Homeখবরদেশহানিমুনের ছল! ছক কষে ভাড়াটে খুনী দিয়ে স্বামীকে খুন সোনমের, থানায় আত্মসমর্পণ

হানিমুনের ছল! ছক কষে ভাড়াটে খুনী দিয়ে স্বামীকে খুন সোনমের, থানায় আত্মসমর্পণ

প্রকাশিত

স্বপ্নের মতো শুরু হয়েছিল বৈবাহিক জীবন। মধুচন্দ্রিমায় ঘুরতে গিয়েছিলেন মেঘালয়ের পাহাড়ি এলাকায়। কিন্তু সেই আনন্দের সফর পরিণত হল এক ভয়ঙ্কর ষড়যন্ত্রে। স্বামীকে হত্যা করে নিখোঁজ নাটক করলেন স্ত্রী! শেষে পুলিশের জালে ধরা পড়লেন ইন্দোরের বাসিন্দা সোনম রঘুবংশী।

ঘটনাটি ঘটেছে মেঘালয়ে। রাজ্যের ডিরেক্টর জেনারেল অব পুলিশ (ডিজিপি) ইদাশিশা নঙরাং জানিয়েছেন, ২৮ বছরের রাজা রঘুবংশীর হত্যাকাণ্ডে সোনম সহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, হানিমুনের মাঝেই ঘাতকদের ভাড়া করে নিজের স্বামীকে খুনের ছক কষেছিলেন সোনম। পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশের গাজ়িপুরের নন্দগঞ্জ থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন তিনি। আরও এক জনকে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করেছে মেঘালয় পুলিশ। এ ছাড়া, ইনদওর থেকে বিশেষ তদন্তকারী দলের (সিট) হাতে ধরা পড়েছেন আরও দু’জন। এখনও পর্যন্ত এই ঘটনায় গ্রেফতারির সংখ্যা চার। 

ইনদওরের বাসিন্দা রাজা এবং সোনমের বিয়ে হয় গত ১৯ মে। সেই মাসেই রাজা ও সোনম মেঘালয়ে ঘুরতে যান। ২৩ মে শেষবার তাঁদেরকে চেরাপুঞ্জি (সোহরা) এলাকায় দেখা গিয়েছিল। এরপর থেকেই দু’জনেই নিখোঁজ বলে অভিযোগ ওঠে। রাজ্য পুলিশের পক্ষ থেকে ব্যাপক তল্লাশি শুরু হয়।

অবশেষে ২ জুন, গভীর একটি খাদের মধ্যে রাজার মৃতদেহ পাওয়া যায়। তাঁর ভাড়া করা স্কুটার উদ্ধার হয় সোহরারিম এলাকা থেকে। স্কুটারটি ছিল ফেলে রাখা, চাবিও লাগানো অবস্থায়।

পুলিশি তদন্তে উঠে আসে, নিখোঁজ হওয়ার দিনই দম্পতিকে তিনজন অচেনা পুরুষের সঙ্গে দেখা গিয়েছিল। এক স্থানীয় ট্যুরিস্ট গাইড এই তথ্য পুলিশকে জানান।

এরপরই তদন্তের গতিপথ পাল্টায়। ধাপে ধাপে উঠে আসে ষড়যন্ত্রের ছক। পুলিশ জানায়, সোনমই মূল অভিযুক্ত। তাঁর পরিকল্পনায় এবং অর্থে রাজাকে খুন করে পাহাড়ের খাদে ফেলে দেওয়া হয়। অভিযুক্ত চারজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চলছে।

মেঘালয়ের শান্ত পাহাড়ি এলাকায় এই নৃশংস ঘটনার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

প্রিজারভেটিভ দেওয়া প্রসেসড খাবারে বাড়ছে ক্যানসারের ঝুঁকি! ব্রিটিশ মেডিক্যাল জার্নালের গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

প্রিজারভেটিভ মেশানো প্রসেসড খাবার ও পানীয় নিয়মিত খেলে ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে বাড়ে—ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত ফরাসি গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

ভারতে প্রথম! সরকারি হাসপাতালে সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক চালু গ্রেটার নয়ডায়

ভারতে প্রথমবার কোনও সরকারি হাসপাতালে চালু হল সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক। গ্রেটার নয়ডার GIMS-এ এই পরিষেবা প্রান্তিক মানুষের চিকিৎসায় নতুন দিগন্ত খুলবে।

আরও পড়ুন

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ ডেরেক, সময়সীমা বাড়ানোর আর্জি

বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সময়সীমা বাড়ানোর আর্জি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক পদ্ধতিগত অনিয়মের অভিযোগ।

কর্নাটকে প্রথম বার ধরা পড়ল বিরল ‘স্যান্ডালউড লেপার্ড’, ট্র্যাপ ক্যামেরায় চন্দনরঙা চিতাবাঘ

দক্ষিণ আফ্রিকা ও তাঞ্জানিয়ার পরে এবার কর্নাটকের বিজয়নগর জেলায় প্রথম বার দেখা মিলল বিরল চন্দনরঙা বা ‘স্যান্ডালউড লেপার্ড’-এর। জিনগত কারণেই লালচে গোলাপি রঙ, মত বিজ্ঞানীদের।

উমর খালিদের জামিন নাকচ: ‘এটাই বিকশিত ভারত—প্রতিবাদ করলেই জেল’, কংগ্রেসের তীব্র কটাক্ষ

দিল্লি দাঙ্গা মামলায় উমর খালিদ ও শারজিল ইমামের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট। পাঁচ অভিযুক্ত পেলেন জামিন। রায় ঘিরে কংগ্রেস-বিজেপির তীব্র প্রতিক্রিয়া।