প্রয়াত হলেন রতন টাটা। ভারতের অন্যতম বড়ো শিল্পগোষ্ঠী টাটা সন্স-এর চেয়ারম্যান এমেরিটাস বয়সের কারণে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। ভর্তি ছিলেন মুম্বইয়ের এক। বুধবার রাতে সেখানেই মারা গেলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
‘এক্স’ অ্যাকাউন্টে তাঁর ফলোয়ার্সের সংখ্যা ১ কোটিরও বেশি। চলতি সপ্তাহে গোড়ার দিকে তাঁর শরীর খারাপ নিয়ে কিছু খবর প্রচারিত হয়েছিল। জানা গিয়েছিল, তাঁকে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। কিন্তু সোমবারই রতন টাটা তাঁর ‘এক্স’ অ্যাকাউন্টে এক বিবৃতি দিয়ে তাঁর শরীর খারাপের জল্পনাকল্পনা উড়িয়ে দেন। তিনি জানিয়েছিলেন, বয়সজনিত কারণে তাঁর নিয়মমাফিক মেডিক্যাল চেক-আপ হচ্ছে। তাঁকে নিয়ে চিন্তা করার জন্য তিনি সকলকে ধন্যবাদ জানিয়েছিলেন।
ওই বিবৃতিতে তিনি বলেছিলেন, “সম্প্রতি আমার স্বাস্থ্য নিয়ে যেসব গুজব রটেছে সে সম্পর্কে আমি সচেতন। আমি সকলকে সুনিশ্চিত করতে চাই যে এইসব জল্পনা ভিত্তিহীন। বয়সজনিত নানা সমস্যার কারণে নিয়মমাফিক চেক-আপের জন্য আমাকে হাসপাতালে যেতে হচ্ছে। চিন্তার কোনো কারণ নেই। আমার মনের দিক থেকে আমি যথেষ্ট ভালোই আছি। ভুয়ো খবর ছড়ানো থেকে সংযত থাকার জন্য আমি জনগণ এবং সংবাদমাধ্যমকে অনুরোধ করছি।”
সেই বিবৃতি প্রকাশের দুদিনের মধ্যেই সত্য সত্যই প্রয়াত হলেন রতন টাটা। ভারতের শিল্পজগতে এক মহীরুহের পতন হল। টাটা সন্স-এর চেয়ারম্যান এন চন্দ্রশেখরন বুধবার গভীর রাতে এক প্রেস বিবৃতিতে বলেছেন, “কোনো কিছু হারানোর গভীর বেদনা নিয়ে আমরা রতন নবল টাটাকে বিদায় জানাচ্ছি, যিনি প্রকৃতপক্ষে এক অনন্য অসাধারণ নেতা ছিলেন, যাঁর অপরিসীম অবদান শুধু টাটা গোষ্ঠীকেই গঠন করেনি, আমাদের দেশের কাঠামোটিকেও আকার দিয়েছে।”