Home খবর দেশ ড্যামেজ কন্ট্রোল! বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্নের সিদ্ধান্ত একক, পদ হারালেন জেডিইউ রাজ্য...

ড্যামেজ কন্ট্রোল! বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্নের সিদ্ধান্ত একক, পদ হারালেন জেডিইউ রাজ্য সভাপতি

0

মণিপুরের রাজ্য-রাজনীতিতে নাটকীয় পটপরিবর্তন! এন বিরেন সিং-এর নেতৃত্বাধীন বিজেপি সরকার থেকে সমর্থন প্রত্যাহারের কিছুক্ষণ পরেই, জনতা দল (ইউনাইটেড) মণিপুর ইউনিটের সভাপতি ক্ষেত্রিময়ুম বীরেন সিং-কে পদ থেকে সরিয়ে দিলেন কেন্দ্রীয় নেতৃত্ব। দলীয় সিদ্ধান্ত ছাড়াই বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

জেডিইউ-এর জাতীয় মুখপাত্র রাজীব রঞ্জন প্রসাদ এই ঘটনাকে “ভ্রান্ত ও ভিত্তিহীন” বলে দাবি করেছেন। তিনি স্পষ্ট করে জানান, মণিপুরের জেডিইউ সভাপতি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা ছাড়াই নিজের ইচ্ছামতন এই চিঠি পাঠিয়েছিলেন।

প্রসাদ বলেন, “এটি বিভ্রান্তিকর ও ভিত্তিহীন। দল বিষয়টি নজরে এনেছে এবং মণিপুর ইউনিটের সভাপতিকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। রাজ্য ইউনিট কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেনি এবং তাদের সমর্থন নেয়নি। এটি একক সিদ্ধান্ত ছিল।”

তিনি আরও জানান, জেডিইউ এখনও বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের সঙ্গেই রয়েছে। যেমন কেন্দ্রীয় স্তরে, তেমনই মণিপুরেও। তিনি বলেন, “আমরা এনডিএ-র সঙ্গে রয়েছি এবং মণিপুর ইউনিট রাজ্যের উন্নয়নে কাজ চালিয়ে যাবে।”

এই সিদ্ধান্তের পর রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে, আদৌ কি জেডিইউ বিজেপির সঙ্গ ছাড়তে চাইছে, না কি এটি শুধুই রাজ্য নেতৃত্বের একক পদক্ষেপ ছিল?

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version