প্রতিরক্ষা শক্তি বাড়াচ্ছে ভারত। ২টি পারমাণবিক সাবমেরিন এবং ৩১টি দীর্ঘ পাল্লার ড্রোন কেনার সিদ্ধান্ত
দু’টি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন নির্মাণ ও মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ৩১টি ড্রোন কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এই উদ্যোগে মোট খরচ প্রায় ৩৫,০০০ কোটি রুপি (৪.২ বিলিয়ন ডলার) হবে। বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ চিনের সামরিক আধিপত্য মোকাবিলায় ভারতের সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতের নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি বুধবার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই পরিকল্পনার আওতায় পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনগুলি স্থানীয় শিপইয়ার্ডে নির্মিত হবে, যা ভারতীয় নৌবাহিনীর জন্য একটি নতুন মাইলফলক হিসাবে চিহ্নিত হতে চলেছে।
পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনগুলি ডাইজেল-ইলেকট্রিক সাবমেরিনের তুলনায় অনেক বেশি উন্নত। এগুলি দ্রুতগামী এবং প্রায় অসীম সময় ধরে জলের নীচে অবস্থান করতে পারে। পাশাপাশি এর আকার বড় হওয়ায় তুলনামূলক ভাবে বেশি অস্ত্র, সরঞ্জাম ও সামগ্রী বহন করতে সক্ষম।
ভারত বর্তমানে চতুর্ভুজ নিরাপত্তা সংলাপ বা কোয়াড (Quad)-এর সদস্য, যা মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপানের সঙ্গে যুক্ত হয়ে চিনের আধিপত্য প্রতিহত করার লক্ষ্যে কাজ করছে। ভারতীয় নৌবাহিনীর এই নতুন উদ্যোগ ভারত মহাসাগরীয় অঞ্চলে নজরদারি এবং নিরাপত্তা বৃদ্ধি করবে।
এ দিকে, অস্ট্রেলিয়া যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ত্রিপাক্ষিক নিরাপত্তা অংশীদারিত্বের মাধ্যমে একই ধরনের সাবমেরিন নির্মাণের উদ্যোগ নিয়েছে। যা AUKUS নামে পরিচিত। বর্তমানে শুধুমাত্র কয়েকটি দেশ যেমন — মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চিন ও রাশিয়া — পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরি এবং পরিচালনার প্রযুক্তি অর্জন করেছে।
ভারতের এই পদক্ষেপ শুধুমাত্র সামরিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে নয়, বরং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিতে ভারসাম্য বজায় রাখার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: গেমিং, ভিডিও এডিটিং এবং ৩ডি মডেলিংয়ের জন্য এআই প্রযুক্তিনির্ভর বিশেষ ডিজাইনের ল্যাপটপ আনল Acer