Homeখবরদেশরাস্তার মাঝখানে তুমুল মারামারি, তারই মধ্যে ভাইরাল হওয়ার জন্য 'অমানবিক' রিল তৈরি

রাস্তার মাঝখানে তুমুল মারামারি, তারই মধ্যে ভাইরাল হওয়ার জন্য ‘অমানবিক’ রিল তৈরি

প্রকাশিত

এখনকার দিনে ইন্টারনেট নিঃসন্দেহে আচমকা জনপ্রিয় হয়ে ওঠার সুযোগ করে দিয়েছে। তাৎক্ষণিক খ্যাতি অর্জনের পথ খোলা রয়েছে নেট দুনিয়ায়। আর সেই সোজা পথ ধরতে গিয়ে অনেকেই ন্যূনতম বোধবুদ্ধিটাও বিসর্জন দিয়ে দিচ্ছেন।

বেশ কয়েক বছর ধরে, সোশ্যাল মিডিয়া সমস্ত ব্যাকগ্রাউন্ডের ব্যক্তিদের জন্য নিজের প্রতিভা প্রদর্শনের মাধ্যমে এক নিমেষে বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠতে সাহায্যও করছে। সে যাইহোক, অনেকেই এটাকে দায়িত্বের সঙ্গে ব্যবহার করে না। এই যেমন সাম্প্রতিক একটি ভিডিও তুলে ধরেছে যে কীভাবে কিছু লোক সংবেদনশীলতা হারিয়ে ফেলছেন আর ভিউ পাওয়ার জন্য যেকোনও কাজ করতেও দুবার ভাবছেন না।

সম্প্রতি, হিমাচলপ্রদেশের একটি ভিডিও ইন্টারনেটে প্রকাশিত হয়েছে। যেখানে দেখা যাচ্ছে এক কন্টেন্ট ক্রিয়েটর একটি উদ্ভট রিল রেকর্ড করছেন। সেই ভাইরাল ভিডিওটি ইন্টারনেটকে হতবাক করেছে। ক্লিপটিতে দেখানো হয়েছে যে রাস্তার মাঝখানে বেশ কয়েকজন মারামারি করছে এবং একে অপরের চুল ধরে টানাটানি করছে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন পথচারী লড়াই থামানোর চেষ্টা করছেন। তবে, তথাকথিত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ঘটনাটিকে পটভূমি হিসাবে ব্যবহার করে একটি রিলে পরিণত করার সুযোগ নিচ্ছেন। ভিডিওতে মেয়েটিকে প্রাণখোলা হাসি হাসতেও দেখা যায়।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (আগের টুইটার)-এ শেয়ার করা ভিডিওটির ক্যাপশনে নিখিল সাইনি লিখেছেন, “গত ২-৩ বছরে, সিমলা এই ধরনের কার্যকলাপের জন্য একটি হটস্পট হয়ে উঠেছে। রিল নির্মাতারা এই জায়গাটি দখল করেছে, এবং প্রতিদিন এই ধরনের বাজে ভিডিও তৈরি করা হয়। ইন্টারনেটে ভাইরাল একটি ভিডিও দেখায় যে একটি মেয়ে মারামারি থামানোর পরিবর্তে, রিল তৈরি করছে। স্থানীয় প্রশাসনকে এই ধরনের লোকদের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করার জন্য এবং আমাদের পাবলিক প্লেসকে রক্ষা করার জন্য অনুরোধ জানাচ্ছি।”

ক্লিপটি দ্রুত ইন্টারনেট ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করে এবং অনেক ব্যবহারকারী এই কাজটিকে “অসংবেদনশীল এবং অমানবিক” বলে অভিহিত করে। একজন ব্যবহারকারী লিখেছেন, “এটি অত্যন্ত সংবেদনশীল এবং অমানবিক। দুঃখজনক। দুর্ভাগ্যবশত, আইনে এই ধরনের লোকদের কিছুই করা যায় না।”

আরও পড়ুন: হাওড়া বন্দে ভারতে ভুল করে আমিষ খাবার বৃদ্ধকে, ওয়েটারকে পরপর কষিয়ে থাপ্পড়, ধরা পড়ল ভিডিয়োয়

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।