Homeখবরদেশসমাজমাধ্যমে ১ কোটিরও বেশি ফলোয়ার্স, শরীর খারাপের জল্পনা উড়িয়ে দিয়েছিলেন নিজেই

সমাজমাধ্যমে ১ কোটিরও বেশি ফলোয়ার্স, শরীর খারাপের জল্পনা উড়িয়ে দিয়েছিলেন নিজেই

প্রকাশিত

প্রয়াত হলেন রতন টাটা। ভারতের অন্যতম বড়ো শিল্পগোষ্ঠী টাটা সন্স-এর চেয়ারম্যান এমেরিটাস বয়সের কারণে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। ভর্তি ছিলেন মুম্বইয়ের এক। বুধবার রাতে সেখানেই মারা গেলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

‘এক্স’ অ্যাকাউন্টে তাঁর ফলোয়ার্সের সংখ্যা ১ কোটিরও বেশি। চলতি সপ্তাহে গোড়ার দিকে তাঁর শরীর খারাপ নিয়ে কিছু খবর প্রচারিত হয়েছিল। জানা গিয়েছিল, তাঁকে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। কিন্তু সোমবারই রতন টাটা তাঁর ‘এক্স’ অ্যাকাউন্টে এক বিবৃতি দিয়ে তাঁর শরীর খারাপের জল্পনাকল্পনা উড়িয়ে দেন। তিনি জানিয়েছিলেন, বয়সজনিত কারণে তাঁর নিয়মমাফিক মেডিক্যাল চেক-আপ হচ্ছে। তাঁকে নিয়ে চিন্তা করার জন্য তিনি সকলকে ধন্যবাদ জানিয়েছিলেন।

ওই বিবৃতিতে তিনি বলেছিলেন, “সম্প্রতি আমার স্বাস্থ্য নিয়ে যেসব গুজব রটেছে সে সম্পর্কে আমি সচেতন। আমি সকলকে সুনিশ্চিত করতে চাই যে এইসব জল্পনা ভিত্তিহীন। বয়সজনিত নানা সমস্যার কারণে নিয়মমাফিক চেক-আপের জন্য আমাকে হাসপাতালে যেতে হচ্ছে। চিন্তার কোনো কারণ নেই। আমার মনের দিক থেকে আমি যথেষ্ট ভালোই আছি। ভুয়ো খবর ছড়ানো থেকে সংযত থাকার জন্য আমি জনগণ এবং সংবাদমাধ্যমকে অনুরোধ করছি।”  

সেই বিবৃতি প্রকাশের দুদিনের মধ্যেই সত্য সত্যই প্রয়াত হলেন রতন টাটা। ভারতের শিল্পজগতে এক মহীরুহের পতন হল। টাটা সন্স-এর চেয়ারম্যান এন চন্দ্রশেখরন বুধবার গভীর রাতে এক প্রেস বিবৃতিতে বলেছেন, “কোনো কিছু হারানোর গভীর বেদনা নিয়ে আমরা রতন নবল টাটাকে বিদায় জানাচ্ছি, যিনি প্রকৃতপক্ষে এক অনন্য অসাধারণ নেতা ছিলেন, যাঁর অপরিসীম অবদান শুধু টাটা গোষ্ঠীকেই গঠন করেনি, আমাদের দেশের কাঠামোটিকেও আকার দিয়েছে।”

প্রয়াত বিশিষ্ট শিল্পপতি রতন টাটা, বয়স হয়েছিল ৮৬ বছর

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

আরও পড়ুন

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...