উত্তরাখণ্ড : ভ্রমণ প্রিয় বাঙ্গালীদের মাথায় হাত। হিমালয় পার্বত্য এলাকার জনপদগুলিতে দেখা যাচ্ছে একের পর এক বিপর্যয়। জোশীমঠের ঘটনার পুনরাবৃত্তি উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায়। কোথাও বা ফাটল দেখা দিচ্ছে বাড়িতে তো কখনও আবার ফাটছে রাস্তা। যেকোনো মুহূর্তে তলিয়ে যাওয়া সম্ভাবনা জোশীমঠের। আতঙ্কের মধ্য দিয়ে দিন গুজরান করছেন এলাকাবাসী।
তবে কেবলমাত্র জোশীমঠ নয়। বদ্রীনাথ যাওয়ার জাতীয় সড়কেও দেখা দিয়েছে ফাটল। ফটো দেখা দিয়েছে কর্ণপ্রয়াগ, উত্তরকাশী, নৈনিতাল, মুসৌরিসহ একাধিক এলাকায়। আর তাতেই চিন্তা বাড়ছে সরকারের। মাথায় হাত পড়েছে ভ্রমণ প্রিয় বাঙ্গালীদের।
জোশীমঠ থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে রয়েছে কর্ণপ্রয়াগ। সেখানেও বেশ কয়েকটি বাড়িতে দেখা দিয়েছে ফাটল। সেখানে চলছিল রেললাইন তৈরির কাজ। সাধারণ মানুষের কথা চিন্তা করেই তৈরি হচ্ছিল রেললাইন। চারধাম যাত্রায় সাধারণের কষ্ট লাঘব করতে সরকারের তরফে উন্নয়নের কাছে হাত লাগানো হলেও সাধারণ মানুষের দাবি এই উন্নয়নকাল হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য। বিপদের আশঙ্কায় রাতের ঘুম উড়েছে এলাকাবাসীর।
আরও পড়ুন: নিরাপত্তায় ত্রুটি, হঠাৎ থমকে গেল রাহুলের ভারত জোড়ো যাত্রা