নয়াদিল্লি: ফের এক বার ভারতে উদ্বেগ বাড়াচ্ছে কোভিড -১৯ সংক্রমণ। দীর্ঘদিন পরে দেশে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা ১১ হাজারের গণ্ডি পার করল। তবে বিশেষজ্ঞদের মতে, এখনই আতঙ্কিত হওয়ার মতো কোনো কারণ না থাকলেও সতর্ক হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে পুরোমাত্রায়।
করোনা পরিসংখ্যান
শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত তথ্য অনুয়ায়ী, শেষ ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিতের সংখ্যা ১১ হাজার ১০৯। বৃহস্পতিবার সংক্রমিতের সংখ্যা ছিল ১০ হাজার ১৫৮ এবং বুধবার ৭ হাজার ৮৩০। এই নিয়ে টানা পাঁচ দিন বাড়ল নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা। সঙ্গে ধাক্কায় অনেকটাই বাড়ল সক্রিয় কোভিডরোগী। এখন সারা দেশের মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪৯ হাজার।
মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত মোট ৪,৪২,১৬,৫৮৩ জন সুস্থ হয়েছেন এবং সুস্থতার হার ৯৮.৭১ শতাংশ। এ ছাড়াও, শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৯ জন কোভিডরোগীর। ফলে এই রোগের কারণে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫,৩১,০৬৪। স্বাস্থ্যমন্ত্রকের মতে, মৃত্যুর হার দাঁড়িয়েছে ১.১৯ শতাংশে।
জোর টিকাকরণে
দেশে এখন পর্যন্ত ২২০ কোটি ৬৬ লক্ষের ২৫ হাজার ১২০-র বেশি ডোজ করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে।
বিমানে মাস্ক পরার পরামর্শ
পরিস্থিতি মোকাবিলায়বিমান যাত্রীদের মাস্ক পরার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার। অসামরিক বিমান চলাচল মন্ত্রকের প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত জেনারেল ভিকে সিং রাজ্যসভায় বলেন, বিমান ভ্রমণের জন্য মাস্ক বাধ্যতামূলক করার কোনো পরিকল্পনা সরকারের নেই, তবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের জারি করা ‘আন্তর্জাতিক আগমনের জন্য নির্দেশিকা’ (Guidelines for International Arrivals) কার্যকর রয়েছে। ওই নির্দেশিকাটি গত ১০ ফেব্রুয়ারি আপডেট করা হয়েছিল। তখনই সেখানে বিমান যাত্রীদের উদ্দেশে মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: আজই ৪১-এ কলকাতার তাপমাত্রা? জেলায় জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা