Homeখবরদেশনাগপুর-কলকাতা ইন্ডিগো বিমানে বোমাতঙ্ক-কাণ্ডে গ্রেফতার কে? শুনে আপনিও আকাশ থেকে পড়বেন!

নাগপুর-কলকাতা ইন্ডিগো বিমানে বোমাতঙ্ক-কাণ্ডে গ্রেফতার কে? শুনে আপনিও আকাশ থেকে পড়বেন!

প্রকাশিত

এক চমকে দেওয়া ঘটনা। গত নভেম্বর মাসে নাগপুর থেকে কলকাতাগামী ইন্ডিগো ফ্লাইটে বোমা থাকার ভুয়ো সতর্কবার্তা দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া ব্যক্তি অন্য কেউ নন। তিনি একজন ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) কর্মকর্তা! ওই ফ্লাইটে ১৮৭ জন যাত্রী ছিলেন এবং এটি রায়পুরে জরুরি অবতরণে বাধ্য হয়। পরে বোমার হুমকিকে মিথ্যা বলে ঘোষণা করা হয়।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, অভিযুক্ত অনিমেশ মণ্ডল নাগপুরে কর্মরত ডেপুটি সুপারিন্টেনডেন্ট পদমর্যাদার একজন আইবি কর্মকর্তা। তাঁকে ভারতীয় ন্যায় সংহিতা ধারা ৩৫১(৪) এবং সিভিল এভিয়েশনের নিরাপত্তার বিরুদ্ধে বেআইনি কাজ দমন আইন, ১৯৮২-এর অধীনে রায়পুর পুলিশ গ্রেফতার করে।

ধৃত গোয়েন্দা আধিকারিকের আইনজীবী ফয়জল রিজভি জানান, তাঁর মক্কেল একটি উৎস থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ফ্লাইটে বোমার সম্ভাবনার কথা জানিয়েছিলেন। তিনি প্রশ্ন তোলেন কেন প্রাথমিকভাবে অভিযুক্তের পরিচয় গোপন রাখা হয়েছিল। পাশাপাশি আইনজীবী জোরের সভ্হে বলেন, তাঁর মক্কেল নির্দোষ।

রায়পুরের সিনিয়র পুলিশ সুপার সান্তোষ সিং জানান, ওই গোয়েন্দাকর্তাকে আটক করার পর আইবি-কে দ্রুত বিষয়টি জানানো হয়। যৌথ জিজ্ঞাসাবাদে এটা নিশ্চিত হয় যে, বোমার হুমকি ভুয়ো ছিল। সিং বলেন, “তাঁর কর্মকাণ্ড যাত্রী এবং ক্রুদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে এবং সবার জীবনের ঝুঁকি বাড়িয়েছে।”

আইনজীবী রিজভি যুক্তি দেন, সিভিল এভিয়েশন আইনের অধীনে মামলা বিশেষ আদালতে পরিচালিত হওয়া উচিত, যা ছত্তীসগঢ়ে নেই। তিনি তাঁর মক্কেলের জামিনের জন্য উচ্চ আদালতে যাওয়ার পরিকল্পনা করেছেন।

এই ঘটনায় অভিযুক্ত একজন জাতীয় নিরাপত্তা কর্মকর্তার জড়িত থাকার বিষয়টি একদিকে যেমন আলোড়ন সৃষ্টি করেছে, তেমনই মামলার আইনি দিকগুলো নিয়ে প্রশ্নও তুলেছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

প্রদীপ সাংওয়ানের চন্দ্রতাল সাফাই অভিযান, ১৪,০০০ ফুট উচ্চতায় উদ্ধার ১৫৯ কেজি মদের বোতল

চন্দ্রতাল হ্রদের সৌন্দর্য নষ্ট করছে মদের বোতল ও প্লাস্টিক বর্জ্য। ১৪,১০০ ফুট উচ্চতায় হিলিং হিমালয়াস দলের অভিযান, উদ্ধার ১৫৯ কেজি বর্জ্য। প্রদীপ সাংওয়ান বললেন, এটি শুধু নোংরামি নয়, এক গভীর সংকট।

অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত খারিজ করল হাই কোর্ট, ৪ সপ্তাহে দেশে ফেরানোর নির্দেশ

বাংলাদেশি বলে দাবি করে অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে স্বামী ও পুত্র-সহ বাংলাদেশে পাঠিয়েছিল দিল্লি পুলিশ। কলকাতা হাই কোর্ট সেই সিদ্ধান্ত খারিজ করে ৪ সপ্তাহের মধ্যে দেশে ফেরানোর নির্দেশ দিল। কেন্দ্রের স্থগিতের আবেদনও খারিজ।

লন্ডনের দুর্গোৎসবে মহানায়ক উত্তম কুমার! শতবর্ষে ‘ওয়াল অফ ফেম’-এ সেজে উঠছে ইউরোপের বৃহত্তম পুজো

শতবর্ষে মহানায়ক উত্তম কুমারকে শ্রদ্ধা জানাতে লন্ডনের দুর্গোৎসবে বিশেষ আয়োজন। বেঙ্গল হেরিটেজ ফাউন্ডেশনের উদ্যোগে সাজছে ‘ওয়াল অফ ফেম’, থাকবে চন্দননগরের আলোকসজ্জা, কলকাতার স্ট্রিট ফুড ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

লাদাখে অশান্তির জের, জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার সমাজকর্মী সোনম ওয়াংচুক

লাদাখে অশান্তি এবং প্রাণহানির ঘটনার তিন দিনের মাথায় গ্রেফতার হলেন বিশিষ্ট সমাজকর্মী, প্রকৌশলী ও...

আরও পড়ুন

প্রদীপ সাংওয়ানের চন্দ্রতাল সাফাই অভিযান, ১৪,০০০ ফুট উচ্চতায় উদ্ধার ১৫৯ কেজি মদের বোতল

চন্দ্রতাল হ্রদের সৌন্দর্য নষ্ট করছে মদের বোতল ও প্লাস্টিক বর্জ্য। ১৪,১০০ ফুট উচ্চতায় হিলিং হিমালয়াস দলের অভিযান, উদ্ধার ১৫৯ কেজি বর্জ্য। প্রদীপ সাংওয়ান বললেন, এটি শুধু নোংরামি নয়, এক গভীর সংকট।

লাদাখে অশান্তির জের, জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার সমাজকর্মী সোনম ওয়াংচুক

লাদাখে অশান্তি এবং প্রাণহানির ঘটনার তিন দিনের মাথায় গ্রেফতার হলেন বিশিষ্ট সমাজকর্মী, প্রকৌশলী ও...

কী কারণে অশান্ত লাদাখ? বিক্ষোভ নিয়ে কী অবস্থান রাজনৈতিক দলগুলির?

কেন উত্তপ্ত লাদাখ? এই অঞ্চলে অস্থিরতার পেছনের রাজনৈতিক ও সামাজিক কারণগুলো কী? পড়ুন লাদাখের মানুষের মূল দাবি, যেমন পূর্ণ রাজ্যের মর্যাদা ও সাংবিধানিক সুরক্ষার বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ।