Homeখবরদেশসমলিঙ্গ বিবাহ: সুপ্রিম কোর্টে হলফনামা কেন্দ্রের, রাজ্যগুলিকে পক্ষ করার দাবি

সমলিঙ্গ বিবাহ: সুপ্রিম কোর্টে হলফনামা কেন্দ্রের, রাজ্যগুলিকে পক্ষ করার দাবি

প্রকাশিত

নয়াদিল্লি: সমলিঙ্গ বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়ার দাবি নিয়ে বুধবারও শুনানি সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এ দিনের শুনানির সময় কেন্দ্রীয় সরকার একটি নতুন হলফনামা দাখিল করেছে। এই মামলায় রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকেও পক্ষ করতে বলেছে কেন্দ্র।

সমলিঙ্গ বিবাহ নিয়ে ইতিমধ্যেই নিজেদের আপত্তির কথা সুপ্রিম কোর্টকে জানিয়ে দিয়েছে কেন্দ্র। সমলিঙ্গ বিবাহকে স্বীকৃতি দিলে দেশের প্রতিটি নাগরিকের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে বলেও আদালতে যুক্তি দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। বুধবার এ ব্যাপারে দেশের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিরও মতামত জানতে চাইল সরকার।

এর আগে, মঙ্গলবার শুনানি নিয়ে আপত্তি তোলে কেন্দ্র। কেন্দ্রীয় সরকার বলেছে, আগে ঠিক করা উচিত কোন ফোরামে এই ইস্যু নিয়ে বিতর্ক করা যাবে। জানতে চাওয়া হয়, আদালত বিচার বিভাগীয় সিদ্ধান্তের মাধ্যমে বৈবাহিক সম্পর্কের সামাজিক ও আইনি বৈধতা নির্ধারণ করতে পারে কি না। কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, এই বিষয়টি আইনসভার আওতাভুক্ত। এমতাবস্থায় আদালতকে প্রথমে শুনানির বিষয়ে সরকারের পক্ষ থেকে উত্থাপিত আপত্তি বিবেচনা করতে হবে, মামলার যোগ্যতা অনুযায়ী পরে শুনানি করতে হবে। আদালতের কী করা উচিত তা আদালতই ঠিক করবে।

সুপ্রিম কোর্টকে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ১৮ এপ্রিল (মঙ্গলবার) রাজ্যগুলির কাছ থেকে এ বিষয়ে মন্তব্য চেয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। এ ব্যাপারে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের কথাও শোনা উচিত। তবে আবেদনকারীর পক্ষে উপস্থিত অ্যাডভোকেট মুকুল রোহাতগি তীব্র আপত্তি জানিয়ে বলেন, কেন্দ্রীয় আইনকে চ্যালেঞ্জ করা হয়েছে। রাজ্যগুলিকে নোটিশ পাঠানোর প্রয়োজন নেই।

এ দিনের শুনানিতে তিনি বলেন, “সমাজ আইন মেনে নেয়… আমি বিধবা পুনর্বিবাহ আইনের উদাহরণ দিয়েছি এবং আইনটি তৎপরতার সঙ্গে কাজ করেছে। এখানেও আমাদের সমাজকে চাপ দিতে হবে যেন আমাদেরকে সকল ক্ষেত্রে সমান হিসাবে স্বীকার করে। কারণ সংবিধান এটাই বলে। আদালতেরও নৈতিক কর্তৃত্ব আছে।..সংসদ আইন মেনে চলুক বা না চলুক… সমাজ আইন মেনে চলবে”।

বলে রাখা ভালো, গত বছর দু’টি সমকামী দম্পতি নিজেদের বিবাহের অধিকার প্রয়োগের জন্য এবং বিশেষ বিবাহ আইনের অধীনে তাদের বিবাহ নিবন্ধন করার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। এ ব্যাপারে কেন্দ্রের প্রতিক্রিয়া জানতে চেয়েছিল সর্বোচ্চ আদালত।

আরও পড়ুন: বাল্যবিবাহ ঘিরে উদ্বেগ, ‘সেফ জোন’ হিসেবে ব্যবহৃত জয়নগর-সহ সুন্দরবনের কিছু এলাকা

সাম্প্রতিকতম

বিশ্ব রাজনীতির অস্থিরতার মাঝে করুণার কণ্ঠস্বর: এক দশক ধরে পোপ ফ্রান্সিসের প্রগতিশীল পদচারণা

পোপ ফ্রান্সিসের এক দশকের পথচলায় উঠে এসেছে করুণা, জলবায়ু ন্যায়, শরণার্থী অধিকার ও গির্জার সংস্কারের বার্তা। রক্ষণশীলতার বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি হয়ে উঠেছেন সময়ের গুরুত্বপূর্ণ মানবিক কণ্ঠস্বর।

হিন্দু সমাজে জাতিভেদের অবসান চাই! ‘এক মন্দির, এক কুয়ো, এক শ্মশান’-এর ডাক মোহন ভাগবতের

জাতিভেদের বিভেদ ভুলে হিন্দু সমাজে ঐক্যের বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। অলিগড় সফরে দিলেন সামাজিক সম্প্রীতির বার্তা।

কলকাতা বিমানবন্দরে যাত্রা হবে আরও দ্রুত! ডমেস্টিক ট্রান্সফারে চালু হচ্ছে ‘ডিজিযাত্রা’

কলকাতা বিমানবন্দরে এবার আরও দ্রুত ডমেস্টিক কানেক্টিং ফ্লাইটে যাত্রা সম্ভব। ডিজিযাত্রা চালু হচ্ছে ডমেস্টিক-টু-ডমেস্টিক ট্রান্সফার জোনে, উপকৃত হবেন হাজার হাজার যাত্রী।

সয়াবিন-সানফ্লাওয়ার তেলের ফ্যাট বাড়াচ্ছে প্রাণঘাতী স্তন ক্যানসারের ঝুঁকি! চাঞ্চল্যকর দাবি নিউইয়র্ক গবেষকদের

সয়াবিন ও সানফ্লাওয়ার অয়েলের লিনোলেইক অ্যাসিড ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যানসারের ঝুঁকি বাড়ায় বলে দাবি নিউইয়র্কের গবেষকদের। প্রাণঘাতী এই ক্যানসারের বিরুদ্ধে লড়াই কঠিন।

আরও পড়ুন

হিন্দু সমাজে জাতিভেদের অবসান চাই! ‘এক মন্দির, এক কুয়ো, এক শ্মশান’-এর ডাক মোহন ভাগবতের

জাতিভেদের বিভেদ ভুলে হিন্দু সমাজে ঐক্যের বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। অলিগড় সফরে দিলেন সামাজিক সম্প্রীতির বার্তা।

ভারতে নতুন ওয়াকফ আইন, ইসলামিক দেশগুলি কীভাবে নিয়ন্ত্রণ করে এই ধর্মীয় সম্পত্তি?

​ভারতের নতুন ওয়াকফ (সংশোধনী) আইন, ২০২৫ নিয়ে বিতর্ক চললেও, ওয়াকফ ব্যবস্থাপনা শুধুমাত্র ভারতের বিষয়...

‘সুপ্রিম কোর্টই যদি আইন করে, সংসদ বন্ধ করে দিন’, শীর্ষ আদালতকে তীব্র আক্রমণ নিশিকান্ত দুবের

সংশোধিত ওয়াকফ আইন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলা অবস্থায় বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর কটাক্ষ, ‘সুপ্রিম কোর্টই যদি আইন তৈরি করে, তবে সংসদ ভবন বন্ধ করে দেওয়া উচিত।’
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে