Homeখবরদেশসীমান্তে রণকৌশলে বদল, একক নেতৃত্বে সামরিক কার্যকলাপ চালাবে তিন বাহিনী

সীমান্তে রণকৌশলে বদল, একক নেতৃত্বে সামরিক কার্যকলাপ চালাবে তিন বাহিনী

প্রকাশিত

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার আবহে বদল আনল ভারত সরকার। যুদ্ধ বা সংঘাতের সময় আর আলাদা আলাদা ভাবে কাজ করবে না সেনার তিন বাহিনী— স্থল, নৌ ও বিমান। বরং, একসঙ্গে, একই কমান্ডারের নেতৃত্বে চলবে সামরিক কার্যকলাপ। এই নতুন নিয়ম কার্যকর হয়েছে ২০২৪ সালের ২৭ মে থেকে। এক সরকারি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

২০২৩ সালের বাদল অধিবেশনে সংসদের দুই কক্ষে পাশ হওয়া ‘ইন্টার-সার্ভিসেস অর্গানাইজেশন (কম্যান্ড, কন্ট্রোল অ্যান্ড ডিসিপ্লিন) বিল’-এর পর ১০ মে ২০২৪-এ সেই আইন সেনাবাহিনীতে কার্যকর হয়। এবার আনুষ্ঠানিকভাবে শুরু হল তার প্রয়োগ। প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, তিন বাহিনীর যৌথ অপারেশনে সময় ও সমন্বয়ের যে সমস্যা আগে থাকত, তা এবার থাকবে না। জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যাবে। কোনও বিভ্রান্তির সুযোগ থাকবে না।

সরকারি সূত্রের খবর, এতদিন সীমান্তে একসঙ্গে অপারেশন চললেও তিন বাহিনী আলাদা কমান্ড কাঠামোর অধীনে থাকত। ফলে এক বাহিনীর সিদ্ধান্তের জন্য অন্য বাহিনীকে অপেক্ষা করতে হত। এবার সেই অসুবিধা কাটিয়ে উঠতেই এই নয়া রণকৌশল।

এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে এমন এক সময়, যখন সম্প্রতি জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে ভারত একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে পাক অধিকৃত কাশ্মীরে ও পাকিস্তানের মূল ভূখণ্ডে। পাল্টা হামলার চেষ্টা চালায় পাকিস্তানও। তবে ভারতীয় সেনা তা সফলভাবে প্রতিহত করেছে বলে জানায় প্রতিরক্ষা সূত্র। প্রায় তিন দিনের সংঘর্ষের পর উভয় দেশ আপাত শান্তিতে ফিরেছে।

সরকারি সূত্র আরও জানিয়েছে, প্রাথমিকভাবে নতুন এই একক কমান্ড কাঠামো চালু করা হচ্ছে ভারতীয় সেনার পশ্চিম ও উত্তর কমান্ডে, যা পাকিস্তান সীমান্তে সবচেয়ে বেশি সক্রিয়। পরে ধাপে ধাপে দেশের অন্যান্য সীমান্তে এই নিয়ম চালু হবে।

বিশেষজ্ঞদের মতে, বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে এই সিদ্ধান্ত ভারতের সেনা রণকৌশলে এক ঐতিহাসিক পদক্ষেপ।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।