Home খবর দেশ চাঁদের পর সূর্য! কবে আদিত্য এল-১ লঞ্চ করবে ইসরো, বাজেট কত

চাঁদের পর সূর্য! কবে আদিত্য এল-১ লঞ্চ করবে ইসরো, বাজেট কত

0

চাঁদের পর এ বার সূর্য! চন্দ্রযান ৩ (Chandrayaan-3)-এর মাধ্যমে ইতিহাস রচনার পর, ভারত এখন নিজের প্রথম সৌর অভিযান, আদিত্য এল১ (Solar Mission Aditya L1) চালু করতে চলেছে। সারা বিশ্বের নজর এখন সেদিকেই।

আদিত্য এল-১ উৎক্ষেপণের উদ্দেশ্য কী?

ইসরো (ISRO)-র এক আধিকারিক জানিয়েছেন, সূর্য সম্পর্কে আরও বিশদ তথ্য সংগ্রহ করবে আদিত্য-এল ১। সেটিকে এল-১- এর চারপাশে একটি হ্যালো কক্ষপথে স্থাপন করার পরিকল্পনা করা হয়েছে।

১. সৌর উপরের বায়ুমণ্ডলীয় (ক্রোমোস্ফিয়ার এবং করোনা) গতিবিদ্যার অধ্যয়ন।

২. ক্রোমোস্ফিয়ারিক এবং করোনাল হিটিং করার অধ্যয়ন, আংশিক ভাবে আয়নিত প্লাজমার পদার্থবিদ্যা, করোনাল ভর নির্গমনের সূচনা, এবং অগ্নিশিখা সম্পর্কিত অধ্যয়ন।

৩. সূর্য থেকে কণার গতিবিদ্যা অধ্যয়নের জন্য ডেটা সরবরাহকারী ইন-সিটু কণা এবং প্লাজমা পরিবেশ পর্যবেক্ষণ।

মহাকাশযানটির নেপথ্যে

সৌর মিশনের জন্য যে মহাকাশযানটি ব্যবহার করা হবে তা পৃথিবী থেকে প্রায় ১৫ লক্ষ কিলোমিটার দূরে এল ১ (সান-আর্থ ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্ট)-এ সৌর করোনার দূরবর্তী পর্যবেক্ষণ এবং সৌর বায়ুর পরিস্থিতি পর্যবেক্ষণে সাহায্য করবে।

ইসরোর এক আধিকারিক জানিয়েছেন, ভারতের জাতীয় মহাকাশ সংস্থার সৌর মিশনটি জাতীয় প্রতিষ্ঠানগুলির অংশগ্রহণের সঙ্গে একটি সম্পূর্ণ দেশীয় প্রচেষ্টা। মিশনের একটি অংশ হল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স (IIA) এবং পুণের ইন্টার-ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স। ‘ভিজিবল এমিসন লাইন করোনাগ্রাফ পেলোড’ উন্নয়নে সাহায্য করবে আইআইএ। অন্য দিকে, পুনে-ভিত্তিক সংস্থাটি মিশনের জন্য সোলার আল্ট্রাভায়োলেট ইমেজার পেলোড তৈরি করছে।

আদিত্য এল-১ মিশনের বাজেট কত?

আদিত্য এল-১ মিশনের বাজেট প্রায় ৪০০ কোটি টাকা। ২০১৯ সালের ডিসেম্বর মাস থেকে আদিত্য এল-১-এর নির্মাণ শুরু হয়েছিল। আগামী ২ সেপ্টেম্বর, সকাল ১১টা ৫০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে পিএসএলভি-সি৫৭ (PSLV-C57)- এর মাধ্যমে আদিত্য এল-১ উৎক্ষেপণ করা হবে।

আরও পড়ুন: চন্দ্রযান ৩: রোভার ‘প্রজ্ঞান’ পেলোড নিয়ে ৮ মিটার হাঁটল

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version