Homeখবরদেশহানিমুনের ছল! ছক কষে ভাড়াটে খুনী দিয়ে স্বামীকে খুন সোনমের, থানায় আত্মসমর্পণ

হানিমুনের ছল! ছক কষে ভাড়াটে খুনী দিয়ে স্বামীকে খুন সোনমের, থানায় আত্মসমর্পণ

প্রকাশিত

স্বপ্নের মতো শুরু হয়েছিল বৈবাহিক জীবন। মধুচন্দ্রিমায় ঘুরতে গিয়েছিলেন মেঘালয়ের পাহাড়ি এলাকায়। কিন্তু সেই আনন্দের সফর পরিণত হল এক ভয়ঙ্কর ষড়যন্ত্রে। স্বামীকে হত্যা করে নিখোঁজ নাটক করলেন স্ত্রী! শেষে পুলিশের জালে ধরা পড়লেন ইন্দোরের বাসিন্দা সোনম রঘুবংশী।

ঘটনাটি ঘটেছে মেঘালয়ে। রাজ্যের ডিরেক্টর জেনারেল অব পুলিশ (ডিজিপি) ইদাশিশা নঙরাং জানিয়েছেন, ২৮ বছরের রাজা রঘুবংশীর হত্যাকাণ্ডে সোনম সহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, হানিমুনের মাঝেই ঘাতকদের ভাড়া করে নিজের স্বামীকে খুনের ছক কষেছিলেন সোনম। পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশের গাজ়িপুরের নন্দগঞ্জ থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন তিনি। আরও এক জনকে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করেছে মেঘালয় পুলিশ। এ ছাড়া, ইনদওর থেকে বিশেষ তদন্তকারী দলের (সিট) হাতে ধরা পড়েছেন আরও দু’জন। এখনও পর্যন্ত এই ঘটনায় গ্রেফতারির সংখ্যা চার। 

ইনদওরের বাসিন্দা রাজা এবং সোনমের বিয়ে হয় গত ১৯ মে। সেই মাসেই রাজা ও সোনম মেঘালয়ে ঘুরতে যান। ২৩ মে শেষবার তাঁদেরকে চেরাপুঞ্জি (সোহরা) এলাকায় দেখা গিয়েছিল। এরপর থেকেই দু’জনেই নিখোঁজ বলে অভিযোগ ওঠে। রাজ্য পুলিশের পক্ষ থেকে ব্যাপক তল্লাশি শুরু হয়।

অবশেষে ২ জুন, গভীর একটি খাদের মধ্যে রাজার মৃতদেহ পাওয়া যায়। তাঁর ভাড়া করা স্কুটার উদ্ধার হয় সোহরারিম এলাকা থেকে। স্কুটারটি ছিল ফেলে রাখা, চাবিও লাগানো অবস্থায়।

পুলিশি তদন্তে উঠে আসে, নিখোঁজ হওয়ার দিনই দম্পতিকে তিনজন অচেনা পুরুষের সঙ্গে দেখা গিয়েছিল। এক স্থানীয় ট্যুরিস্ট গাইড এই তথ্য পুলিশকে জানান।

এরপরই তদন্তের গতিপথ পাল্টায়। ধাপে ধাপে উঠে আসে ষড়যন্ত্রের ছক। পুলিশ জানায়, সোনমই মূল অভিযুক্ত। তাঁর পরিকল্পনায় এবং অর্থে রাজাকে খুন করে পাহাড়ের খাদে ফেলে দেওয়া হয়। অভিযুক্ত চারজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চলছে।

মেঘালয়ের শান্ত পাহাড়ি এলাকায় এই নৃশংস ঘটনার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পুজোর মুখে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, উত্তাল হতে পারে সমুদ্র

পুজো ঘনিয়ে আসতেই দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। ২৫ সেপ্টেম্বর থেকে উত্তাল হতে পারে সমুদ্র, মৎস্যজীবীদের দেওয়া হয়েছে সতর্কবার্তা। উত্তরবঙ্গে বৃষ্টি কমছে।

দেবীপক্ষেই নতুন জিএসটি চালু, জেনে নিন কীসের দাম কমছে, বাড়ছেই বা কোন পণ্যের

দুবাইয়ে সুপার ফোর ম্যাচে পাকিস্তানকে ৭ বল বাকি থাকতে ৬ উইকেটে হারাল ভারত। ওপেনার অভিষেক শর্মা খেললেন ম্যাচ জেতানো ৭৪ রানের ইনিংস।

এশিয়া কাপ: অভিষেক-শুভমনের দুর্দান্ত ব্যাটিং, পাকিস্তানের বিরুদ্ধে আবার জয় পেল ভারত

পাকিস্তান: ১৭১-৫ (সাহিবজাদা ফারহান ৫৮, সইম আয়ুব ২১, শিবম দুবে ২-৩৩) ভারত: ১৭৪-৪ (অভিষেক শর্মা...

৮৩তম বছরে হাজরা পার্ক দুর্গোৎসবের নিবেদন ‘দৃষ্টিকোণ’

৮৩তম বছরে হাজরা পার্ক দুর্গোৎসবের থিম ‘দৃষ্টিকোণ’। শিল্পী বিমান সাহার সৃজনে রঙের বহুমাত্রিকতা ও দেবীর রঙিন রূপে সাজবে কলকাতার ঐতিহ্যবাহী এই পুজো।

আরও পড়ুন

জিএসটি সংস্কারকে ‘সাশ্রয়ের উৎসব’ বললেন মোদী, নবরাত্রির প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ

নবরাত্রির প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জিএসটি সংস্কারকে ‘বচত উৎসব’ আখ্যা দিয়ে বললেন, এই পদক্ষেপ দেশকে আত্মনির্ভর ভারতের পথে আরও এগিয়ে নেবে।

‘পারিবারিক বিপর্যয় ঘটতে পারে’, H1-B ভিসায় আমেরিকার নতুন নিয়মের প্রতিক্রিয়ায় বলল ভারত

আমেরিকার নতুন H1-B ভিসা সংক্রান্ত সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানাল ভারত সরকার। শনিবার বিদেশ মন্ত্রক জানায়,...

রেল যাত্রীদের স্বস্তি, কমল ‘রেল নিড়’ জলের দাম

রেলযাত্রীদের জন্য সুখবর। ২২ সেপ্টেম্বর থেকে ‘রেল নিড়’-এর দাম এক লিটার বোতলে ১৫ টাকা থেকে ১৪ টাকা, আর অর্ধলিটার বোতলে ১০ টাকা থেকে ৯ টাকা করা হল। অন্য ব্র্যান্ডের বোতল জলের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এই সিদ্ধান্ত।