Homeখবরদেশগত পাঁচ ত্রৈমাসিকের মধ্যে সর্বনিম্ন জিডিপি বৃদ্ধি, কৃষিক্ষেত্রে মন্দার প্রভাব?

গত পাঁচ ত্রৈমাসিকের মধ্যে সর্বনিম্ন জিডিপি বৃদ্ধি, কৃষিক্ষেত্রে মন্দার প্রভাব?

প্রকাশিত

ভারতের সাম্প্রতিক অর্থনৈতিক চিত্র বেশ উদ্বেগজনক। গত পাঁচ ত্রৈমাসিকের মধ্যে এই প্রথমবার আর্থিক বৃদ্ধির হার সর্বনিম্নে পৌঁছেছে। শুক্রবার ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল অফিস (এনএসও) প্রকাশিত তথ্য অনুসারে, ২০২৩ সালের এপ্রিল-জুন ত্রৈমাসিকে দেশের জিডিপি বৃদ্ধি হয়েছে মাত্র ৬.৭ শতাংশ। গত বছর একই সময়ে এই হার ছিল ৮.২ শতাংশ। অর্থাৎ অর্থনীতির প্রবৃদ্ধি ধীরগতির দিকে যাচ্ছে এবং এর অন্যতম কারণ হিসাবে কৃষিক্ষেত্রে মন্দাকে দায়ী করা হচ্ছে।

গত বছরের শেষ ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধি ৮.৪ শতাংশ ছুঁয়ে ফেলেছিল, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতে ভারতের অর্থনীতির শক্তি প্রদর্শন করেছিল। তবে চলতি বছর এই চিত্র বদলেছে। জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে বৃদ্ধি ছিল ৬.২ শতাংশ, যা এপ্রিল-জুন ত্রৈমাসিকে আরও কমে এসেছে। যদিও ভারত এখনও বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতির শিরোপা ধরে রেখেছে, কারণ চিনের বৃদ্ধি ছিল ৪.৭ শতাংশ।

এনএসও-র তথ্য অনুসারে, কৃষিক্ষেত্রে বৃদ্ধির হার উল্লেখযোগ্যভাবে কমেছে, যা গত বছর ৩.৭ শতাংশ থেকে নেমে হয়েছে ২ শতাংশ। উৎপাদন ক্ষেত্রে বৃদ্ধির হার এখনও ৭ শতাংশের কাছাকাছি আছে, যা আশাব্যঞ্জক। তবে আবাসন এবং কর্মক্ষেত্রে মোট যুক্তমূল্য (জিভিএ) হ্রাস পেয়ে ৭.১ শতাংশে পৌঁছেছে, যা গত বছর ১২.৬ শতাংশ ছিল।

অর্থনীতিবিদদের মতে, দেশের অর্থনীতির প্রকৃত অবস্থা বুঝতে জিডিপি-র চেয়ে জিভিএ (মোট যুক্তমূল্য) বেশি কার্যকর মাপকাঠি। কারণ জিভিএ-র সঙ্গে কর ও ভর্তুকির নিট ফল যোগ করে জিডিপি পাওয়া যায়। তবে অন্যান্য লাভজনক ক্ষেত্রে যেমন বিদ্যুৎ, গ্যাস, জল সরবরাহে বৃদ্ধির হার ৩.৪ শতাংশ থেকে বেড়ে ১০.৪ শতাংশ হয়েছে।

নির্মাণ ক্ষেত্রেও উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে, যেখানে গত বছরের ৮.৬ শতাংশ বৃদ্ধি এ বছর ১০.৫ শতাংশে পৌঁছেছে। তবে হোটেল, পরিবহণ, যোগাযোগ ক্ষেত্রে বৃদ্ধির হার প্রায় ৪ শতাংশ কমেছে। অর্থনীতিবিদরা যদিও আশাবাদী যে, এই আর্থিক বছরে মোট বৃদ্ধির হার ৭ শতাংশের কাছাকাছি থাকবে। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের মুখ্য অর্থনীতিবিদ উপাসনা ভরদ্বাজের মতে, জিভিএ ভাল থাকায় কৃষি বাদে অন্যান্য ক্ষেত্রগুলিতে স্থিতিশীল উন্নতি হচ্ছে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শনিবার থেকেই বৃষ্টি ফেরার ইঙ্গিত! আগামী সপ্তাহে দক্ষিণ ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

বৃষ্টির বিরতি সাময়িক! শনিবার থেকেই ফের বৃষ্টি, আর আগামী সপ্তাহে দক্ষিণ ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। জানুন বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস।

সাইবার জালিয়াতিতে কোটি টাকার ক্ষতি! দেশে শীর্ষে কলকাতা, এক বছরে রেকর্ড ৫৬৪ মামলা

এনসিআরবি-র রিপোর্টে চমক! ২০২৩ সালে কলকাতায় ১ কোটি টাকার বেশি ক্ষতির ৫৬৪টি আর্থিক জালিয়াতির মামলা। দেশের অন্য সব শহরকে পিছনে ফেলেছে লালবাজার।

সাবর্ণ সংগ্রহশালা পরিদর্শনে মাইক্রোসফ্‌ট ইউরোপের এমডি সস্ত্রীক এবং মরিসাসের কনসুলার জেনারেল  

খবর অনলাইন ডেস্ক: কলকাতার সঙ্গে জড়িয়ে কয়েক শতকের ইতিহাস। এই দীর্ঘ সময়ে শহরের রূপ...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড শেষ চারে, কী অঙ্কে জায়গা হতে পারে ভারতের?  

খবর অনলাইন ডেস্ক: মহিলাদের একদিনের বিশ্বকাপ ক্রিকেটে আর মাত্র ৬টি ম্যাচ বাকি। ইতিমধ্যেই সেমিফাইনালে...

আরও পড়ুন

এক চিকিৎসকের আট বছরের লড়াইয়ে বড় জয়, ভুয়ো ওআরএস-এর উপর নিষেধাজ্ঞা জারি করল FSSAI, আসল চিনবেন কী করে?

হায়দরাবাদের শিশু-রোগ বিশেষজ্ঞ ডা. শিবরঞ্জনী সন্তোষের দীর্ঘ লড়াইয়ের ফলে বড় পদক্ষেপ নিল FSSAI। WHO-র নির্ধারিত মান না মেনে ‘ORS’ নামে বিক্রি হওয়া পানীয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হল। শিশুদের জন্য বিপজ্জনক এই মিষ্টি পানীয় নিয়ে শুরু হয়েছিল তাঁর আইনি লড়াই প্রায় এক দশক আগে।

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।