Homeখবরদেশজনসংখ্যায় চিনকে ছাপিয়ে শীর্ষস্থানে ভারত, ঘোষণা রাষ্ট্রসঙ্ঘের

জনসংখ্যায় চিনকে ছাপিয়ে শীর্ষস্থানে ভারত, ঘোষণা রাষ্ট্রসঙ্ঘের

প্রকাশিত

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে পরিচিত ছিল চিন। এ মুহূর্তে চিনকে পিছনে ফেলেছে ভারত। রাষ্ট্রসঙ্ঘের (United Nations) মতে, ১৪২ কোটি ৮৬ লক্ষ জনসংখ্যা নিয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হয়েছে ভারত। দ্বিতীয় নম্বরে নেমে গেছে চিন। যেখানে জনসংখ্যার দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান তিন নম্বরে। বিভিন্ন সংস্থার অনুমান, ভারতের জনসংখ্যা প্রায় তিন দশক ধরে দ্রুত হারে বেড়ে চলেছে।

বুধবার পরিসংখ্যান প্রকাশ করে, রাষ্ট্রসঙ্ঘ বলেছে, ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসাবে চিনকে ছাড়িয়ে গেছে। ব্লুমবার্গ রাষ্ট্রসঙ্ঘের বিশ্ব জনসংখ্যার পরিসংখ্যানকে উদ্ধৃত করে বলেছে যে ভারতের জনসংখ্যা ১৪২ কোটি ৮৬ লক্ষের বেশি। যেখানে চিনের জনসংখ্যা ১৪২ কোটি ৫৭ লক্ষ। তবে দুই দেশের জনসংখ্যার সামান্য পার্থক্য রয়েছে মাত্র। উল্লেখযোগ্য ভাবে, গত বছর শীর্ষে ছিল চিনের জনসংখ্যা, এখন যা কমছে। অন্য দিকে, ভারতের জনসংখ্যা বাড়ছে।

ইউএনএফপিএ (UNFPA)-র রিপোর্ট অনুসারে, ভারতের জনসংখ্যার ২৫ শতাংশের বয়স ০-১৪ বছরের মধ্যে। যেখানে ১০-১৯ বছর বয়সি ১৮ শতাংশ এবং মোট জনসংখ্যার ২৬ শতাংশ ১০-২৪ বছর বয়সি। এ ছাড়া। এ ছাড়া ১৫-৬৪ বছর বয়সি এবং ৭ শতাংশের বয়স ৬৫ বছরের বেশি। বিভিন্ন সংস্থার অনুমানে দেখানো হয়েছে যে ভারতের জনসংখ্যা প্রায় তিন দশক ধরে বেড়ে চলেছে। অন্য দিকে, জন্মের হার কমে যাওয়া এবং শ্রমশক্তির বয়স বাড়ার কারণে একটি উন্মুক্ত জনসংখ্যাগত পতনের মুখোমুখি হয়েছে চিন।

রিপোর্টে বলা হয়েছে, ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তথ্য অনুসারে, আনুমানিক ৩৪ কোটি জনসংখ্যা নিয়ে ভারত এবং চিনের পরে তিন নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বের মোট ৮০৪.৫ কোটি জনসংখ্যার এক তৃতীয়াংশেরও বেশির অংশীদার ভারত ও চিন।

আফ্রিকাতেও জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা দেখা যায়। এটি অনুমান করা হয় যে ২১০০ সাল নাগাদ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশটির জনসংখ্যা ১৪০ থেকে ৩৯০ কোটিতে পৌঁছাতে পারে। পরিসংখ্যান অনুযায়ী, ১ কোটিরও বেশি বাসিন্দা রয়েছে আটটি দেশে। যেগুলির বেশিরভাগই ইউরোপে অবস্থিত। উল্লেখযোগ্য ভাবে, গত এক দশকে সেগুলির জনসংখ্যা সঙ্কুচিত হয়েছে। কতটা একই ভাবে, ২০১১ সাল থেকে ২০২১ সালের মধ্যে ৩০ লক্ষেরও বেশি জনসংখ্যা কমেছে জাপানেও।

আরও পড়ুন: সমলিঙ্গ বিবাহ: সুপ্রিম কোর্টে হলফনামা কেন্দ্রের, রাজ্যগুলিকে পক্ষ করার দাবি

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বকাপজয়ী রিচা ও দীপ্তিকে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল! বাংলার গর্বকে অভিনন্দন ক্লাবের

মহিলাদের বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য রিচা ঘোষ ও দীপ্তি শর্মাকে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল ক্লাব। বাংলার মহিলাদের ক্রিকেটে তাঁদের অবদানকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত।

বিএলও বা বিএলএ-দের হাতে এসআইআর-এর নথি নয়! বিভ্রান্তি কাটাতে জানিয়ে দিল কমিশন

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশনের নতুন নির্দেশ। বিএলও-দের হাতে কোনও নথি দেওয়ার দরকার নেই। ৪ ডিসেম্বর পর্যন্ত পূর্ণ সময় কাজ করবেন ডিইও, ইআরও ও বিএলওরা।

‘দিদি আছে, ভয় পাবেন না, দরকারে থালাবাটি বেচে…!’ এসআইআর ইস্যুতে বার্তা মমতার, অভিষেকের দিল্লি অভিযানের ঘোষণা

কলকাতায় সংবিধানের কপি হাতে তৃণমূলের মিছিল। এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে তোলপাড়ের মধ্যে মমতার বার্তা—“দিদি আছে, ভয় পাবেন না।” অভিষেক জানালেন, দু’মাসের মধ্যে হবে দিল্লি অভিযান।

বেঙ্গালুরু থানায় নির্যাতন! চুরির অভিযোগে বাংলার পরিযায়ী গৃহকর্মী দম্পতিকে ৩ ঘণ্টা ধরে মারধরের অভিযোগ

বেঙ্গালুরুর ভারথুর থানায় পশ্চিমবঙ্গের গৃহকর্মী ও তাঁর স্বামীকে নৃশংসভাবে মারধরের অভিযোগ। তিন ঘণ্টা ধরে চলে নির্যাতন, অভিযোগ দায়ের মানবাধিকার কমিশনে। রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী রিপোর্ট তলব করেছেন।

আরও পড়ুন

বেঙ্গালুরু থানায় নির্যাতন! চুরির অভিযোগে বাংলার পরিযায়ী গৃহকর্মী দম্পতিকে ৩ ঘণ্টা ধরে মারধরের অভিযোগ

বেঙ্গালুরুর ভারথুর থানায় পশ্চিমবঙ্গের গৃহকর্মী ও তাঁর স্বামীকে নৃশংসভাবে মারধরের অভিযোগ। তিন ঘণ্টা ধরে চলে নির্যাতন, অভিযোগ দায়ের মানবাধিকার কমিশনে। রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী রিপোর্ট তলব করেছেন।

তেলঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২৪, বহু আহত

তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু। ভারী লোড-বোঝাই লরি মুখোমুখি ধাক্কা দেয় রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসকে। আহতদের হাসপাতালে ভর্তি, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

২০২৩ সালে দিল্লিতে প্রতি সাতটি মৃত্যুর একটির কারণ বায়ুদূষণ, জানাল ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর রিপোর্ট। দূষণে বছরে প্রায় ১৭,২০০ মানুষের মৃত্যু এবং ৪.৯ লক্ষ বছরের সুস্থ জীবন নষ্ট হয়েছে, দাবি গবেষকদের।