Homeখবরদেশ'সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর, আপসহীন অবস্থান বজায় থাকবে', ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির পর বার্তা জয়শঙ্করের

‘সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর, আপসহীন অবস্থান বজায় থাকবে’, ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির পর বার্তা জয়শঙ্করের

প্রকাশিত

ভারত ও পাকিস্তানের মধ্যে টানা কয়েকদিন ধরে চলা মিসাইল, ড্রোন ও গোলাগুলির লড়াইয়ের অবসান ঘটিয়ে শনিবার বিকেল ৫টা থেকে সম্পূর্ণ যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘোষণার ঠিক পরেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কড়া বার্তা দেন সন্ত্রাসের মদতদাতাদের উদ্দেশে—”সন্ত্রাসবাদকে কোনওভাবেই মেনে নেওয়া হবে না। ভারত বরাবরই সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও সেই অবস্থান বজায় থাকবে।”

এক্স-এ (পূর্বতন টুইটার) করা পোস্টে তিনি জানান, ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক অভিযানের অবসানে একটি বোঝাপড়ায় পৌঁছানো হয়েছে। একই বার্তা প্রতিধ্বনিত হয়েছে সরকারের তরফে জারি হওয়া ব্রিফিংয়েও—”আমরা সদা সতর্ক এবং সম্পূর্ণ প্রস্তুত। দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।”

ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার ব্যোমিকা সিংহ বলেন, “পাকিস্তানের প্রতিটি দুঃসাহসিকতার জবাব শক্তভাবে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও যেকোনও রকম উত্তেজনার মোকাবিলায় আমরা প্রস্তুত। জাতির সুরক্ষার স্বার্থে প্রয়োজন হলে সমস্তরকম সামরিক পদক্ষেপ নিতে আমরা সক্ষম।”

যুদ্ধবিরতির বিষয়ে সরকারের প্রথম আনুষ্ঠানিক ঘোষণা দেন বিদেশসচিব বিক্রম মিশ্রী। তিনি জানান, ভারত ও পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস (DGMO)-এর মধ্যে দুপুর ৩.৩০ টায় টেলিফোনে আলোচনা হয় এবং তারা স্থল, আকাশ ও জলপথে সব ধরনের গুলি চালানো ও সামরিক পদক্ষেপ বন্ধ করতে সম্মত হন। এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে আজ বিকেল ৫টা থেকে। আগামী সোমবার দুপুর ১২টায় ফের একবার দুই দেশের DGMO-এর মধ্যে আলোচনা হবে।

যদিও এই যুদ্ধবিরতির ঘোষণা আরও আকস্মিক মোড় নেয়, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক এক্স-পোস্টে জানান, এই চুক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করেছে এবং “এক দীর্ঘ রাতের আলোচনা”-র পর এই ফল মিলেছে।

তবে এই অবস্থান ছিল মার্কিন সরকারের আগের বক্তব্যের সম্পূর্ণ বিপরীত। মাত্র একদিন আগেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছিলেন, “এই যুদ্ধ আমাদের বিষয় নয়। আমেরিকা ভারতকে অস্ত্র নামাতে বলতে পারে না, পাকিস্তানকেও নয়। আমরা কূটনৈতিকভাবে বিষয়টি মেটানোর চেষ্টা চালিয়ে যাব, কিন্তু সরাসরি হস্তক্ষেপ করব না।”

এই পরিস্থিতিতে শান্তি প্রক্রিয়ার সূচনা হলেও ভবিষ্যতে সন্ত্রাস, সীমান্ত উত্তেজনা ও আন্তর্জাতিক কূটনীতি কোন পথে যাবে, তা এখন সময়ই বলবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কয়েক জেলায় সতর্কতা জারি।

ভারতে এল এআই ফিচার সহ স্যামসাঙের Galaxy Tab S10, দাম কত থেকে শুরু?

স্যামসাঙ লঞ্চ করল নতুন Galaxy Tab S10 Lite। 6GB/8GB RAM, বড়ো ডিসপ্লে, 8,000mAh ব্যাটারি, S Pen ও AI ফিচার সহ মিলবে এই ট্যাবলেট। দাম ২০-২২ হাজার টাকার মধ্যে।

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।