Homeখবরদেশহানিমুনের ছল! ছক কষে ভাড়াটে খুনী দিয়ে স্বামীকে খুন সোনমের, থানায় আত্মসমর্পণ

হানিমুনের ছল! ছক কষে ভাড়াটে খুনী দিয়ে স্বামীকে খুন সোনমের, থানায় আত্মসমর্পণ

প্রকাশিত

স্বপ্নের মতো শুরু হয়েছিল বৈবাহিক জীবন। মধুচন্দ্রিমায় ঘুরতে গিয়েছিলেন মেঘালয়ের পাহাড়ি এলাকায়। কিন্তু সেই আনন্দের সফর পরিণত হল এক ভয়ঙ্কর ষড়যন্ত্রে। স্বামীকে হত্যা করে নিখোঁজ নাটক করলেন স্ত্রী! শেষে পুলিশের জালে ধরা পড়লেন ইন্দোরের বাসিন্দা সোনম রঘুবংশী।

ঘটনাটি ঘটেছে মেঘালয়ে। রাজ্যের ডিরেক্টর জেনারেল অব পুলিশ (ডিজিপি) ইদাশিশা নঙরাং জানিয়েছেন, ২৮ বছরের রাজা রঘুবংশীর হত্যাকাণ্ডে সোনম সহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, হানিমুনের মাঝেই ঘাতকদের ভাড়া করে নিজের স্বামীকে খুনের ছক কষেছিলেন সোনম। পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশের গাজ়িপুরের নন্দগঞ্জ থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন তিনি। আরও এক জনকে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করেছে মেঘালয় পুলিশ। এ ছাড়া, ইনদওর থেকে বিশেষ তদন্তকারী দলের (সিট) হাতে ধরা পড়েছেন আরও দু’জন। এখনও পর্যন্ত এই ঘটনায় গ্রেফতারির সংখ্যা চার। 

ইনদওরের বাসিন্দা রাজা এবং সোনমের বিয়ে হয় গত ১৯ মে। সেই মাসেই রাজা ও সোনম মেঘালয়ে ঘুরতে যান। ২৩ মে শেষবার তাঁদেরকে চেরাপুঞ্জি (সোহরা) এলাকায় দেখা গিয়েছিল। এরপর থেকেই দু’জনেই নিখোঁজ বলে অভিযোগ ওঠে। রাজ্য পুলিশের পক্ষ থেকে ব্যাপক তল্লাশি শুরু হয়।

অবশেষে ২ জুন, গভীর একটি খাদের মধ্যে রাজার মৃতদেহ পাওয়া যায়। তাঁর ভাড়া করা স্কুটার উদ্ধার হয় সোহরারিম এলাকা থেকে। স্কুটারটি ছিল ফেলে রাখা, চাবিও লাগানো অবস্থায়।

পুলিশি তদন্তে উঠে আসে, নিখোঁজ হওয়ার দিনই দম্পতিকে তিনজন অচেনা পুরুষের সঙ্গে দেখা গিয়েছিল। এক স্থানীয় ট্যুরিস্ট গাইড এই তথ্য পুলিশকে জানান।

এরপরই তদন্তের গতিপথ পাল্টায়। ধাপে ধাপে উঠে আসে ষড়যন্ত্রের ছক। পুলিশ জানায়, সোনমই মূল অভিযুক্ত। তাঁর পরিকল্পনায় এবং অর্থে রাজাকে খুন করে পাহাড়ের খাদে ফেলে দেওয়া হয়। অভিযুক্ত চারজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চলছে।

মেঘালয়ের শান্ত পাহাড়ি এলাকায় এই নৃশংস ঘটনার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ওয়াশিংটন-অক্ষরের দাপটে সিরিজ ২-১ করল ভারত, চতুর্থ টি২০ ম্যাচে ধরাশায়ী অস্ট্রেলিয়া

ভারত: ১৬৭-৮ (শুভমন গিল ৪৬, অভিষেক শর্মা ২৮, নাথান এলিস ৩-২১, অ্যাডাম জাম্পা ৩-৪৫) অস্ট্রেলিয়া:...

এইচএমআই-তে উদ্বোধন, সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউটের উদ্যোগে পেন্টাথেলন প্রতিযোগিতার সূচনা সান্দাকফু থেকে

খবর অনলাইন ডেস্ক: সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউট ২০২৫ সালে আবার তাদের অনন্য ও চ্যালেঞ্জিং পেন্টাথেলন...

সংস্কৃতি, উৎসব, প্রকৃতি—দুর্গরাজ্য রাজস্থানকে পিছনে ফেলে পর্যটক টানতে এগিয়ে বাংলা

রাজস্থানের ঐতিহ্য আর দুর্গ নয়, এখন পর্যটকদের আকর্ষণ বৈচিত্র্য ও সংস্কৃতি। ২০২৪ সালে বিদেশি পর্যটকে দেশের দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ।

মা চলচ্চিত্র পরিচালক মীরা নায়ার, বাবা লেখক মাহমুদ মামদানি, নিউইয়র্কের মেয়রের জীবন যেন বিশ্বনাগরিকের প্রতিচ্ছবি

আমেরিকার ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করলেন ভারতীয় বংশোদ্ভূত বামপন্থী নেতা জোহরান মামদানি (Zohran...

আরও পড়ুন

বেঙ্গালুরু থানায় নির্যাতন! চুরির অভিযোগে বাংলার পরিযায়ী গৃহকর্মী দম্পতিকে ৩ ঘণ্টা ধরে মারধরের অভিযোগ

বেঙ্গালুরুর ভারথুর থানায় পশ্চিমবঙ্গের গৃহকর্মী ও তাঁর স্বামীকে নৃশংসভাবে মারধরের অভিযোগ। তিন ঘণ্টা ধরে চলে নির্যাতন, অভিযোগ দায়ের মানবাধিকার কমিশনে। রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী রিপোর্ট তলব করেছেন।

তেলঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২৪, বহু আহত

তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু। ভারী লোড-বোঝাই লরি মুখোমুখি ধাক্কা দেয় রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসকে। আহতদের হাসপাতালে ভর্তি, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

২০২৩ সালে দিল্লিতে প্রতি সাতটি মৃত্যুর একটির কারণ বায়ুদূষণ, জানাল ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর রিপোর্ট। দূষণে বছরে প্রায় ১৭,২০০ মানুষের মৃত্যু এবং ৪.৯ লক্ষ বছরের সুস্থ জীবন নষ্ট হয়েছে, দাবি গবেষকদের।