এসেছে করোনার একটি নতুন প্রজাতি জেএন ডট ওয়ান। গত ২৮ ডিসেম্বর পর্যন্ত নতুন এই প্রজাতির করোনায় আক্রান্ত হয়েছেন ১৪৫ জন। এই নতুন প্রজাতিটি প্রথম ধরা পড়ে কেরলে। তবে ভালো খবর হলে এই নতুন প্রজাতির আক্রমণ থেকে মুক্তির হার ৯৮.৮১ শতাংশ।

বছরের শেষ দিনে দেশের বিভিন্ন দর্শনীয় জায়গায় ভিড় করে মানুষ। বর্ষবরণ এবং নতুন বছরের শুরুতে দেশজুড়ে ফেস্টিভ মুড। ক্লাব, পাব থেকে শুরু করে বিভিন্ন বিনোদন স্থানগুলিতে উপচে পড়ে ভিড়। পর্যটক গিজগিজ করছে ট্যুরিস্ট স্পটগুলিতেও। ফলে আগামী দু’দিন ভিড় স্থানগুলিতে সতর্কতা অবলম্বন করতে বলছেন বিশেষজ্ঞরা।

চিকিৎসকেরা মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারে জোর দিচ্ছেন। বিশেষত, বর্ষবরণের আনন্দে গা ভাসানো জনতাকে মাস্ক ব্যবহারে পরামর্শ দেওয়া হয়েছে। সংক্রমণ ঠেকাতে কড়া নজরদারিও চালাতে বলা হয়েছে প্রত্যেক রাজ্যের সরকারকে।

আরও পড়ুন: বাংলায় প্রতি আসনে একজন ইনচার্জ, লোকসভা নির্বাচনে নয়া কৌশল বিজেপির

সাম্প্রতিকতম

মধ্যপ্রাচ্যে ক্রমশই উত্তেজনা বাড়ছে, প্যারিসে গুরুত্বপূর্ণ বৈঠকে মার্কিন বিদেশমন্ত্রী ব্লিঙ্কেন

মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন প্যারিসে পৌঁছেছেন। যেখানে তিনি ফ্রান্সের আয়োজিত মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে এক...

এশিয়ার সেরা ফোটোজেনিক পর্যটনস্থলগুলির মধ্যে জায়গা করে নিল তাজমহল ও হাম্পি  

খবর অনলাইন ডেস্ক: ক্যামেরাবন্দি করার মতো দৃশ্য চারিপাশে অনেক। এসব স্থান শুধু সাংস্কৃতিক ও...

১ ডিসেম্বর সিবিএসই-র সিটেট পরীক্ষা, অনলাইনে আবেদন কবে পর্যন্ত

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ স্কুলে শিক্ষকতার চাকরি করবেন বলে স্বপ্ন দেখেন? রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর।...

৪২ দিনের কর্মবিরতি তুলে নিলেন জুনিয়র ডাক্তারেরা, তবে আন্দোলন চলবে

আরজি করের ঘটনার পর ৪২ দিনের কর্মবিরতি শেষে জুনিয়র ডাক্তারেরা আপাতত কাজে ফিরলেও তাঁদের আন্দোলন চলবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নবান্নে মুখ্যসচিবের চিঠিতে সন্তুষ্ট জুনিয়র চিকিৎসকেরা।

আরও পড়ুন

মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে ২,১০০ টাকা! হরিয়ানা ভোটে বড় প্রতিশ্রুতি বিজেপির

নয়াদিল্লি: আগামী ৫ অক্টোবর হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে নিজের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে বিজেপি৷...

চটি পরে ইমার্জেন্সিতে! বাইরে খুলে আসতে বলায় হাসপাতালের চিকিৎসকের উপর হামলা, দেখুন ভিডিয়োয়

গুজরাতের ভাবনগরের সিহোরে একটি বেসরকারি হাসপাতালে এক চিকিৎসককে মারধরের অভিযোগে গ্রেফতার তিন। শনিবার...

পুজোর মরশুমে বড় স্বস্তি! নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে লাগাম, আশ্বাস কেন্দ্রের

আসন্ন উৎসবের সময়ে প্রয়োজনীয় পণ্যের দামে কোনো বৃদ্ধি হবে না বলে কেন্দ্রীয় সরকারের আশ্বাস।...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?