Homeখবরদেশ৮ বছরে সর্বনিম্ন খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি, কেন্দ্র তথ্য দিলেও বাস্তব কি তাই বলছে?

৮ বছরে সর্বনিম্ন খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি, কেন্দ্র তথ্য দিলেও বাস্তব কি তাই বলছে?

প্রকাশিত

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) জন্য স্বস্তির খবর—জুলাই মাসে দেশের খুচরো মূল্যসূচক বা কনজিউমার প্রাইস ইনডেক্স (সিপিআই) নেমে দাঁড়িয়েছে ১.৫৫ শতাংশে। মঙ্গলবার প্রকাশিত কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের (MoSPI) তথ্য অনুযায়ী, এটি গত আট বছরের মধ্যে সর্বনিম্ন এবং বর্তমান সিপিআই সিরিজে দ্বিতীয়-সর্বনিম্ন রেকর্ড। এর আগে ২০১৭ সালের জুনে এই হার ছিল ১.৪৬ শতাংশ।

খাদ্যদ্রব্যের দামে বার্ষিক ভিত্তিতে বড় পতন এবং অনুকূল বেস ইফেক্ট এই পতনের প্রধান কারণ। জুনে সিপিআই ছিল ২.১ শতাংশ। টানা নবম মাসে সিপিআই কমেছে এবং এবার প্রথমবার ২০১৯ সালের জানুয়ারির পর আরবিআইয়ের ২-৬ শতাংশ লক্ষ্যমাত্রার নীচে নেমে এসেছে। অর্থনীতিবিদদের মতে, এই পরিস্থিতি সুদের হার আরও কমানোর সুযোগ তৈরি করতে পারে।

কেন্দ্রের তথ্য অনুসারে, জুলাইয়ে খাদ্য মূল্যবৃদ্ধি নেমে হয়েছে ১.৭৬ শতাংশ, যা ২০১৯ সালের জানুয়ারির পর সর্বনিম্ন। সবজির দাম বছরে তুলনায় ২০.৬৯ শতাংশ কমেছে, যদিও মাসিক হিসাবে (জুন থেকে জুলাই) সবজির দাম ১১.৬ শতাংশ বেড়েছে এবং ফলের দাম বেড়েছে ২.৮ শতাংশ। ভোজ্য তেল (২ শতাংশ) ও ডিমের (১.৮ শতাংশ) দামও মাসিক ভিত্তিতে বেড়েছে।

অ-খাদ্য পণ্যের মধ্যে মাসিক মূল্যবৃদ্ধি ছিল তুলনামূলকভাবে কম। পোশাক ও জুতোর দাম বেড়েছে ০.২ শতাংশ, বাড়িভাড়ায় বৃদ্ধি ০.৫ শতাংশ, জ্বালানির দাম সামান্য কমেছে ০.১ শতাংশ।

গ্রামীণ অঞ্চলে জুলাইয়ে খুচরো মূল্যবৃদ্ধি নেমে দাঁড়িয়েছে ১.১৮ শতাংশে—এখন পর্যন্ত সর্বনিম্ন। শহুরে এলাকায় এই হার ২.০৫ শতাংশ, যা ইতিহাসে দ্বিতীয়-সর্বনিম্ন। বিশেষজ্ঞদের মতে, ভালো বৃষ্টিপাতের ফলে গ্রামীণ চাহিদা বাড়ছে এবং তা দেশের অর্থনীতিকে বাড়তি গতি দেবে।

মূল্যবৃদ্ধির এই পতনের সঙ্গে সঙ্গেই মূল মুদ্রস্ফীতি (খাদ্য ও জ্বালানি বাদে) জুলাইয়ে নেমে এসেছে ৪.১ শতাংশে, যা জুনে ছিল ৪.৪ শতাংশ। ‘শিক্ষা’ ও ‘ব্যক্তিগত যত্ন’-এর মতো ক্ষেত্রে দামের ধীরগতি কোর ইনফ্লেশন কমাতে সহায়ক হয়েছে। তবে সোনার দামের ধারাবাহিক বৃদ্ধি এখনও কোর ইনফ্লেশনে চাপ সৃষ্টি করছে—জুলাইয়ে সোনার দাম বার্ষিক ভিত্তিতে ৩৬ শতাংশ বেশি ছিল।

তবে সাধারণ ক্রেতার মতে, সরকার তথ্য সঙ্গে বাস্তবটা বিস্তর ফারাক। সবজির বাজারে গেলে দামের আগুনে ছেঁকা লাগছে হাতে। আলুর দাম কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও বেগুন, পটল, ঢেঁড়শ সহ অন্যান্য সবজির দাম প্রায় আকাশ ছোঁয়া। বর্ষার অজুহাত দেখিয়ে বাড়তি দাম নেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন তারা। গত জুন মাস থেকেই এই দাম বাড়তে শুরু করেছে।

যদিও কেন্দ্রের এই তথ্য-পরিসংখ্যান গত কয়েক মাসের। সেই সমময় কিছুটা হলেও বাজারে সবজির দাম নিয়ন্ত্রণে ছিল।

আরও পড়ুন: আধার নাগরিকত্বের ‘চূড়ান্ত প্রমাণ নয়’, বিহারের ভোটার তালিকা মামলায় নির্বাচন কমিশনকে সমর্থন সুপ্রিম কোর্টের

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।